ETV Bharat / state

পেটে ব্যথা সারিয়ে দেওয়ার নামে যুবতিকে লাগাতার ধর্ষণ তান্ত্রিকের - বনগাঁ ধর্ষণ

আশারাম বাপু থেকে রাম-রহিম ৷ দেশে মহিলাদের নির্যাতনের ঘটনায় উঠে এসেছিল দিল্লি, উত্তরপ্রদেশ, গুজরাতের মতো রাজ্যে ৷ এবার বাদ গেল না পশ্চিমঙ্গও ৷ পেটব্যথা সারিয়ে দেওয়ার নাম করে যুবতিকে লাগাতার ধর্ষণ তান্ত্রিকের ৷ গতকাল বিকেলে পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্তকে ৷

ছবি
ছবি
author img

By

Published : Sep 8, 2020, 12:42 PM IST

বনগাঁ, 8 সেপ্টেম্বর : পেটেব্যথা সারিয়ে দেওয়ার নাম করে যুবতিকে বার বার ধর্ষণের অভিযোগ তান্ত্রিকের বিরুদ্ধে ৷ শেষে নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে গতকাল বিকেলে পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্তকে ৷

ঘটনাটি উত্তর 24 পরগনার গোপালনগরের ৷ ওই তান্ত্রিকের নাম শিবু মজুমদার ৷ বাড়ি গোপালনগর থানার আকাইপুরে ৷ এক বছর আগে পেটে ব্যথার সমস্যা নিয়ে বছর 23 এক যুবতী তার বাড়িতে গিয়েছিলেন ৷ শিবু ব্যথা সারিয়ে দেওয়ার কথাও জানায় তাঁকে ৷ অভিযোগ, এরপরই পেটে ব্যথা ঠিক করে দেওয়ার অছিলায় অভিযুক্ত ওই যুবতীকে ধর্ষণ করে । যুবতিকে অচেতন করে ধর্ষণ করত সে । প্রথমে ওই যুবতি বুঝতে না পারলেও পরে তিনি বুঝে যান শিবু তাঁকে ধর্ষণ করছে ৷ এরপর তিনি ওই তান্ত্রিকের বাড়িতে যাওয়া বন্ধ করে দেন । তখন শিবু তাঁকে ভয় দেখাতে থাকে ।

কী বলল অভিযুক্ত ?

অবশেষে গতকাল দুপুরে গোপালনগর থানায় তান্ত্রিক শিবু মজুমদারের বিরুদ্ধে ওই যুবতি ধর্ষণের অভিযোগ দায়ের করেন । সেই অভিযোগের ভিত্তিতে গোপালনগর থানার পুলিশ ওই তান্ত্রিককে গ্রেপ্তার করেছে । যুবতি মেডিকেল টেস্ট করিয়েছে । মঙ্গলবার ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হবে । যুবতি জানায়, আমি পেটে ব্যথা সারানোর জন্য ওই তান্ত্রিকের বাড়িতে গিয়েছিলাম । অনেকেই বলেছিল, ওই তান্ত্রিক নাকি পেটের অসুখ সারাতে পারে । আমি যাওয়ার পর আমাকে কী সব খাইয়ে দিত । তারপর কী করত আমি বুঝতে পারতাম না । পরে যখন বুঝতে পারলাম, তখন আমি তান্ত্রিকের বাড়িতে আর যেতাম না । সে আমায় রাস্তায় ভয় দেখাত । অবশেষে বিচারের দাবিতে আমি থানায় অভিযোগ দায়ের করেছি ।"

রাম রহিম থেকে আশারাম বাপু । একাধিক স্ব-ঘোষিত ধর্মগুরুর বিরুদ্ধে নারী নির্যাতন-ধর্ষণের অভিযোগ সামনে এসেছে আগেই । বনগাঁর ঘটনা ফের একবার সেই ঘটনার কথা মনে করিয়ে দিল ।

বনগাঁ, 8 সেপ্টেম্বর : পেটেব্যথা সারিয়ে দেওয়ার নাম করে যুবতিকে বার বার ধর্ষণের অভিযোগ তান্ত্রিকের বিরুদ্ধে ৷ শেষে নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে গতকাল বিকেলে পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্তকে ৷

ঘটনাটি উত্তর 24 পরগনার গোপালনগরের ৷ ওই তান্ত্রিকের নাম শিবু মজুমদার ৷ বাড়ি গোপালনগর থানার আকাইপুরে ৷ এক বছর আগে পেটে ব্যথার সমস্যা নিয়ে বছর 23 এক যুবতী তার বাড়িতে গিয়েছিলেন ৷ শিবু ব্যথা সারিয়ে দেওয়ার কথাও জানায় তাঁকে ৷ অভিযোগ, এরপরই পেটে ব্যথা ঠিক করে দেওয়ার অছিলায় অভিযুক্ত ওই যুবতীকে ধর্ষণ করে । যুবতিকে অচেতন করে ধর্ষণ করত সে । প্রথমে ওই যুবতি বুঝতে না পারলেও পরে তিনি বুঝে যান শিবু তাঁকে ধর্ষণ করছে ৷ এরপর তিনি ওই তান্ত্রিকের বাড়িতে যাওয়া বন্ধ করে দেন । তখন শিবু তাঁকে ভয় দেখাতে থাকে ।

কী বলল অভিযুক্ত ?

অবশেষে গতকাল দুপুরে গোপালনগর থানায় তান্ত্রিক শিবু মজুমদারের বিরুদ্ধে ওই যুবতি ধর্ষণের অভিযোগ দায়ের করেন । সেই অভিযোগের ভিত্তিতে গোপালনগর থানার পুলিশ ওই তান্ত্রিককে গ্রেপ্তার করেছে । যুবতি মেডিকেল টেস্ট করিয়েছে । মঙ্গলবার ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হবে । যুবতি জানায়, আমি পেটে ব্যথা সারানোর জন্য ওই তান্ত্রিকের বাড়িতে গিয়েছিলাম । অনেকেই বলেছিল, ওই তান্ত্রিক নাকি পেটের অসুখ সারাতে পারে । আমি যাওয়ার পর আমাকে কী সব খাইয়ে দিত । তারপর কী করত আমি বুঝতে পারতাম না । পরে যখন বুঝতে পারলাম, তখন আমি তান্ত্রিকের বাড়িতে আর যেতাম না । সে আমায় রাস্তায় ভয় দেখাত । অবশেষে বিচারের দাবিতে আমি থানায় অভিযোগ দায়ের করেছি ।"

রাম রহিম থেকে আশারাম বাপু । একাধিক স্ব-ঘোষিত ধর্মগুরুর বিরুদ্ধে নারী নির্যাতন-ধর্ষণের অভিযোগ সামনে এসেছে আগেই । বনগাঁর ঘটনা ফের একবার সেই ঘটনার কথা মনে করিয়ে দিল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.