ভাটপাড়া , 24 ফেব্রুয়ারি : ভাটপাড়ায় পরিত্যক্ত জমি থেকে উদ্ধার হল এক মহিলার পচাগলা দেহ । পানপুর কেউটিয়া গ্রাম পঞ্চায়েতের বেল্লে শংকরপুর গ্রামের ঘটনা ।
ওই এলাকায় 100 দিনের কাজ চলছিল । সেখানে কর্মরত শ্রমিকরা এক মহিলার পচাগলা মৃতদেহ দেখতে পেয়ে ভাটপাড়া থানায় খবর দেন । পুলিশ ঘটনাস্থানে এসে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উদ্ধার করে নিয়ে যায় ।
পুলিশের অনুমান, ওই মহিলাকে অন্য জায়গায় খুন করা হয় । পরে প্রমাণ লোপাটের জন্য পরিত্যক্ত জায়গায় তার দেহ পুঁতে রেখে যায় দুষ্কৃতীরা । জানা গেছে , জমিটি গোর্খা নামে এক ব্যক্তির । কিন্তু তিনি দীর্ঘদিন এখানে থাকেন না । ফলে জমিটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে । সেই সুযোগেই দুষ্কৃতীদের প্রায়ই আনাগোনা চলত ।
: