বনগাঁ, 10 নভেম্বর : ভারত থেকে বাংলাদেশে যাওয়ার পথে আটক 107 জন বাংলাদেশি । এদের মধ্যে 42 জন পুরুষ, 45 জন মহিলা ও 20 জন শিশু রয়েছে ৷ শুক্রবার গভীর রাতে সীমান্তরক্ষী বাহিনীর 64 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা বনগাঁর ঘোনারমাঠ এলাকা থেকে তাঁদের আটক করে । পরে তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের অধিকাংশই ভারতের বিভিন্ন প্রান্তে কাজ করত । NRC আতঙ্কে তারা ভারত ছেড়ে বাংলাদেশে ফিরছিল ৷ বনগাঁ থানার ঘোনারমাঠ এলাকা দিয়ে চোরাপথে তারা বাংলাদেশে যাওয়ার চেষ্টা করে ৷ সেই সময় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা তাদের দেখে ফেলে । সঙ্গে সঙ্গে আটক করা হয় তাদের । ধৃতদের বাড়ি বাংলাদেশের বাঘেরহাট, মোল্লাখালি, ফরিদপুর, সাতক্ষীরা-সহ বিভিন্ন এলাকায় ।
শনিবার পুলিশ ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে পাঠায় । বিচারক তাঁদের জেল হেপাজতে রাখার নির্দেশ দিয়েছেন ।