ETV Bharat / state

ভাটপাড়ায় পুলিশি জুলুমের অভিযোগে পথ অবরোধ স্থানীয়দের - দুষ্কৃতী

ভাটপাড়ায় পুলিশের বিরুদ্ধে স্থানীয়দের উপর জুলুমের অভিযোগ ৷ দুষ্কৃতীদের ধরার নামে স্থানীয়দের উপর অত্যাচারের অভিযোগ উঠেছে ৷ ঘটনায় আজ ঘোষপাড়া রোড অবরোধ করলেন স্থানীয়রা ৷

allegation-against-police-to-tortured-the-locals-road-blocks-in-bhatpara-north-24-pargana
ভাটপাড়ায় পুলিশি জুলুমের অভিযোগে পথ অবরোধ স্থানীয়দের
author img

By

Published : Jun 6, 2021, 3:50 PM IST

ভাটপাড়া, 6 জুন : ভাটপাড়া থানার পুলিশের বিরুদ্ধে তল্লাশির নামে অত্যাচারের অভিযোগ ৷ তার প্রতিবাদে আজ ভাটপাড়ার ঘোষপাড়া রোড অবরোধ করলেন স্থানীয়রা । প্রসঙ্গত, শুক্রবার রাতে ভাটপাড়ার পালঘাট এলাকায় সাধারণ মানুষের ওপর বোমা, গুলি চালানোর অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ ভাঙচুরের অভিযোগও উঠেছে ৷

ওই ঘটনায় বাদ যায়নি পুলিশও । পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়া হয় । ঘটনায় জখম হন ৪ জন পুলিশ কর্মী । প্রাণ বাঁচাতে বেশ কয়েক রাউন্ড গুলিও চালাতে হয় পুলিশকে । এর পর এলাকায় দুষ্কৃতীদের খোঁজে পুলিশ তল্লাশি অভিযান শুরু করে । শনিবার রাতে পুলিশ ঘিঞ্জি বস্তি এলাকায় তল্লাশি শুরু করে ৷ বস্তিবাসীদের অভিযোগ, তল্লাশির নামে পুলিশ হেনস্থা ও জুলুম করেছে তাঁদের উপর ৷ যারা এই ঘটনায় জড়িত নয় এমন সাধারণ লোককে মিথ্যা মামলায় ফাঁসিয়ে পুলিশ তুলে নিয়ে গিয়েছে বলেও অভিযোগ করা হয়েছে । তাঁদের দাবি, বাইরে থেকে দুষ্কৃতীরা এসে হামলা চালিয়েছে ওই এলাকায় । তাদের খোঁজ না করে পুলিশ ক্ষতিগ্রস্তদের উপরেই অত্যাচার করছে । তার প্রতিবাদেই আজ ঘোষপাড়া রোড অবরোধ করেন স্থানীয়রা ৷

বিক্ষোভকারীদের সঙ্গে কথা বললেন জগদ্দলের বিধায়ক

আরও পড়ুন : ভাটপাড়ায় সারারাত বোমাবাজি, দোকান-বাড়ি ভাঙচুরে আহত 4

আজ ঘটনাস্থলে যান জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম । তিনি অভিযোগ করেন, ‘‘সাংসদ অর্জুন সিং এলাকায় অশান্তি তৈরির চেষ্টা করছেন । প্রশাসন সেই ঘটনার তদন্ত করতে পদক্ষেপ করেছে । তবে যদি বিক্ষোভকারীদের অভিযোগ সত্যি হয়, আমি প্রশাসনের কাছে আবেদন জানাব, ভাল ভাবে বিষয়টি ক্ষতিয়ে দেখে নির্দোষদের মুক্তি দিতে ৷’’

ভাটপাড়া, 6 জুন : ভাটপাড়া থানার পুলিশের বিরুদ্ধে তল্লাশির নামে অত্যাচারের অভিযোগ ৷ তার প্রতিবাদে আজ ভাটপাড়ার ঘোষপাড়া রোড অবরোধ করলেন স্থানীয়রা । প্রসঙ্গত, শুক্রবার রাতে ভাটপাড়ার পালঘাট এলাকায় সাধারণ মানুষের ওপর বোমা, গুলি চালানোর অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ ভাঙচুরের অভিযোগও উঠেছে ৷

ওই ঘটনায় বাদ যায়নি পুলিশও । পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়া হয় । ঘটনায় জখম হন ৪ জন পুলিশ কর্মী । প্রাণ বাঁচাতে বেশ কয়েক রাউন্ড গুলিও চালাতে হয় পুলিশকে । এর পর এলাকায় দুষ্কৃতীদের খোঁজে পুলিশ তল্লাশি অভিযান শুরু করে । শনিবার রাতে পুলিশ ঘিঞ্জি বস্তি এলাকায় তল্লাশি শুরু করে ৷ বস্তিবাসীদের অভিযোগ, তল্লাশির নামে পুলিশ হেনস্থা ও জুলুম করেছে তাঁদের উপর ৷ যারা এই ঘটনায় জড়িত নয় এমন সাধারণ লোককে মিথ্যা মামলায় ফাঁসিয়ে পুলিশ তুলে নিয়ে গিয়েছে বলেও অভিযোগ করা হয়েছে । তাঁদের দাবি, বাইরে থেকে দুষ্কৃতীরা এসে হামলা চালিয়েছে ওই এলাকায় । তাদের খোঁজ না করে পুলিশ ক্ষতিগ্রস্তদের উপরেই অত্যাচার করছে । তার প্রতিবাদেই আজ ঘোষপাড়া রোড অবরোধ করেন স্থানীয়রা ৷

বিক্ষোভকারীদের সঙ্গে কথা বললেন জগদ্দলের বিধায়ক

আরও পড়ুন : ভাটপাড়ায় সারারাত বোমাবাজি, দোকান-বাড়ি ভাঙচুরে আহত 4

আজ ঘটনাস্থলে যান জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম । তিনি অভিযোগ করেন, ‘‘সাংসদ অর্জুন সিং এলাকায় অশান্তি তৈরির চেষ্টা করছেন । প্রশাসন সেই ঘটনার তদন্ত করতে পদক্ষেপ করেছে । তবে যদি বিক্ষোভকারীদের অভিযোগ সত্যি হয়, আমি প্রশাসনের কাছে আবেদন জানাব, ভাল ভাবে বিষয়টি ক্ষতিয়ে দেখে নির্দোষদের মুক্তি দিতে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.