ETV Bharat / state

Anti-Social Activities in Khardaha : খড়দায় দুষ্কৃতী দৌরাত্ম্যে আহত 5 - দুষ্কৃতী হামলায় উত্তপ্ত খড়দহের কুলিনপাড়া

দুষ্কৃতী হামলায় উত্তপ্ত খড়দহের কুলিন পাড়া ৷ ঘটনায় আহত 5 ৷ তাঁদের মধ্য়ে একজন আশঙ্কাজনক অবস্থায় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৷ ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী (Antisocial Activities in Khardaha) ৷

Antisocial Activities in kharda
খড়দায় দুষ্কৃতী দৌরাত্ম্য, আহত 5
author img

By

Published : Jun 9, 2022, 10:20 AM IST

Updated : Jun 9, 2022, 11:09 AM IST

খড়দা, 9 জুন : দুষ্কৃতী হামলায় উত্তপ্ত খড়দার কুলিনপাড়া এলাকা ৷ টাকা চুরিকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত ৷ আশঙ্কাজনক অবস্থায় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন শীর্ষেন্দু চক্রবর্তী নামে এক ব্যক্তি ৷ এছাড়াও আহত হয়েছেন শুভেন্দু চক্রবর্তী, কৃষ্ণেন্দু চক্রবর্তী, দিব্যেন্দু চক্রবর্তী ও পার্থ ঘোষাল ৷ সকলেই এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত ৷ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ (Antisocial Activities in Khardaha) ৷

সূত্রের খবর, রবিবার টাকা চুরিকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত ৷ আহত শুভেন্দু চক্রবর্তীর অভিযোগ, রবিবার রাতে তাঁর ভাই দিব্যেন্দু চক্রবর্তীর থেকে প্রায় 35 হাজার জালিয়াতি করেছিল সমীরণ চাকী নামে এক ব্যক্তি ৷ সেই টাকা চাইতে গিয়েই দুষ্কৃতী আক্রমণের মুখে পড়তে হয় এই ব্যবসায়ী পরিবারকে ৷ আহত শুভেন্দু চক্রবর্তীর অভিযোগ, এলাকায় স্বঘোষিত তৃণমূল নেতা সমীর বোসের নেতৃত্বে বিকি সিং, হারু সিং, টোনা চাকী ও সমীরণ চাকী-সহ বেশ কয়েকজন তাদের ওপর হামলা চালিয়েছে ৷ প্রাপ্য টাকা চাইতে গেলে ফের হামলার ভয় দেখিয়েছে দুষ্কৃতীরা ৷ লাঠি, বাঁশ, রড ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ এই পরিবারের ৷

এই ঘটনার পরেই আতঙ্ক সৃষ্টি হয়েছে স্থানীয় বাসিন্দদের মধ্যে ৷ আহতদের পরিবারের পক্ষ থেকে ইতিমধ্য়েই খড়দা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে খড়দা থানার পুলিশ ৷

খড়দায় দুষ্কৃতী দৌরাত্ম্য, আহত 5

আরও পড়ুন : Khardaha Bomb Blast : খড়দায় বোমা ফেটে আহত 1, উদ্ধার 6টি বোমা

খড়দা, 9 জুন : দুষ্কৃতী হামলায় উত্তপ্ত খড়দার কুলিনপাড়া এলাকা ৷ টাকা চুরিকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত ৷ আশঙ্কাজনক অবস্থায় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন শীর্ষেন্দু চক্রবর্তী নামে এক ব্যক্তি ৷ এছাড়াও আহত হয়েছেন শুভেন্দু চক্রবর্তী, কৃষ্ণেন্দু চক্রবর্তী, দিব্যেন্দু চক্রবর্তী ও পার্থ ঘোষাল ৷ সকলেই এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত ৷ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ (Antisocial Activities in Khardaha) ৷

সূত্রের খবর, রবিবার টাকা চুরিকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত ৷ আহত শুভেন্দু চক্রবর্তীর অভিযোগ, রবিবার রাতে তাঁর ভাই দিব্যেন্দু চক্রবর্তীর থেকে প্রায় 35 হাজার জালিয়াতি করেছিল সমীরণ চাকী নামে এক ব্যক্তি ৷ সেই টাকা চাইতে গিয়েই দুষ্কৃতী আক্রমণের মুখে পড়তে হয় এই ব্যবসায়ী পরিবারকে ৷ আহত শুভেন্দু চক্রবর্তীর অভিযোগ, এলাকায় স্বঘোষিত তৃণমূল নেতা সমীর বোসের নেতৃত্বে বিকি সিং, হারু সিং, টোনা চাকী ও সমীরণ চাকী-সহ বেশ কয়েকজন তাদের ওপর হামলা চালিয়েছে ৷ প্রাপ্য টাকা চাইতে গেলে ফের হামলার ভয় দেখিয়েছে দুষ্কৃতীরা ৷ লাঠি, বাঁশ, রড ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ এই পরিবারের ৷

এই ঘটনার পরেই আতঙ্ক সৃষ্টি হয়েছে স্থানীয় বাসিন্দদের মধ্যে ৷ আহতদের পরিবারের পক্ষ থেকে ইতিমধ্য়েই খড়দা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে খড়দা থানার পুলিশ ৷

খড়দায় দুষ্কৃতী দৌরাত্ম্য, আহত 5

আরও পড়ুন : Khardaha Bomb Blast : খড়দায় বোমা ফেটে আহত 1, উদ্ধার 6টি বোমা

Last Updated : Jun 9, 2022, 11:09 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.