বারাসত, 5 মে : রেড জোন উত্তর 24 পরগনার জেলাসদর বারাসতে এবার রেশন ও কোরোনা ইশু নিয়ে রাস্তায় নেমে আন্দোলন করল BJP ৷ আজ দুপুরে 34 নম্বর জাতীয় সড়কের পাশে থালা ও পোস্টার হাতে নিয়ে বিক্ষোভ আন্দোলনে সামিল হন গেরুয়া শিবিরের কর্মী ও সমর্থকরা । তবে,রাস্তায় নেমে আন্দোলন করলেও বজায় রাখা হয়েছে সামাজিক দূরত্ব । পুলিশ থাকলেও সেই আন্দোলনে বাধা দেওয়া কিংবা সরিয়ে দেওয়ার কোনওরকম চেষ্টা করা হয়নি । শান্তিপূর্ণ ভাবেই শেষ হয়েছে BJP-র এই বিক্ষোভ আন্দোলন ।
লকডাউনে গরিব ও নিম্নবিত্ত মানুষের হাতে রেশন সামগ্রী তুলে দিতে ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে । তবে,সেই রেশন নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে একাধিপত্য অভিযোগ আসতে শুরু করেছে । কোথাও রেশনের সামগ্রী কারচুপির অভিযোগ । আবার কোথাও রেশনের সামগ্রী পাচারের অভিযোগ । অভিযোগ আসার পর রাজ্য সরকার কড়া ব্যবস্থা নিলেও রেশন নিয়ে মানুষের ক্ষোভ কমছে না । বিরোধীরাও রেশন নিয়ে রাজ্য সরকারকে প্রতিনিয়ত নিশানা করে চলেছেন । আবার কোরোনা ইশুতেও তথ্য গোপনের অভিযোগে সরব হয়েছেন CPIM, কংগ্রেস, BJP সহ বিরোধী রাজনৈতিক দলগুলো । তবে,এই ইস্যুতে রাজ্য সরকারকে চেপে ধরতে রাস্তায় নেমে আন্দোলন করার সিদ্ধান্ত নেয় BJP ৷
সম্প্রতি BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন । প্রত্যেক জেলার দলীয় সভাপতিরা কয়েকজনকে সঙ্গে নিয়ে জেলাশাসকের কাছে স্মারকলিপি প্রদান করবেন ।যেহেতু কোরোনা আক্রান্তের নিরিখে উত্তর 24 পরগনা জেলা রেড জ়োন, সেহেতু জেলাশাসকের কাছে স্মারকলিপি না দিয়ে এই ইশুতে রাস্তায় নেমে আন্দোলন করলেন BJP-র কর্মী-সমর্থকরা ।
এবিষয়ে BJP-র বারাসত সাংগঠনিক জেলার নেতা প্রতীক চট্টোপাধ্যায় বলেন, ‘‘রেশন নিয়ে রাজ্য সরকার যতই কৃতিত্ব নেওয়ার দাবি করুক, সেই কৃতিত্ব একেবারে লোকদেখানো । রেশন নিয়ে মানুষের মধ্যে হাহাকার চলছে । মানুষ রেশন পাচ্ছে না । অথচ তৃনমূলের লোকজন রেশনের সামগ্রী তুলে নিয়ে নিজেদের নামে চালানোর চেষ্টা করছে । রেশন নিয়ে একটা দুর্নীতি চলছে । আবার কোরোনার তথ্য নিয়েও চলছে গোপনীয়তা । কেন্দ্রের দেওয়া তথ্যের সঙ্গে রাজ্যের দেওয়া তথ্য কোনও ভাবেই মিলছে না ।প্রথম থেকেই কোরোনা নিয়ে তথ্য লুকতে চাইছে রাজ্য সরকার । সেই জন্যই আমরা রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছি ।’’
অপরদিকে, বারাসতের যশোর রোডের দক্ষিণ পাড়াতেও রেশন ও কোরোনা নিয়ে রাস্তায় নেমে আন্দোলন করে গেরুয়া শিবির । সেখানেও দলীয় কর্মীদের হাতে ছিল থালা ও পোস্টার । জেলার প্রায় সমস্ত ব্লকেই এই ইশুতে বিক্ষোভ আন্দোলন সংগঠিত হয়েছে বলে BJP সূত্রে জানা গেছে ।