ETV Bharat / state

বিবাহ বহির্ভূত সম্পর্কের জের, ঝুলন্ত দেহ উদ্ধার ব্যক্তির - North 24 Parganas

আজ সকালে বাড়ির পাশের আমবাগান থেকে উদ্ধার হল এক ব্যক্তির ঝুলন্ত দেহ ৷ মৃতের নাম আবুল হাসান গাজি (50) ৷ বাদুড়িয়া থানার 16 নম্বর ওয়ার্ডের তারাগুনিয়ার ঘটনা । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিবির বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই আত্মহত্যা করেছেন আবুল ৷

ঝুলন্ত দেহ উদ্ধার ব্যক্তির
author img

By

Published : Jul 27, 2019, 10:40 PM IST

বাদুড়িয়া, 27 জুলাই : বাড়ির পাশের আমবাগান থেকে উদ্ধার হল এক ব্যক্তির ঝুলন্ত দেহ ৷ বাদুড়িয়া থানার 16 নম্বর ওয়ার্ডের তারাগুনিয়ার ঘটনা । মৃতের নাম আবুল হাসান গাজি (50) ৷ এই ঘটনায় তাঁর বিবি আনজুরাকে গ্রেপ্তার ও ছেলেকে আটক করে পুলিশ ৷

আবুল হাসান গাজি পেশায় ইটভাটা শ্রমিক ছিলেন । সহকর্মী ছিল রাজু সর্দার ৷ আবুলের বাড়িতে আসা যাওয়া করত সে ৷ সেই সূত্রেই আবুলের বিবি আনজুরার সঙ্গে পরিচয় ৷ এরপর তাদের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে ৷ বিষয়টি জানতে পারে আবুল ৷ এই নিয়ে আনজুরার সঙ্গে তাঁর অশান্তিই লেগেই থাকত ৷ অভিযোগ, আবুলের উপর মানসিক ও শারীরিক নির্যাতন করত আনজুরা ৷ এমন কী, তাঁকে ঠিক মতো খেতেও দেওয়া হত না ৷ স্থানীয়দের অনুমান, অবসাদেই আত্মহত্যা করেছেন আবুল ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাজু-আনজুরার সম্পর্ক নিয়ে তাঁরা প্রতিবাদ করলে আনজুরা গালিগালাজ করত ৷ রাজু-আনজুরাই আবুলকে আত্মহত্যা করার জন্য প্ররোচনা দিয়েছে ৷ ঘটনার পর থেকেই মৃতদেহ আটকে রাখেন স্থানীয় বাসিন্দারা । তাঁদের দাবি, রাজুকে গ্রেপ্তার করতে হবে । এদিকে, ঘটনার পর থেকেই পলাতক রাজু ৷

প্রতিবেশী ফতেমা বিবি বলেন, "রাজুর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল আনজুরার ৷ ও সবসময় ওদের বাড়িতে থাকত ৷ এই নিয়ে আমরা প্রতিবাদ করলে আনজুরা আমাদের গালাগালি করত ৷ আনজুরা সমসময় আবুলকে আত্মহত্যায় প্ররোচনা দিত ৷"

খবর পেয়ে ঘটনাস্থানে যায় বাদুড়িয়া থানার পুলিশ ৷ তারা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

বাদুড়িয়া, 27 জুলাই : বাড়ির পাশের আমবাগান থেকে উদ্ধার হল এক ব্যক্তির ঝুলন্ত দেহ ৷ বাদুড়িয়া থানার 16 নম্বর ওয়ার্ডের তারাগুনিয়ার ঘটনা । মৃতের নাম আবুল হাসান গাজি (50) ৷ এই ঘটনায় তাঁর বিবি আনজুরাকে গ্রেপ্তার ও ছেলেকে আটক করে পুলিশ ৷

