নিমতা, 22 জুলাই : নিমতায় তৃণমূল কর্মী খুনের কারণ নিয়ে ধোঁয়াশায় পুলিশ । এই ঘটনায় জড়িত সন্দেহে দুই বিজেপি কর্মীকে আটক করা হলেও খুনের পিছনে ঠিক কী কারণ রয়েছে তা এখনই স্পষ্ট নয় বলে পুলিশ সূত্রে খবর ।
বিরাটির বণিক মোড়ে তৃণমূল কর্মী খুনের ঘটনার পর আজ সকালে ঘটনাস্থলে আসেন ব্যারাকপুর পুলিশ কমিশনার মনোজ ভার্মা । ঘটনাস্থল ঘুরে দেখেন তিনি ৷ যদিও তাঁকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলেও তদন্তের স্বার্থে তিনি কিছু বলতে চাননি ৷ কিন্তু খুনের ঘটনায় বেশ কিছু তথ্য যে পুলিশের হাতে এসেছে, তা জানিয়েছেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা ৷
মৃত শুভ্রজিৎ ওরফে পিকুন, এলাকায় তৃণমূল কর্মী বলেই পরিচিত ৷ তাঁর শরীরে মোট পাঁচটি গুলি পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর ৷ ময়নাতদন্তের পর বাকি তথ্য উঠে আসবে বলে জানান পুলিশ কমিশনার । ইতিমধ্যে দু'জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ ।
অন্যদিকে মৃত তৃণমূল কর্মীর পরিবারের তরফে বাবুলাল নামে যাঁর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, গতকাল তাঁকেও মারধর করা হয় বলে সূত্রের খবর । ফলে গোটা ঘটনা নিয়ে রহস্য দানা বাঁধছে । খুনের পিছনে কী রাজনৈতিক কারণ রয়েছে, নাকি ব্যবসায়িক শত্রুতার জেরে এই ঘটনা, ইতিমধ্যেই তার তদন্ত শুরু করেছে পুলিশ ৷
আরও পড়ুন : TMC Worker Killed : বিরাটিতে খুন তৃণমূল কর্মী, হাসপাতালে আটক এক দুষ্কৃতী