বারাসত, 12 জুলাই: গণনা কেন্দ্রের ভিতরেই সিপিএম প্রার্থীকে ফেলে বেধড়ক মারধরের অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে । প্রার্থী হাবিব আলিকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন তাঁর ভাই ও নির্বাচনী এজেন্টও । ঘটনার জেরে মঙ্গলবার রাতে তীব্র উত্তেজনা ছড়ায় উত্তর 24 পরগনার বারাসত-1 নম্বর ব্লকের ছোটজাগুলিয়ার আইটিআই কলেজের গণনা কেন্দ্রে ।
অভিযোগ, রক্তাক্ত হওয়ার পরও তৃণমূলের বহিরাগতদের বাঁধায় হাসপাতালে পাঠানো যাচ্ছিল না আহতদের । সেই সময় তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর দ্বারস্থ হন স্থানীয় সিপিএম কর্মীরা । শেষে বিধায়কের উদ্যোগে আক্রান্ত সিপিএম প্রার্থী-সহ অন্যান্যদের হাসপাতালে ভর্তি করা হয় ৷
সিপিএম প্রার্থীর ভাই বাপি ইসলাম জানান, কোটরা ও কদম্বগাছি, এই দু’টি পঞ্চায়েতে তাঁদের দলের প্রার্থী হাবিব আলি তৃণমূল প্রার্থীর থেকে প্রায় দেড় হাজার ভোটে এগিয়ে ছিলেন । তা মেনে নিতে না পেরেই প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী আসাদুজ্জামানের দলবল হামলা চালায় হাবিবের উপর । তাঁকে বাঁচাতে গিয়েই আক্রান্ত হয়েছেন প্রার্থীর নির্বাচনী এজেন্ট জামির আলি ও তিনি । হাবিব আলিকে খুন করার উদ্দেশ্য ছিল তৃণমূলীদের । কিন্তু, বরাত জোরে প্রাণে বেঁচে যান ওই তাঁর দাদা ।
আরও পড়ুন: ‘মেরে ফেললেও গণনাকেন্দ্র ছাড়ব না’, তৃণমূলের হিংসার বিরুদ্ধে প্রতিরোধ আইএসএফ প্রার্থীর
জানা গিয়েছে, এবার উত্তর 24 পরগনা জেলা পরিষদের 27 নম্বর আসন থেকে সিপিএমের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন হাবিব আলি । তাঁর বিপরীতে তৃণমূলের হয়ে লড়াই করছেন শাসকদলের ডাকাবুকো নেতা আসাদুজ্জামান । এখানে বিজেপি-সহ অন্যান্যরা প্রার্থী দিলেও মূল লড়াই কিন্তু তৃণমূল-সিপিএমের মধ্যেই ছিল । সেটা ব্যালট বাক্সেও প্রতিফলিত হয়েছে । প্রথম দিকে তৃণমূলের সঙ্গে সিপিএম প্রার্থীর লড়াই হলেও শেষের দিকে অবশ্য একতরফা ভোট পেয়ে জয়ী হয়ে যান শাসক দলের প্রার্থী আসাদুজ্জামান ।
সিপিএম নেতা দেবব্রত বসুর দাবি, কোটরা এবং কদম্বগাছি পঞ্চায়েত থেকে তাঁদের প্রার্থীই প্রথমে লিড নিয়ে এগিয়ে ছিলেন । পরবর্তীতে তা কারচুপি করে জিতিয়ে দেওয়া হয়েছে তৃণমূল প্রার্থীকে । তার প্রতিবাদ করাতেই আক্রান্ত হন দলীয় প্রার্থী হাবিব আলি-সহ বাকি দু'জন ।
সূত্রের খবর, চড়, কিল, ঘুষির জেরে সিপিএম প্রার্থী হাবিব আলির মাথায়, মুখে এবং বুকে আঘাত লেগেছে । ফলে তাঁর আঘাত গুরুতর ৷ বর্তমানে তিনি চিকিৎসাধীন বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । এদিকে, এই ঘটনার তীব্র নিন্দা করে দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছেন সিপিএমের জেলা কমিটির সদস্য দেবব্রত বসু । অন্যদিকে, বিষয়টি নিয়ে তৃণমূল প্রার্থী আসাদুজ্জামানের সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা হলেও ফোন ধরেননি তিনি ।
আরও পড়ুন: সবুজের মাঝে নির্দল প্রার্থী জয়ে উড়ল বেগুনি আবীর