আবুল হাসান গাজি পেশায় ইটভাটা শ্রমিক ছিলেন । সহকর্মী ছিল রাজু সর্দার ৷ আবুলের বাড়িতে আসা যাওয়া করত সে ৷ সেই সূত্রেই আবুলের বিবি আনজুরার সঙ্গে পরিচয় ৷ এরপর তাদের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে ৷ বিষয়টি জানতে পারে আবুল ৷ এই নিয়ে আনজুরার সঙ্গে তাঁর অশান্তিই লেগেই থাকত ৷ অভিযোগ, আবুলের উপর মানসিক ও শারীরিক নির্যাতন করত আনজুরা ৷ এমন কী, তাঁকে ঠিক মতো খেতেও দেওয়া হত না ৷ স্থানীয়দের অনুমান, অবসাদেই আত্মহত্যা করেছেন আবুল ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাজু-আনজুরার সম্পর্ক নিয়ে তাঁরা প্রতিবাদ করলে আনজুরা গালিগালাজ করত ৷ রাজু-আনজুরাই আবুলকে আত্মহত্যা করার জন্য প্ররোচনা দিয়েছে ৷ ঘটনার পর থেকেই মৃতদেহ আটকে রাখেন স্থানীয় বাসিন্দারা । তাঁদের দাবি, রাজুকে গ্রেপ্তার করতে হবে । এদিকে, ঘটনার পর থেকেই পলাতক রাজু ৷

প্রতিবেশী ফতেমা বিবি বলেন, "রাজুর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল আনজুরার ৷ ও সবসময় ওদের বাড়িতে থাকত ৷ এই নিয়ে আমরা প্রতিবাদ করলে আনজুরা আমাদের গালাগালি করত ৷ আনজুরা সমসময় আবুলকে আত্মহত্যায় প্ররোচনা দিত ৷"

খবর পেয়ে ঘটনাস্থানে যায় বাদুড়িয়া থানার পুলিশ ৷ তারা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

Intro:প্রৌঢ়ের ঝুলন্ত দেহ উদ্ধার, গ্রেফতার স্ত্রী, পলাতক

বাদুড়িয়াঃ বাড়ির পাশের বাগানের একটি গাছ থেকে প্রৌঢ়ের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। বাদুড়িয়া থানার 16 নম্বর ওয়ার্ডের তারাগুনিয়া ঘটনা। বছর পঞ্চাশের আবুল হাসান গাজির গলায় দড়ি দেয়া ঝুলন্ত দেহ উদ্ধার বাড়ির পাশের আমবাগান থেকে। তিনি পেশার ইটভাটা শ্রমিক। সেই সূত্রে পরিচয় হয় রাজু সরদারের সঙ্গে। রাজুও একই ভাটায় শ্রমিকের কাজ করত। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আবুলের স্ত্রী বছর 35 এর আনজুরা বিবির সঙ্গে রাজু সরদারের পরকীয়া সম্পর্ক গড়ে উঠেছিল। আবুল তা জানতে পারার পর শুরু হয় দাম্পত্য কলহ। সেই সম্পর্কের টানাপোড়েনে স্বামী আবুল হোসেন ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চলত। এমনকী তাঁকে ঠিকমতো খেতেও দেওয়া হত না। স্থানীয় বাসিন্দারাও রাজু-আনজুরার পরকীয়া সম্পর্কের কথা জানতেন। প্রতিবাদ করলে আনজুরা তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ করত বলে অভিযোগ। শনিবার বাড়ির পাশের বাগানে আবুলের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। অভিযোগ, আনজুরা ও তার প্রেমিক রাজুই আবুলকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা আনজুরা বিবিকে ধরে পুলিশের হাতে তুলে দেন়। সেই সঙ্গে তাদের এক ছেলেকেও পুলিশ আটক করেছে। আবুলের মৃতদেহ উদ্ধারের পরে পালিয়ে যায় রাজু। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। মৃতদেহ আটকে রাখেন গ্রামবাসীরা। তাঁদের দাবি, অবিলম্বে রাজুকে গ্রেফতার করতে হবে।

1: আরিফ হোসেন গাজি, মৃতের ভাইপো
2: ফতেমা বিবি, প্রতিবেশীBody:প্রৌঢ়ের ঝুলন্ত দেহ উদ্ধার, গ্রেফতার স্ত্রী, পলাতক

