ETV Bharat / state

মধ্যমগ্রামে কোরোনায় আক্রান্ত বৃদ্ধা, গ্রিনের তকমা হারিয়ে ফিরল রেড জ়োনে

ফের নতুন করে মধ্যমগ্রামের একজন কোরোনায় আক্রান্ত হওয়ার খবরে চিন্তায় জেলা প্রশাসন । উদ্বিগ্ন এলাকার বাসিন্দারাও ।

corona
কোরোনা
author img

By

Published : May 13, 2020, 5:03 PM IST

মধ্যমগ্রাম, 13 মে: এক সপ্তাহও কাটল না । গ্রিন জ়োনের তকমা হারিয়ে ফের রেড জ়োনে ফিরল মধ্যমগ্রাম । কারণ,নতুন করে কোরোনায় আক্রান্তের হদিস মিলেছে এখান থেকে । 78 বছরের এক বৃদ্ধার শরীরে মেলে কোরোনা ভাইরাস । বর্তমানে তিনি বেলেঘাটা ID হাসপাতালে চিকিৎসাধীন । গত একমাসে নতুন কোনও সংক্রমিতের খোঁজ না মেলায় মধ্যমগ্রাম পৌর এলাকাকে গ্রিন জ়োনে নিয়ে আসা হয় জেলা প্রশাসনের তরফে । তিনটি কনটেনমেন্ট জ়োনের মধ্যে প্রথমে দু'টিকে নিয়ে আসা হয় গ্রিন জ়োনে । পরে আসে বাকি একটিও ।

এসবই ছিল জেলা প্রশাসনের কাছে স্বস্তির খবর । কিন্তু,ফের নতুন করে মধ্যমগ্রামের একজন কোরোনা আক্রান্ত হওয়ার খবরে চিন্তিত জেলা প্রশাসন । উদ্বিগ্ন এলাকার বাসিন্দারাও । তবে, সংক্রমণ ঠেকাতে আক্রান্তের বাড়ির এলাকাকে কনটেনমেন্ট জ়োনে নিয়ে আসতে দেরি করেনি প্রশাসন । গতকালই রেড জ়োন হিসেবে চিহ্নিত করা হয় ওই এলাকা । এরপর তৎপরতা বাড়ে পৌর কর্তৃপক্ষের । আজ পুলিশের তরফে গার্ডওয়াল ও বাঁশের ব্যারিকেড দিয়ে সিল করে দেওয়া হয়েছে আক্রান্তের এলাকা । কেউ যাতে এলাকার ভিতরে প্রবেশ কিংবা বাইরে যেতে না পারেন তার জন্য এই পদক্ষেপ । এছাড়া, অন্যান্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পৌরসভার তরফে ।

রেড জ়োন উত্তর 24 পরগনার মধ্যমগ্রামে প্রথম দিকে চারজন কোরোনায় আক্রান্ত হয়েছিলেন । এদের মধ্যে দু'জন মহিলা ও দু'জন পুরুষ । মহিলাদের মধ্যে একজন আবার বেসরকারি হাসপাতালের নার্স । অপরদিকে, দুই পুরুষের মধ্যে পৌরসভার কাউন্সিলরও ছিলেন । ফলে,স্বভাবতই পৌরসভার পাঁচ, দশ ও 28 নম্বর ওয়ার্ডের একটা অংশকে কনটেনমেন্ট জ়োনের তালিকায় যুক্ত করা হয় । পৌরসভা ও পুলিশ প্রশাসনের তরফে কনটেনমেন্ট জ়োনের বাসিন্দাদের যাবতীয় দায়িত্ব তুলে নেওয়া হয় । কড়া নজরদারি ও পরিশ্রমের ফলও মেলে হাতেনাতে । গত একমাসে নতুন করে কেউ সংক্রমিত না হওয়ায় এক সপ্তাহ আগে দশ ও 28 নম্বর ওয়ার্ডের দুটি কনটেনমেন্ট জ়োনকে গ্রিন জ়োনে নিয়ে আসা হয় । বাকি একটিও গতকাল চলে আসে গ্রিন জ়োনে । ফের কোরোনায় নতুন করে আক্রান্তের হদিস মেলে পৌরসভার 20 নম্বর ওয়ার্ড থেকে । যা নিঃসন্দেহে চিন্তার খবর প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের কাছে ।

