ঠাকুরনগর, 18 মে : মার্চের শুরুতে রাজস্থান থেকে ঠাকুরবাড়ি এসেছিলেন মতুয়া ভক্তরা । 16 মার্চ ঠাকুরনগরে বারুণি মেলায় যোগ দেওয়ার কথা ছিল তাঁদের । কিন্তু, কোরোনার জেরে মেলা বন্ধ হয়ে যায় । তারপর লকডাউন ঘোষণা হওয়ায় ঠাকুরবাড়িতেই আটকে পড়েন 63 জন । অবশেষে রাজ্য সরকারের নির্দেশে গতকাল তাঁদের ফেরানোর ব্যবস্থা করে প্রশাসন । শনিবার রাতে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় । গতকাল রাজস্থানের কোটার উদ্দেশে রওনা দেন তাঁরা । দু'মাস পর অবশেষে বাড়ি ফিরতে পেরে খুশি মতুয়া ভক্তরা ।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শনিবার রাতেই ওই মতুয়া ভক্তদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় । ব্লকের মেডিকেল অফিসার তাঁদের পরীক্ষার পর সার্টিফিকেট দিয়েছেন । পুলিশ- প্রশাসন এবং পরিবহন দপ্তর তিনটি বাসের ব্যবস্থা করেছিল । গতকাল তাঁদের বাসে তুলে দেওয়া হয় ।
বাসে ওঠার আগে গাইঘাটার BDO বিব্রত বিশ্বাস তাঁদের হাতে খাবার এবং জলের বোতল তুলে দেন । তিনি বলেন, "ঠাকুরবাড়ি থেকে ওই ভক্তদের বাসে করে নিয়ে যাওয়া হয়েছে হাওড়ার শালিমার স্টেশনে । সেখান থেকে তাঁরা রাজস্থানে যাওয়ার ট্রেনে উঠেছেন ।" রাজস্থানের বাসিন্দা মতুয়া ভক্ত বিশাল হালদার বলেন, "এখানে খাওয়া দাওয়ার কোনও কষ্ট হয়নি । তবে সরকারের উদ্যোগে বাড়ি ফিরতে পারছি, খুব আনন্দ হচ্ছে ।"
এদিকে, তাঁদের ফেরানোর উদ্যোগ নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে BJP- তৃণমূলের মধ্যে । বনগাঁর BJP সাংসদ শান্তুনু ঠাকুর বলেন, "এঁদের ফেরানোর জন্য আমি বারবার রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছিলাম । কিন্তু কোনও পদক্ষেপ করা হয়নি । শেষে রাজস্থান সরকারের চাপে তাঁদের ফেরানোর ব্যবস্থা হয়েছে । গত দু'মাস আমি আটকে থাকা মতুয়া ভক্তদের খাওয়ানোর ব্যবস্থা করেছি ।"
এই বিষয়ে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা বনগাঁর প্রাক্তন তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর আবার বলেন, "রাজ্য সরকারই সব ব্যবস্থা করেছে । এটা নিয়ে BJP অহেতুক রাজনীতি করছে । রাজস্থান থেকে আসা মতুয়া ভক্তরা ঠাকুরবাড়ির অতিথি । তাঁদের থাকা খাওয়ার ব্যবস্থা ঠাকুরবাড়ি থেকেই হয়েছে ।"