ETV Bharat / state

পুলিশের ভয়ে পুরুষশূন্য বাদুড়িয়ার দাসপাড়া, গ্রেপ্তার 22

author img

By

Published : Apr 23, 2020, 7:59 PM IST

পুলিশের ভয়ে পুরুষশূন্য বাদুড়িয়ার দাসপাড়া ৷ লকডাউনে গ্রেপ্তার 22 ৷ ত্রাণের দাবিতে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে গতকাল উত্তপ্ত হয়ে উঠেছিল বাদুড়িয়ার দাসপাড়া । এরপর 24 ঘণ্টা পরে পুলিশি ধরপাকড়ের ভয়ে কার্যত পুরুষশূন্য এই গ্রাম ।

22 arrested in baduria, daspara, north 24 paraganas
পুলিশের ভয়ে পুরুষশূন্য বাদুড়িয়ার দাসপাড়া, গ্রেপ্তার 22

বাদুড়িয়া, 23 এপ্রিল : পুলিশের ভয়ে পুরুষশূন্য বাদুড়িয়ার দাসপাড়া ৷ লকডাউনে গ্রেপ্তার 22 ৷ ত্রাণের দাবিতে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে গতকাল উত্তপ্ত হয়ে উঠেছিল বাদুড়িয়ার দাসপাড়া । এরপর 24 ঘণ্টা পরে পুলিশি ধরপাকড়ের ভয়ে কার্যত পুরুষশূন্য এই গ্রাম । রাতভর তল্লাশিতে পুলিশ এখনও পর্যন্ত 22 জনকে গ্রেপ্তার করেছে । ধৃতদের মধ্যে এক বিজেপি নেতাও রয়েছে ।

আজ অনাহারf গ্রামে রীতিমতো শাক-পাতা খেয়ে দিন কাটল বাসিন্দারা । গতকাল ত্রাণের দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে বাদুড়িয়া পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের দাসপাড়া ও কাহারপাড়া এলাকা । উত্তেজিত জনতা পুলিশের উপর হামলা চালায় । পুলিশও পালটা লাঠিচার্জ করে । ঘটনায় ওসি বাপ্পাদিত্য মিত্রসহ 4 পুলিশকর্মী আক্রান্ত হয়েছিলেন । ঘটনার পর পুলিশ ওই গ্রামে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে । রাতভর তল্লাশিতে পুলিশ মোট 22 জনকে গ্রেপ্তার করে । ধৃতদের মধ্যে রয়েছেন রাম দাস নামে স্থানীয় এক বিজেপি নেতা । অভিযোগ, তিনিই গ্রামবাসীদের প্ররোচিত করেছিলেন ৷

আজ ওই দাসপাড়া গ্রামে গিয়ে দেখা যায় গোটা গ্রাম কার্যত পুরুষশূন্য । গ্রামে চলছে পুলিশি টহল । ঘরের ছেলেরা কেউ গ্রেপ্তার হয়েছে আবার কেউ পুলিশের ভয়ে বাড়ি ছেড়ে পালিয়েছে । ঘরে খাবার নেই । কেউ অনাহারী । কেউ বা রাস্তা বা পুকুরের ধার থেকে কচুপাতা তুলে সিদ্ধ করে খেয়ে দিন কাটাচ্ছেন । গ্রামের বাসিন্দা আহ্লাদি দাস বলেন, " সারারাত পুলিশ তল্লাশি করেছে । অনেককে ধরে নিয়ে গেছে । ছোট ছোট সন্তানদের ফেলে ভয়ে অনেকে পালিয়েছে । ঘরে খাবার নেই । রাস্তার পাশ থেকে শাকপাতা তুলে সিদ্ধ করে খেয়ে দিন কাটাচ্ছি । "

বাদুড়িয়া, 23 এপ্রিল : পুলিশের ভয়ে পুরুষশূন্য বাদুড়িয়ার দাসপাড়া ৷ লকডাউনে গ্রেপ্তার 22 ৷ ত্রাণের দাবিতে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে গতকাল উত্তপ্ত হয়ে উঠেছিল বাদুড়িয়ার দাসপাড়া । এরপর 24 ঘণ্টা পরে পুলিশি ধরপাকড়ের ভয়ে কার্যত পুরুষশূন্য এই গ্রাম । রাতভর তল্লাশিতে পুলিশ এখনও পর্যন্ত 22 জনকে গ্রেপ্তার করেছে । ধৃতদের মধ্যে এক বিজেপি নেতাও রয়েছে ।

আজ অনাহারf গ্রামে রীতিমতো শাক-পাতা খেয়ে দিন কাটল বাসিন্দারা । গতকাল ত্রাণের দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে বাদুড়িয়া পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের দাসপাড়া ও কাহারপাড়া এলাকা । উত্তেজিত জনতা পুলিশের উপর হামলা চালায় । পুলিশও পালটা লাঠিচার্জ করে । ঘটনায় ওসি বাপ্পাদিত্য মিত্রসহ 4 পুলিশকর্মী আক্রান্ত হয়েছিলেন । ঘটনার পর পুলিশ ওই গ্রামে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে । রাতভর তল্লাশিতে পুলিশ মোট 22 জনকে গ্রেপ্তার করে । ধৃতদের মধ্যে রয়েছেন রাম দাস নামে স্থানীয় এক বিজেপি নেতা । অভিযোগ, তিনিই গ্রামবাসীদের প্ররোচিত করেছিলেন ৷

আজ ওই দাসপাড়া গ্রামে গিয়ে দেখা যায় গোটা গ্রাম কার্যত পুরুষশূন্য । গ্রামে চলছে পুলিশি টহল । ঘরের ছেলেরা কেউ গ্রেপ্তার হয়েছে আবার কেউ পুলিশের ভয়ে বাড়ি ছেড়ে পালিয়েছে । ঘরে খাবার নেই । কেউ অনাহারী । কেউ বা রাস্তা বা পুকুরের ধার থেকে কচুপাতা তুলে সিদ্ধ করে খেয়ে দিন কাটাচ্ছেন । গ্রামের বাসিন্দা আহ্লাদি দাস বলেন, " সারারাত পুলিশ তল্লাশি করেছে । অনেককে ধরে নিয়ে গেছে । ছোট ছোট সন্তানদের ফেলে ভয়ে অনেকে পালিয়েছে । ঘরে খাবার নেই । রাস্তার পাশ থেকে শাকপাতা তুলে সিদ্ধ করে খেয়ে দিন কাটাচ্ছি । "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.