বনগাঁ , 17 এপ্রিল : লকডাউনে রোজগার হারিয়েছেন অনেক মানুষ । অভুক্ত অবস্থায় দিন কাটাতেও দেখা গেছে প্রচুর মানুষকে । কোথাও কোথাও আবার দেখা গেছে তাঁদের জন্য ব্যক্তিগত উদ্যোগে, সরকারি উদ্যোগে বা কোনও সংস্থার পক্ষ থেকে দেওয়া হয়েছে ত্রাণ । কিন্তু একাধিকবার প্রশ্নও উঠেছে কতদিন চলবে এইভাবে ? কতদিনই বা অন্য কারও সহায্যের ভরসায় থাকবে এই দুস্থ মানুষগুলো ।
সে কারণেই রোজগার হারানো মানুষদের জন্য বনগাঁয় বানানো হল এক টাকার হাট । মাত্র এক টাকা দিলেই চাল, ডাল, সবজি-সহ মিলবে সমস্ত নিত্যপ্রয়োজনীয় সামগ্রী । সম্মান জানিয়ে দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্যই নেওয়া হল অভিনব এই উদ্যোগ । স্থানীয় এক স্পোর্টিং ক্লাবের সদস্যরা গরিব মানুষের পাশে দাঁড়াতে এই হাটের ব্যবস্থা করেছেন । এক টাকার বিনিময়ে এই হাট থেকে কেনা যাবে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র। একটা মাঠের মধ্যে আলাদা আলাদা করে রাখা রয়েছে চাল, আলু, পেঁয়াজ, সয়াবিন, পটল, কাঁচালঙ্কা-সহ অন্যান্য সবজি । সাধারণ মানুষ হাটে আসবেন, প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করবেন । তার বিনিময় ক্লাব সদস্যদের দিতে হবে মাত্র এক টাকা । ক্লাব সদস্যদের দাবি, বিপদের দিনে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ তাঁরা নিয়েছেন । তাঁদের ক্লাব প্রতিবছর সরকারি অনুদানের টাকায় নানারকম সামাজিক কাজকর্ম করে । চলতি বছর সব কাজ বন্ধ রেখে সেই টাকা দিয়েই তাঁরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন ।
ক্লাবের সম্পাদক রতন কর বলেন, " কোরোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে আমরা এই উদ্যোগ নিয়েছি । মাত্র এক টাকা দিলেই এখানে খুশিমতো বাজার করা যাবে । ওই এক টাকাটা ক্রেতাদের আমরা সম্মান জানাতেই নিচ্ছি । এখান থেকে কিছু নিলে কারও আত্মসম্মানে তাহলে আঘাত লাগবে না ।"