ETV Bharat / state

"থাপ্পড় মেরে পাড়া থেকে উঠিয়ে দেব", যুবতিকে হুমকি তৃণমূল কাউন্সিলরের

author img

By

Published : Dec 9, 2019, 10:31 AM IST

Updated : Dec 9, 2019, 3:31 PM IST

মাইক বাজানোর প্রতিবাদ করার জের ৷ তৃণমূল কাউন্সিলরের আক্রমণের মুখে পড়লেন যুবতি ৷ তাঁকে মারধরের অভিযোগও উঠেছে ৷

iamge
কাউন্সিলর এর হাতে নিগৃহীত তরুণী

কাঁচরাপাড়া, 9 ডিসেম্বর : তারস্বরে মাইক বাজানোর প্রতিবাদ করায় যুবতিকে হেনস্থার অভিযোগ উঠল কাউন্সিলরের বিরুদ্ধে ৷ কাউন্সিলরের নাম উৎপল দাশগুপ্ত ৷ যুবতি ও কাউন্সিলর দু'জনেই ওই পৌরসভার 20 নম্বরের ওয়ার্ডের বাসিন্দা ৷ সামনে এসেছে ঘটনার ভিডিয়ো ৷ তবে এই ভিডিয়োর সত্যতা ETV ভারত যাচাই করেনি ৷ ওই কাউন্সিলরের নামে বীজপুর থানায় অভিযোগ দায়ের করেছেন যুবতি ৷

কাঁচরাপাড়ায় কাউন্সিলরের হাতে নিগৃহীত তরুণী

এই ঘটনার পর যুবতি নিজেই ভিডিয়োটি সামনে আনেন ৷ সেখানে দেখা যাচ্ছে, উৎপল দাশগুপ্ত নামে ওই কাউন্সিলরের সঙ্গে তাঁর বাদানুবাদ হচ্ছে ৷ কাউন্সিলর তাঁকে হুমকি দিচ্ছেন ৷ বলছেন, " সুরশ্রীর অভিযোগ, কাউন্সিলরের হাতে হেনস্থার পর পরই তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন ৷ তবে পুলিশ এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেয়নি ৷ ঘটনায় কাউন্সিলরের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ তাঁকে বারবার ফোন করা হলেও তিনি ফোন তোলেননি ৷

কাঁচরাপাড়া, 9 ডিসেম্বর : তারস্বরে মাইক বাজানোর প্রতিবাদ করায় যুবতিকে হেনস্থার অভিযোগ উঠল কাউন্সিলরের বিরুদ্ধে ৷ কাউন্সিলরের নাম উৎপল দাশগুপ্ত ৷ যুবতি ও কাউন্সিলর দু'জনেই ওই পৌরসভার 20 নম্বরের ওয়ার্ডের বাসিন্দা ৷ সামনে এসেছে ঘটনার ভিডিয়ো ৷ তবে এই ভিডিয়োর সত্যতা ETV ভারত যাচাই করেনি ৷ ওই কাউন্সিলরের নামে বীজপুর থানায় অভিযোগ দায়ের করেছেন যুবতি ৷

কাঁচরাপাড়ায় কাউন্সিলরের হাতে নিগৃহীত তরুণী

এই ঘটনার পর যুবতি নিজেই ভিডিয়োটি সামনে আনেন ৷ সেখানে দেখা যাচ্ছে, উৎপল দাশগুপ্ত নামে ওই কাউন্সিলরের সঙ্গে তাঁর বাদানুবাদ হচ্ছে ৷ কাউন্সিলর তাঁকে হুমকি দিচ্ছেন ৷ বলছেন, " সুরশ্রীর অভিযোগ, কাউন্সিলরের হাতে হেনস্থার পর পরই তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন ৷ তবে পুলিশ এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেয়নি ৷ ঘটনায় কাউন্সিলরের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ তাঁকে বারবার ফোন করা হলেও তিনি ফোন তোলেননি ৷

Intro:শব্দ দানবের প্রতিবাদ করে কাউন্সিলর এর হাতে নিগৃহীত তরুণী।Body:তারস্বরে মাইক বাজানো প্রতিবাদ করায় কাঁচরাপাড়া পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর উৎপল দাসগুপ্ত'র হাতে নিগৃহীত হতে হলো এক তরুণীকে। এলাকায রক্তদান শিবিরের প্রচারের জন্য মাইক বাজানো হচ্ছিল। ওই তরুণী শুধু বলেছিলেন মাইক একটু আস্তে বাজাতে। তারপরে ওই কাউন্সিলরের সাথে এই নিয়ে প্রথমে বাদানুবাদ হয়। পরে ঘটনাস্থলে কাউন্সিলর ও তার দলবল ওই তরুণীকে মারধর করে বলে অভিযোগ। বীজপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হলেও পুলিশ এখনো পর্যন্ত তেমন কোনো ব্যবস্থা নেয়নি বলেও ওই তরুণীর অভিযোগ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অভিযুক্ত কাউন্সিলর উৎপল দাসগুপ্ত তাকে মারধোর করার সময় তরুনী নিজের মোবাইলের সমস্ত কিছু ক্যামেরাবন্দি করেন। সেই ক্যামেরাবন্দী করতে গেলেও তাকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। অভিযুক্ত কাউন্সিলরের সাথে যোগাযোগ করা হলে তার সাথে কোনরকম যোগাযোগ করা যায়নি। তিনি মোবাইলে ফোন ধরছেন না। তবে তার অনুগামীদের কাছ থেকে জানা গেছে তিনি তাকে মেয়ের মত শাসন করেছেন মাত্র।Conclusion:
Last Updated : Dec 9, 2019, 3:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.