উত্তর 24 পরগনা, 3 ফেব্রুয়ারি : যুবকের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য উত্তর 24 পরগনার বনগাঁর কালীতলা ঘোষপাড়ায় ৷ মৃত যুবকের নাম শ্য়ামল সরকার । বয়স 31 ৷
তিনি বাড়ির কাছেই এক পোলট্রি ফার্মে কাজ করতেন ৷ মঙ্গলবার রাতে পোলট্রি ফার্ম থেকে বাড়ি ফেরার সময়ই তাঁকে খুন করা হয় বলে জানা গিয়েছে ৷ প্রতিবেশী দেবব্রত হালদারের বাড়ির উঠনে শ্যামলের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা ৷ দেবব্রত হালদারের বিরুদ্ধেই খুনের অভিযোগ এনেছে শ্যামল সরকারের পরিবার ৷
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে ফার্ম থেকে বেরনোর পর শ্যামল প্রতিবেশী দেবব্রত হালদারের বাড়িতে যান বলে তাঁর মা জানিয়েছেন ৷ জানা গিয়েছে, কয়কেদিন ধরেই পোলট্রি ফার্ম থেকে মুরগি চুরির ঘটনা ঘটছিল ৷ সেই ঘটনায় শ্যামল দেবব্রত হালদারের উপরেই সন্দেহ করছিলেন ৷ এনিয়ে গতরাতে দেবব্রতর সঙ্গে কথা বলতেই তার বাড়ি গিয়েছিলেন শ্যামল সরকার ৷ অভিযোগ তখনই দেবব্রত হালদার শ্যামলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে ৷
আরও পড়ুন : স্বামীর মৃতদেহ খাটের তলায়, প্রেমিকের সঙ্গে সহবাস করেছিল স্বপ্না
রাতেই প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় শ্যামলের দেহ দেবব্রত হালদারের বাড়ির উঠনে পড়ে থাকতে দেখেন ৷ তাঁরাই শ্যামলকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যান ৷ সেখানেই তাঁকে মৃত ঘোষণা করা হয় ৷ এই ঘটনায় দেবব্রত হালদারের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে ৷