বাদুড়িয়াঃ বাড়ির পাশের বাগানের একটি গাছ থেকে প্রৌঢ়ের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। বাদুড়িয়া থানার 16 নম্বর ওয়ার্ডের তারাগুনিয়া ঘটনা। বছর পঞ্চাশের আবুল হাসান গাজির গলায় দড়ি দেয়া ঝুলন্ত দেহ উদ্ধার বাড়ির পাশের আমবাগান থেকে। তিনি পেশার ইটভাটা শ্রমিক। সেই সূত্রে পরিচয় হয় রাজু সরদারের সঙ্গে। রাজুও একই ভাটায় শ্রমিকের কাজ করত। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আবুলের স্ত্রী বছর 35 এর আনজুরা বিবির সঙ্গে রাজু সরদারের পরকীয়া সম্পর্ক গড়ে উঠেছিল। আবুল তা জানতে পারার পর শুরু হয় দাম্পত্য কলহ। সেই সম্পর্কের টানাপোড়েনে স্বামী আবুল হোসেন ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চলত। এমনকী তাঁকে ঠিকমতো খেতেও দেওয়া হত না। স্থানীয় বাসিন্দারাও রাজু-আনজুরার পরকীয়া সম্পর্কের কথা জানতেন। প্রতিবাদ করলে আনজুরা তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ করত বলে অভিযোগ। শনিবার বাড়ির পাশের বাগানে আবুলের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। অভিযোগ, আনজুরা ও তার প্রেমিক রাজুই আবুলকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা আনজুরা বিবিকে ধরে পুলিশের হাতে তুলে দেন়। সেই সঙ্গে তাদের এক ছেলেকেও পুলিশ আটক করেছে। আবুলের মৃতদেহ উদ্ধারের পরে পালিয়ে যায় রাজু। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। মৃতদেহ আটকে রাখেন গ্রামবাসীরা। তাঁদের দাবি, অবিলম্বে রাজুকে গ্রেফতার করতে হবে।

1: আরিফ হোসেন গাজি, মৃতের ভাইপো
2: ফতেমা বিবি, প্রতিবেশীConclusion:প্রৌঢ়ের ঝুলন্ত দেহ উদ্ধার, গ্রেফতার স্ত্রী, পলাতক

বাদুড়িয়াঃ বাড়ির পাশের বাগানের একটি গাছ থেকে প্রৌঢ়ের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। বাদুড়িয়া থানার 16 নম্বর ওয়ার্ডের তারাগুনিয়া ঘটনা। বছর পঞ্চাশের আবুল হাসান গাজির গলায় দড়ি দেয়া ঝুলন্ত দেহ উদ্ধার বাড়ির পাশের আমবাগান থেকে। তিনি পেশার ইটভাটা শ্রমিক। সেই সূত্রে পরিচয় হয় রাজু সরদারের সঙ্গে। রাজুও একই ভাটায় শ্রমিকের কাজ করত। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আবুলের স্ত্রী বছর 35 এর আনজুরা বিবির সঙ্গে রাজু সরদারের পরকীয়া সম্পর্ক গড়ে উঠেছিল। আবুল তা জানতে পারার পর শুরু হয় দাম্পত্য কলহ। সেই সম্পর্কের টানাপোড়েনে স্বামী আবুল হোসেন ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চলত। এমনকী তাঁকে ঠিকমতো খেতেও দেওয়া হত না। স্থানীয় বাসিন্দারাও রাজু-আনজুরার পরকীয়া সম্পর্কের কথা জানতেন। প্রতিবাদ করলে আনজুরা তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ করত বলে অভিযোগ। শনিবার বাড়ির পাশের বাগানে আবুলের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। অভিযোগ, আনজুরা ও তার প্রেমিক রাজুই আবুলকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা আনজুরা বিবিকে ধরে পুলিশের হাতে তুলে দেন়। সেই সঙ্গে তাদের এক ছেলেকেও পুলিশ আটক করেছে। আবুলের মৃতদেহ উদ্ধারের পরে পালিয়ে যায় রাজু। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। মৃতদেহ আটকে রাখেন গ্রামবাসীরা। তাঁদের দাবি, অবিলম্বে রাজুকে গ্রেফতার করতে হবে।

1: আরিফ হোসেন গাজি, মৃতের ভাইপো
2: ফতেমা বিবি, প্রতিবেশী
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.