ETV Bharat / state

অবৈধভাবে সীমান্ত পার, গ্রেফতার 2 শিশু-সহ 14 বাংলাদেশি - বাংলাদেশি গ্রেফতার

অবৈধভাবে সীমান্ত পার হতে গিয়ে বিএসএফ-এর হাতে গ্রেফতার হলেন দুই শিশু-সহ 14 জন বাংলাদেশি ৷ তাঁদের আজ আদালতে তোলা হয় ৷

14-bangladeshi-people-arrested-from-bagdah
অবৈধভাবে সীমান্ত পার, গ্রেফতার 2 শিশু-সহ 14 বাংলাদেশি
author img

By

Published : Jun 3, 2021, 4:52 PM IST

রণঘাট, 3 জুন : অবৈধভাবে ভারতীয় সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করতে গিয়ে গ্রেফতার হলেন 14 জন বাংলাদেশি নাগরিক । তাঁদের মধ্যে 3 জন পুরুষ ও 2 জন শিশু রয়েছে । বুধবার উত্তর 24 পরগনার রণঘাট সীমান্ত থেকে তাঁদের আটক করে বিএসএফ-এর 99 নম্বর ব্যাটালিয়নের জওয়ানেরা । বৃহস্পতিবার তাঁদের বিএসএফের পক্ষ থেকে বাগদা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা বেশ কয়েকদিন আগে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেন । এতদিন তাঁরা ভিন রাজ্যে শ্রমিক হিসেবে কাজ করতেন । সম্প্রতি লকডাউনে কাজ হারিয়ে তাঁরা ফের বাংলাদেশে ফিরছিলেন । বুধবার রাতে দুই শিশুসহ 11 জন বাগদা থানার রণঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ যাওয়ার চেষ্টা করছিলেন । তখন তাঁদের বিএসএফের 99 নম্বর ব্যাটালিয়ান আটক করে ।

আরও পড়ুন: "বাঁধ চাই", অভিষেককে সামনে পেয়ে প্ল্যাকার্ড হাতে যশে ক্ষতিগ্রস্তরা

বৃহস্পতিবার সকালে আরও তিন বাংলাদেশিকে আটক করে বিএসএফ । বৃহস্পতিবার বিএসএফের পক্ষ থেকে ধৃতদের বাগদা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় । ধৃত 14 জনকে আজ বনগাঁ মহকুমা আদালতে তোলা হয় ।

রণঘাট, 3 জুন : অবৈধভাবে ভারতীয় সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করতে গিয়ে গ্রেফতার হলেন 14 জন বাংলাদেশি নাগরিক । তাঁদের মধ্যে 3 জন পুরুষ ও 2 জন শিশু রয়েছে । বুধবার উত্তর 24 পরগনার রণঘাট সীমান্ত থেকে তাঁদের আটক করে বিএসএফ-এর 99 নম্বর ব্যাটালিয়নের জওয়ানেরা । বৃহস্পতিবার তাঁদের বিএসএফের পক্ষ থেকে বাগদা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা বেশ কয়েকদিন আগে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেন । এতদিন তাঁরা ভিন রাজ্যে শ্রমিক হিসেবে কাজ করতেন । সম্প্রতি লকডাউনে কাজ হারিয়ে তাঁরা ফের বাংলাদেশে ফিরছিলেন । বুধবার রাতে দুই শিশুসহ 11 জন বাগদা থানার রণঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ যাওয়ার চেষ্টা করছিলেন । তখন তাঁদের বিএসএফের 99 নম্বর ব্যাটালিয়ান আটক করে ।

আরও পড়ুন: "বাঁধ চাই", অভিষেককে সামনে পেয়ে প্ল্যাকার্ড হাতে যশে ক্ষতিগ্রস্তরা

বৃহস্পতিবার সকালে আরও তিন বাংলাদেশিকে আটক করে বিএসএফ । বৃহস্পতিবার বিএসএফের পক্ষ থেকে ধৃতদের বাগদা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় । ধৃত 14 জনকে আজ বনগাঁ মহকুমা আদালতে তোলা হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.