যে বৃদ্ধা কোরোনায় আক্রান্ত হয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুখে ভুগছেন । কয়েকদিন আগে শারীরিক অসুস্থতার জন্য তাঁকে বাগুইআটির একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছিল । সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে স্থানান্তরিত করা হয় VIP রোডের ধারে এক বেসরকারি হাসপাতালে । সেখান থেকেই তাঁর সোয়াব টেস্টের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল । সোমবার রাতে সেই পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে । এরপরই আক্রান্তের সংস্পর্শে আসা পরিবারের লোকজন ও পরিচারিকাকে পর্যবেক্ষণের জন্য নিয়ে যাওয়া হয় বারাসতের এক কোয়ারানটিন সেন্টারে । সেই সঙ্গে কনটেনমেন্ট জ়োনের তালিকায় যুক্ত করা হয় বৃদ্ধার এলাকার নাম ।

এবিষয়ে মধ্যমগ্রাম পৌরপ্রধান ও বিধায়ক রথীন ঘোষ বলেন, "প্রথম আক্রান্ত চারজনের সুস্থ হয়ে বাড়ি ফেরা ও নতুন কোনও সংক্রমিতের খোঁজও না মেলার পরই পৌর এলাকাকে গ্রিন জ়োনে নিয়ে আসা হয়েছিল । এটা সকলের কাছেই ছিল স্বস্তির খবর । কিন্তু, সোমবারই জানা যায়, এক বৃদ্ধা কোরোনায় আক্রান্ত হয়েছেন । প্রশাসন তাঁর এলাকাকে কনটেনমেন্ট জ়োন হিসেবে চিহ্নিত করেছে । পৌরসভার তরফে যাবতীয় পদক্ষেপ নেওয়া হয়েছে । আক্রান্তের বাড়ি ও এলাকার রাস্তাঘাট স্যানিটাইজ় করা, স্থানীয় একটি বাজার অন্যত্র সরানো সবকিছুই করা হয়েছে । বাসিন্দাদের বলব, অযথা আতঙ্কিত হবেন না । এবারও আমরা সফল হব এলাকাকে গ্রিন জ়োনে নিয়ে আসার ক্ষেত্রে ।"

মধ্যমগ্রাম, 13 মে: এক সপ্তাহও কাটল না । গ্রিন জ়োনের তকমা হারিয়ে ফের রেড জ়োনে ফিরল মধ্যমগ্রাম । কারণ,নতুন করে কোরোনায় আক্রান্তের হদিস মিলেছে এখান থেকে । 78 বছরের এক বৃদ্ধার শরীরে মেলে কোরোনা ভাইরাস । বর্তমানে তিনি বেলেঘাটা ID হাসপাতালে চিকিৎসাধীন । গত একমাসে নতুন কোনও সংক্রমিতের খোঁজ না মেলায় মধ্যমগ্রাম পৌর এলাকাকে গ্রিন জ়োনে নিয়ে আসা হয় জেলা প্রশাসনের তরফে । তিনটি কনটেনমেন্ট জ়োনের মধ্যে প্রথমে দু'টিকে নিয়ে আসা হয় গ্রিন জ়োনে । পরে আসে বাকি একটিও ।

এসবই ছিল জেলা প্রশাসনের কাছে স্বস্তির খবর । কিন্তু,ফের নতুন করে মধ্যমগ্রামের একজন কোরোনা আক্রান্ত হওয়ার খবরে চিন্তিত জেলা প্রশাসন । উদ্বিগ্ন এলাকার বাসিন্দারাও । তবে, সংক্রমণ ঠেকাতে আক্রান্তের বাড়ির এলাকাকে কনটেনমেন্ট জ়োনে নিয়ে আসতে দেরি করেনি প্রশাসন । গতকালই রেড জ়োন হিসেবে চিহ্নিত করা হয় ওই এলাকা । এরপর তৎপরতা বাড়ে পৌর কর্তৃপক্ষের । আজ পুলিশের তরফে গার্ডওয়াল ও বাঁশের ব্যারিকেড দিয়ে সিল করে দেওয়া হয়েছে আক্রান্তের এলাকা । কেউ যাতে এলাকার ভিতরে প্রবেশ কিংবা বাইরে যেতে না পারেন তার জন্য এই পদক্ষেপ । এছাড়া, অন্যান্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পৌরসভার তরফে ।

