ETV Bharat / state

এবার বনগাঁ সীমান্তে আলাদা মঞ্চে ভাষা দিবস পালন করবে ভারত-বাংলাদেশ

চলতি বছরে ভাষা দিবস পালিত হবে সীমান্তের দু'পারে আলাদা মঞ্চে । বাংলাদেশের বেনাপোলে একটি মঞ্চ বেঁধে অনুষ্ঠান করবেন বাংলাদেশের ভাষাপ্রেমীরা । অন্যদিকে পেট্রাপোলে একটি মঞ্চ করে এপার বাংলার ভাষাপ্রেমীরা দিনটি পালন করবেন ।

21th February will be celebrate in separate at indo-bangladesh border
একুশের আবেগে কাটল তাল, ভারত-বাংলাদেশ আলাদা মঞ্চ
author img

By

Published : Feb 15, 2020, 2:54 AM IST

Updated : Feb 15, 2020, 4:34 AM IST

বনগাঁ, 15 ফেব্রুয়ারি : পেট্রাপোল সীমান্তে যৌথভাবে ভাষা দিবস পালন করে ভারত ও বাংলাদেশ । এবার আর সেই ছবি দেখা যাবে না । চলতি বছরে ভাষাদিবস পালন হবে সীমান্তের দু'পারে আলাদা মঞ্চে । বাংলাদেশের বেনাপোলে একটি মঞ্চ বেঁধে অনুষ্ঠান করবেন বাংলাদেশের ভাষাপ্রেমীরা । পেট্রাপোলে একটি মঞ্চ করে এরাজ্যের ভাষাপ্রেমীরা দিনটি পালন করবেন । সৌজন্য বিনিময়ের কথা মাথায় রেখে ভারতের ৭৫ জনের একটি প্রতিনিধি দল বাংলাদেশের অনুষ্ঠানে যাবেন । আর বাংলাদেশ থেকে ৭৫ জনের একটি প্রতিনিধি দল ভারতের অনুষ্ঠান মঞ্চে আসবেন ।

গতকাল পেট্রাপোলে BSF-এর কনফারেন্স হলে দু'দেশের প্রতিনিধি দলের যৌথ বৈঠক হয় । বাংলাদেশের যশোর-1 সাংসদ শেখ আফিলউদ্দিনের নেতৃত্বে এক প্রতিনিধি দল পেট্রাপোলে আসেন । বনগাঁ পৌরসভার চেয়ারম্যান শংকর আঢ্যের নেতৃত্বে এ দেশের একটি প্রতিনিধি দল এদিনের মিটিংয়ে উপস্থিত ছিলেন ৷ এছাড়াও BSF ও বনগাঁ পুলিশ জেলার প্রশাসনিক কর্তারাও বৈঠকের উপস্থিত ছিলেন ।

দু'দেশের প্রতিনিধি ও প্রশাসনিক কর্তাদের মধ্যে অনুষ্ঠান নিয়ে বেশকিছু আলোচনা হয় । তখন বাংলাদেশের সাংসদ প্রস্তাব দেন, তাঁরা তাঁদের দেশে এবার আলাদামঞ্চ তৈরি করে অনুষ্ঠান করবেন । তিনি বলেন, ‘‘এতদিন একসঙ্গে অমর একুশে পালিত হলেও এবার তা আর হচ্ছে না ।’’ বনগাঁর চেয়ারম্যান শংকর আঢ্য বলেন, ‘‘আইনগত সমস্যা রয়েছে । তাই এবার এই সিদ্ধান্ত ।'

বনগাঁ, 15 ফেব্রুয়ারি : পেট্রাপোল সীমান্তে যৌথভাবে ভাষা দিবস পালন করে ভারত ও বাংলাদেশ । এবার আর সেই ছবি দেখা যাবে না । চলতি বছরে ভাষাদিবস পালন হবে সীমান্তের দু'পারে আলাদা মঞ্চে । বাংলাদেশের বেনাপোলে একটি মঞ্চ বেঁধে অনুষ্ঠান করবেন বাংলাদেশের ভাষাপ্রেমীরা । পেট্রাপোলে একটি মঞ্চ করে এরাজ্যের ভাষাপ্রেমীরা দিনটি পালন করবেন । সৌজন্য বিনিময়ের কথা মাথায় রেখে ভারতের ৭৫ জনের একটি প্রতিনিধি দল বাংলাদেশের অনুষ্ঠানে যাবেন । আর বাংলাদেশ থেকে ৭৫ জনের একটি প্রতিনিধি দল ভারতের অনুষ্ঠান মঞ্চে আসবেন ।

গতকাল পেট্রাপোলে BSF-এর কনফারেন্স হলে দু'দেশের প্রতিনিধি দলের যৌথ বৈঠক হয় । বাংলাদেশের যশোর-1 সাংসদ শেখ আফিলউদ্দিনের নেতৃত্বে এক প্রতিনিধি দল পেট্রাপোলে আসেন । বনগাঁ পৌরসভার চেয়ারম্যান শংকর আঢ্যের নেতৃত্বে এ দেশের একটি প্রতিনিধি দল এদিনের মিটিংয়ে উপস্থিত ছিলেন ৷ এছাড়াও BSF ও বনগাঁ পুলিশ জেলার প্রশাসনিক কর্তারাও বৈঠকের উপস্থিত ছিলেন ।

দু'দেশের প্রতিনিধি ও প্রশাসনিক কর্তাদের মধ্যে অনুষ্ঠান নিয়ে বেশকিছু আলোচনা হয় । তখন বাংলাদেশের সাংসদ প্রস্তাব দেন, তাঁরা তাঁদের দেশে এবার আলাদামঞ্চ তৈরি করে অনুষ্ঠান করবেন । তিনি বলেন, ‘‘এতদিন একসঙ্গে অমর একুশে পালিত হলেও এবার তা আর হচ্ছে না ।’’ বনগাঁর চেয়ারম্যান শংকর আঢ্য বলেন, ‘‘আইনগত সমস্যা রয়েছে । তাই এবার এই সিদ্ধান্ত ।'

Last Updated : Feb 15, 2020, 4:34 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.