ETV Bharat / state

হাবরায় মহিলার নগ্ন দেহ উদ্ধার, ধর্ষণ করে খুন ? - rape and murder in habra

প্রতিদিনের মতো ঘাস কাটতে গিয়েছিলেন এক মহিলা । কিন্তু আর বাড়ি ফেরেননি । পরে তাঁর দেহ উদ্ধার হয় ।

হাবরায় মহিলাকে ধর্ষণ করে গলার নলি কেটে খুন
হাবরায় মহিলাকে ধর্ষণ করে গলার নলি কেটে খুন
author img

By

Published : May 4, 2020, 12:37 AM IST

হাবরা, 4 মে: হাবরা থানার ফুলতলা গ্রামে এক মহিলার রক্তাক্ত নগ্ন দেহ উদ্ধার হল। তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে পরিবারের সদস্যদের অভিযোগ। ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ


প্রতিদিনের মতোই আজ দুপুর আড়াইটে নাগাদ ওই মহিলা নাংলা বিলে ঘাস কাটতে গিয়েছিলেন । কিন্তু, সন্ধ্যা হয়ে গেলেও তিনি বাড়ি ফেরেননি । তাই তাঁকে খুঁজতে বের হয় তাঁর ছেলে । তখনই ঝোপের মধ্যে গলার নলি কাটা অবস্থায় মায়ের দেহ পড়ে থাকতে দেখে সে । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে এসে দেহটি উদ্ধার করে ।

ওই মহিলার শ্বশুর বলেন, "আমার বউমা খুব হাসিখুশি থাকত। ওর কোনও শত্রু নেই । আমাদের ধারণা বউমাকে ধর্ষণ করে খুন করা হয়েছে ।" ঘটনায় জড়িত সন্দেহে রাতেই পুলিশ চারজনকে আটক করেছে ।

হাবরা, 4 মে: হাবরা থানার ফুলতলা গ্রামে এক মহিলার রক্তাক্ত নগ্ন দেহ উদ্ধার হল। তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে পরিবারের সদস্যদের অভিযোগ। ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ


প্রতিদিনের মতোই আজ দুপুর আড়াইটে নাগাদ ওই মহিলা নাংলা বিলে ঘাস কাটতে গিয়েছিলেন । কিন্তু, সন্ধ্যা হয়ে গেলেও তিনি বাড়ি ফেরেননি । তাই তাঁকে খুঁজতে বের হয় তাঁর ছেলে । তখনই ঝোপের মধ্যে গলার নলি কাটা অবস্থায় মায়ের দেহ পড়ে থাকতে দেখে সে । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে এসে দেহটি উদ্ধার করে ।

ওই মহিলার শ্বশুর বলেন, "আমার বউমা খুব হাসিখুশি থাকত। ওর কোনও শত্রু নেই । আমাদের ধারণা বউমাকে ধর্ষণ করে খুন করা হয়েছে ।" ঘটনায় জড়িত সন্দেহে রাতেই পুলিশ চারজনকে আটক করেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.