খড়দা, 22 মে : রাজ্য পুলিশের কনস্টেবল পদে পরীক্ষা দিতে এসে ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দাদের হাতে গ্রেফতার 37 জন ভুয়ো পরীক্ষার্থী । সূত্র মারফত খবর পেয়ে, শনিবার রাতে উত্তর 24 পরগনার সোদপুরের একটি হোটেলে হানা দিয়ে এদের প্রত্যেককে গ্রেফতার করে পুলিশ (37 fake examinee arrested from a hotel at Sodepur) ৷ ধৃতদের বেশিরভাগই বিহারের বাসিন্দা । এছাড়াও নদিয়া এবং মেদিনীপুরেরও কয়েকজন রয়েছে বলে জানা গিয়েছে ।
এই সমস্ত পরীক্ষার্থীরা জাল অ্যাডমিট কার্ড ব্যবহার করে অন্যের হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন এখানে । যদিও পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আগেই পুলিশের হাতে ধরা পড়ে যায় সকলে । এই ভুয়ো পরীক্ষা চক্রের পিছনে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷
আরও পড়ুন : Fraud Job Seekers : ছবির সঙ্গে মিল নেই মুখের, আসানসোলে আটক বহু ভুয়ো পরীক্ষার্থী
রাজ্য পুলিশের কনস্টেবল পদে পরীক্ষা ছিল রবিবার । যার জন্য শনিবার রাত থেকেই দূর-দূরান্তের পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রের নিকটবর্তী কোনও হোটেল কিংবা লজে চলে আসেন । সেই মতো বিহার, নদিয়া এবং মেদিনীপুর থেকে বেশ কয়েকজন পরীক্ষার্থী এসে ওঠেন উত্তর 24 পরগনার সোদপুরের একটি হোটেলে । সেখানেই শনিবার রাতে আচমকা অভিযান চালিয়ে 37 জন ভুয়ো পরীক্ষার্থীকে আটক করে ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দাদের একটি দল । এরপর তাদের কাছ থেকে জাল অ্যাডমিট কার্ড পাওয়ার পরে রাতেই গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় খড়দা থানায় ।
প্রাথমিকভাবে তদন্তকারীরা মনে করছেন, এই চক্রের জাল অনেকদূর বিস্তৃত হতে পারে । সেই কারণে তথ্য পেতে ধৃতদের দফায় দফায় জেরা করা হচ্ছে । যদিও, এই বিষয়ে প্রকাশ্যে কোনও পুলিশ কর্তায় মুখ খুলতে চাননি । ধৃতদের নিজেদের হেফাজতে নিতে রবিবার দুপুরে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ । হোটেল ম্যানেজার শুভজিৎ চক্রবর্তী বলেন,"আমাদের হোটেলে এরকম ঘটনা প্রথম । এরকম ঘটনা যে কখনও হবে তা বুঝেই উঠতে পারিনি । ভুয়ো পরীক্ষার্থীরা হোটেল থেকে ধরা পড়ায় স্তম্ভিত আমরা ।"