রেড জ়োন উত্তর 24 পরগনার মধ্যমগ্রামে প্রথম দিকে চারজন কোরোনায় আক্রান্ত হয়েছিলেন । এদের মধ্যে দু'জন মহিলা ও দু'জন পুরুষ । মহিলাদের মধ্যে একজন আবার বেসরকারি হাসপাতালের নার্স । অপরদিকে, দুই পুরুষের মধ্যে পৌরসভার কাউন্সিলরও ছিলেন । ফলে,স্বভাবতই পৌরসভার পাঁচ, দশ ও 28 নম্বর ওয়ার্ডের একটা অংশকে কনটেনমেন্ট জ়োনের তালিকায় যুক্ত করা হয় । পৌরসভা ও পুলিশ প্রশাসনের তরফে কনটেনমেন্ট জ়োনের বাসিন্দাদের যাবতীয় দায়িত্ব তুলে নেওয়া হয় । কড়া নজরদারি ও পরিশ্রমের ফলও মেলে হাতেনাতে । গত একমাসে নতুন করে কেউ সংক্রমিত না হওয়ায় এক সপ্তাহ আগে দশ ও 28 নম্বর ওয়ার্ডের দুটি কনটেনমেন্ট জ়োনকে গ্রিন জ়োনে নিয়ে আসা হয় । বাকি একটিও গতকাল চলে আসে গ্রিন জ়োনে । ফের কোরোনায় নতুন করে আক্রান্তের হদিস মেলে পৌরসভার 20 নম্বর ওয়ার্ড থেকে । যা নিঃসন্দেহে চিন্তার খবর প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের কাছে ।

যে বৃদ্ধা কোরোনায় আক্রান্ত হয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুখে ভুগছেন । কয়েকদিন আগে শারীরিক অসুস্থতার জন্য তাঁকে বাগুইআটির একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছিল । সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে স্থানান্তরিত করা হয় VIP রোডের ধারে এক বেসরকারি হাসপাতালে । সেখান থেকেই তাঁর সোয়াব টেস্টের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল । সোমবার রাতে সেই পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে । এরপরই আক্রান্তের সংস্পর্শে আসা পরিবারের লোকজন ও পরিচারিকাকে পর্যবেক্ষণের জন্য নিয়ে যাওয়া হয় বারাসতের এক কোয়ারানটিন সেন্টারে । সেই সঙ্গে কনটেনমেন্ট জ়োনের তালিকায় যুক্ত করা হয় বৃদ্ধার এলাকার নাম ।

এবিষয়ে মধ্যমগ্রাম পৌরপ্রধান ও বিধায়ক রথীন ঘোষ বলেন, "প্রথম আক্রান্ত চারজনের সুস্থ হয়ে বাড়ি ফেরা ও নতুন কোনও সংক্রমিতের খোঁজও না মেলার পরই পৌর এলাকাকে গ্রিন জ়োনে নিয়ে আসা হয়েছিল । এটা সকলের কাছেই ছিল স্বস্তির খবর । কিন্তু, সোমবারই জানা যায়, এক বৃদ্ধা কোরোনায় আক্রান্ত হয়েছেন । প্রশাসন তাঁর এলাকাকে কনটেনমেন্ট জ়োন হিসেবে চিহ্নিত করেছে । পৌরসভার তরফে যাবতীয় পদক্ষেপ নেওয়া হয়েছে । আক্রান্তের বাড়ি ও এলাকার রাস্তাঘাট স্যানিটাইজ় করা, স্থানীয় একটি বাজার অন্যত্র সরানো সবকিছুই করা হয়েছে । বাসিন্দাদের বলব, অযথা আতঙ্কিত হবেন না । এবারও আমরা সফল হব এলাকাকে গ্রিন জ়োনে নিয়ে আসার ক্ষেত্রে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.