ETV Bharat / state

সিদ্দিকির মন্তব্য সাম্প্রদায়িক নয় :সূর্য

author img

By

Published : Jan 9, 2021, 10:08 PM IST

বারাসতে দলীয় সভা শেষে আব্বাস সিদ্দিকির মন্তব্যকে পরোক্ষে সমর্থন করলেন সূর্যকান্ত মিশ্র । বৃহস্পতিবার উত্তর 24 পরগনার বামনগাছিতে এক ধর্মীয় সভায় যোগ দিয়ে ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকি বলেছিলেন আদিবাসী, দলিত সহ নিপীড়িত বিভিন্ন সম্প্রদায়ের মানুষের হয়ে লড়াই করতে চান । সেই লড়াইয়ে পাশে পেতে চান সিপিআই(এম) ও কংগ্রেসকে ।

SURYA
SURYA

বারাসত, 9 জানুয়ারি : আব্বাস সিদ্দিকির মন্তব্য-কে পরোক্ষে সমর্থন করলেন সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র । শনিবার বারাসতে উত্তর 24 পরগনা জেলা সিপিআই(এম)-এর বৈঠকে হাজির ছিলেন তিনি ।

বৈঠক শেষে তিনি বলেন,"আব্বাস সিদ্দিকির মন্তব্য সাম্প্রদায়িক নয় । সম্প্রতি উনি যা বলেছেন তা আমি শুনেছি । উনি ধর্মের নামে কোনও স্লোগান দেননি । সামাজিকভাবে যারা বৈষম্যের শিকার,তাদের এক মঞ্চে নিয়ে এসে লড়াই সংগ্রামের কথা বলেছেন । ওঁর বক্তব্যের সঙ্গে অন্যের(মিম) বক্তব্যের পার্থক্য রয়েছে। আমরা চাই না মিম ও আব্বাস সিদ্দিকি একসাথে লড়াই করুক ।"

আরও পড়ুন বাংলায় আল কায়দার সংগঠন বাড়ছে, মমতার সরকারকে আক্রমণ ধনকড়়ের

বৃহস্পতিবার উত্তর 24 পরগনার বামনগাছিতে এক ধর্মীয় সভায় যোগ দিয়ে ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকি বলেছিলেন আদিবাসী, দলিত সহ নিপীড়িত বিভিন্ন সম্প্রদায়ের মানুষের হয়ে লড়াই করতে চান । সেই লড়াইয়ে পাশে পেতে চান সিপিআই(এম) ও কংগ্রেসকে ।

এই প্রসঙ্গে সূর্যকান্ত মিশ্র বলেন,"ও (আব্বাস সিদ্দিকি) শুধু মুসলমানদের হয়ে কথা বলেনি । আদিবাসী, তপশিলি সহ নিপীড়িত মানুষ, যাকে উত্তর ভারতে বহুজন বলা হয়, তাঁদের সবাইকে নিয়ে মঞ্চ গড়ে তোলার কথা বলেছেন । অন্যের (মিম) সঙ্গে আব্বাস সিদ্দিকির পার্থক্য এখানেই । আমাদের স্পষ্ট কথা, তৃণমূল ও বিজেপিকে রুখতে বাম ও গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে সঙ্গে নিয়ে লড়াই করা ।"

আরও পড়ুন চোরেদের বাঁচাতে আদালতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, কটাক্ষ নাড্ডার

মিম-এর বিষয়ে খোলসা করে কিছু না বললেও বিহারের নির্বাচনে তাদের ভূমিকা কী ছিল,তা সবাই দেখেছে বলে স্পষ্ট জানিয়েছেন তিনি । মিম ও আব্বাস সিদ্দিকি জোট করে নির্বাচনে লড়লে তখন বামেদের ভূমিকা কী হবে? এর উত্তরে সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক বলেন,"পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী তখন যা সিদ্ধান্ত নেওয়ার তাই নেওয়া হবে ।"

বারাসত, 9 জানুয়ারি : আব্বাস সিদ্দিকির মন্তব্য-কে পরোক্ষে সমর্থন করলেন সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র । শনিবার বারাসতে উত্তর 24 পরগনা জেলা সিপিআই(এম)-এর বৈঠকে হাজির ছিলেন তিনি ।

বৈঠক শেষে তিনি বলেন,"আব্বাস সিদ্দিকির মন্তব্য সাম্প্রদায়িক নয় । সম্প্রতি উনি যা বলেছেন তা আমি শুনেছি । উনি ধর্মের নামে কোনও স্লোগান দেননি । সামাজিকভাবে যারা বৈষম্যের শিকার,তাদের এক মঞ্চে নিয়ে এসে লড়াই সংগ্রামের কথা বলেছেন । ওঁর বক্তব্যের সঙ্গে অন্যের(মিম) বক্তব্যের পার্থক্য রয়েছে। আমরা চাই না মিম ও আব্বাস সিদ্দিকি একসাথে লড়াই করুক ।"

আরও পড়ুন বাংলায় আল কায়দার সংগঠন বাড়ছে, মমতার সরকারকে আক্রমণ ধনকড়়ের

বৃহস্পতিবার উত্তর 24 পরগনার বামনগাছিতে এক ধর্মীয় সভায় যোগ দিয়ে ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকি বলেছিলেন আদিবাসী, দলিত সহ নিপীড়িত বিভিন্ন সম্প্রদায়ের মানুষের হয়ে লড়াই করতে চান । সেই লড়াইয়ে পাশে পেতে চান সিপিআই(এম) ও কংগ্রেসকে ।

এই প্রসঙ্গে সূর্যকান্ত মিশ্র বলেন,"ও (আব্বাস সিদ্দিকি) শুধু মুসলমানদের হয়ে কথা বলেনি । আদিবাসী, তপশিলি সহ নিপীড়িত মানুষ, যাকে উত্তর ভারতে বহুজন বলা হয়, তাঁদের সবাইকে নিয়ে মঞ্চ গড়ে তোলার কথা বলেছেন । অন্যের (মিম) সঙ্গে আব্বাস সিদ্দিকির পার্থক্য এখানেই । আমাদের স্পষ্ট কথা, তৃণমূল ও বিজেপিকে রুখতে বাম ও গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে সঙ্গে নিয়ে লড়াই করা ।"

আরও পড়ুন চোরেদের বাঁচাতে আদালতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, কটাক্ষ নাড্ডার

মিম-এর বিষয়ে খোলসা করে কিছু না বললেও বিহারের নির্বাচনে তাদের ভূমিকা কী ছিল,তা সবাই দেখেছে বলে স্পষ্ট জানিয়েছেন তিনি । মিম ও আব্বাস সিদ্দিকি জোট করে নির্বাচনে লড়লে তখন বামেদের ভূমিকা কী হবে? এর উত্তরে সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক বলেন,"পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী তখন যা সিদ্ধান্ত নেওয়ার তাই নেওয়া হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.