ETV Bharat / state

অশোকনগরে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত 4 পুলিশকর্মী, গ্রেপ্তার10

অশোকনগরে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত পুলিশকর্মীরা । স্থানীয় পঞ্চায়েত সদস্যের অনুগামীদের বিরুদ্ধেই হামলার অভিযোগ উঠেছে ।

ashoknagar
ashoknagar
author img

By

Published : Jul 19, 2020, 11:33 AM IST

Updated : Jul 19, 2020, 2:20 PM IST

অশোকনগর, 19 জুলাই : অশোকনগরে আক্রান্ত হলেন চার পুলিশকর্মী । ASI মৃণাল মণ্ডল, কনস্টেবল উজ্জ্বল বিশ্বাস, অমল বন্দ্যোপাধ্যায় এবং গাড়িচালক কাবিল মণ্ডল আক্রান্ত হয়েছেন । তাঁদের বাঁশ দিয়ে মারা হয় বলে অভিযোগ । তাঁদের উদ্দেশে ইটও ছোড়া হয় বলে অভিযোগ । স্থানীয় পঞ্চায়েত সদস্যের অনুগামীরাই হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে ।

অভিযোগ, দীর্ঘদিন ধরেই স্থানীয় তৃণমূল কর্মী সিরাজুল হক আটার সঙ্গে জমি নিয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য শাহজাহান মল্লিকের বিরোধ চলছিল । গতকাল তাদের মধ্যে রাস্তায় ইট রাখা নিয়ে বচসা হয় । এরপর শুরু হয় হাতাহাতি ।

ঘটনার তদন্তে রাত সাড়ে 11টা নাগাদ দোগাছিয়ায় যায় পুলিশ । অভিযোগ, সেই সময় বাঁশ ও ইট দিয়ে পুলিশকর্মীদের বেধড়ক মারধর করা হয় । শাহজাহানের অনুগামীদের বিরুদ্ধেই এই হামলার অভিযোগ । পুলিশের জিপেও ভাঙচুর চালানো হয় । তারপর হাবড়া, অশোকনগর, দত্তপুকুর থানার পুলিশ সেখানে যায় । RAF নামানো হয় । বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে 10 জনকে গ্রেপ্তার করে পুলিশ ।

অমল বন্দ্যোপাধ্যায়ের আঘাত গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন । তাঁর কপালে পাঁচটি সেলাই পড়েছে । অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন তিনি ।

অশোকনগরে আক্রান্ত পুলিশ

আজ সকালে আটা পরিবারের সদস্যরা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দ্বারস্থ হয়েছেন । তাঁদের অভিযোগ, দলের ভাবমূর্তি নষ্ট করছে শাহজাহান । তাঁরাও তৃণমূলের সদস্য । নিজের প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে তাঁদের পরিবারের উপর হামলা চালানো হচ্ছে ।

অশোকনগর, 19 জুলাই : অশোকনগরে আক্রান্ত হলেন চার পুলিশকর্মী । ASI মৃণাল মণ্ডল, কনস্টেবল উজ্জ্বল বিশ্বাস, অমল বন্দ্যোপাধ্যায় এবং গাড়িচালক কাবিল মণ্ডল আক্রান্ত হয়েছেন । তাঁদের বাঁশ দিয়ে মারা হয় বলে অভিযোগ । তাঁদের উদ্দেশে ইটও ছোড়া হয় বলে অভিযোগ । স্থানীয় পঞ্চায়েত সদস্যের অনুগামীরাই হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে ।

অভিযোগ, দীর্ঘদিন ধরেই স্থানীয় তৃণমূল কর্মী সিরাজুল হক আটার সঙ্গে জমি নিয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য শাহজাহান মল্লিকের বিরোধ চলছিল । গতকাল তাদের মধ্যে রাস্তায় ইট রাখা নিয়ে বচসা হয় । এরপর শুরু হয় হাতাহাতি ।

ঘটনার তদন্তে রাত সাড়ে 11টা নাগাদ দোগাছিয়ায় যায় পুলিশ । অভিযোগ, সেই সময় বাঁশ ও ইট দিয়ে পুলিশকর্মীদের বেধড়ক মারধর করা হয় । শাহজাহানের অনুগামীদের বিরুদ্ধেই এই হামলার অভিযোগ । পুলিশের জিপেও ভাঙচুর চালানো হয় । তারপর হাবড়া, অশোকনগর, দত্তপুকুর থানার পুলিশ সেখানে যায় । RAF নামানো হয় । বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে 10 জনকে গ্রেপ্তার করে পুলিশ ।

অমল বন্দ্যোপাধ্যায়ের আঘাত গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন । তাঁর কপালে পাঁচটি সেলাই পড়েছে । অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন তিনি ।

অশোকনগরে আক্রান্ত পুলিশ

আজ সকালে আটা পরিবারের সদস্যরা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দ্বারস্থ হয়েছেন । তাঁদের অভিযোগ, দলের ভাবমূর্তি নষ্ট করছে শাহজাহান । তাঁরাও তৃণমূলের সদস্য । নিজের প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে তাঁদের পরিবারের উপর হামলা চালানো হচ্ছে ।

Last Updated : Jul 19, 2020, 2:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.