ETV Bharat / state

দোলনার কাপড়ে গলায় ফাঁস লেগে মৃত্যু নাবালকের

author img

By

Published : Jan 21, 2021, 7:46 AM IST

কাপড়ের দোলনায় দুলছিল এক নাবালক । হঠাৎ গলায় ফাঁস লেগে যায় । আর তাতেই মৃত্যু হয় তার। ময়নাতদন্তের জন্য বারাসত জেলা হাসপাতালে পাঠানো হয়েছে মৃতদেহ ।

দোলনায় গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু হাবড়ায়
দোলনায় গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু হাবড়ায়

হাবড়া, 21 জানুয়ারি : দোলনায় চড়ার সময় গলায় ফাঁস লেগে মৃত্যু হল এক নাবালকের । গতকাল ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার হাবড়া থানার অন্তর্গত দক্ষিণ হাবড়ার পল্লিমঙ্গল এলাকায় । মৃতের নাম সুহান দাস (10) ।

পরিবার সূত্রে জানা গেছে, সকালে সুহান বাড়ির জানালায় বাঁধা কাপড়ের দোলনায় দোল খাচ্ছিল । সেই সময় ওই ঘরে কেউ ছিল না । দোল খাওয়ার সময় আচমকা তার গলায় ফাঁস লেগে যায় । সুহানের বাবা-মা ঘরে এসে দেখেন, গলায় কাপড়ের ফাঁস লাগা অবস্থায় নিচে পড়ে রয়েছে ছেলে ।

নাবালককে উদ্ধার করে তড়িঘড়ি হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন । দেহ ময়নাতদন্তের জন্য বারাসত জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ।

আরও পড়ুন : দেড় মাসের মেয়েকে পুড়িয়ে মারার অভিযোগ

স্থানীয় যুবক তন্ময় দে বলেন, "বাচ্চাটি বাড়িতে কাপড়ের দোলনায় দোল খাচ্ছিল । বাবা-মা তখন ওপরের ঘরে ছিল । আচমকা গলায় ফাঁস লেগে যায় । তাতেই মৃত্যু হয়েছে ।"

হাবড়া, 21 জানুয়ারি : দোলনায় চড়ার সময় গলায় ফাঁস লেগে মৃত্যু হল এক নাবালকের । গতকাল ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার হাবড়া থানার অন্তর্গত দক্ষিণ হাবড়ার পল্লিমঙ্গল এলাকায় । মৃতের নাম সুহান দাস (10) ।

পরিবার সূত্রে জানা গেছে, সকালে সুহান বাড়ির জানালায় বাঁধা কাপড়ের দোলনায় দোল খাচ্ছিল । সেই সময় ওই ঘরে কেউ ছিল না । দোল খাওয়ার সময় আচমকা তার গলায় ফাঁস লেগে যায় । সুহানের বাবা-মা ঘরে এসে দেখেন, গলায় কাপড়ের ফাঁস লাগা অবস্থায় নিচে পড়ে রয়েছে ছেলে ।

নাবালককে উদ্ধার করে তড়িঘড়ি হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন । দেহ ময়নাতদন্তের জন্য বারাসত জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ।

আরও পড়ুন : দেড় মাসের মেয়েকে পুড়িয়ে মারার অভিযোগ

স্থানীয় যুবক তন্ময় দে বলেন, "বাচ্চাটি বাড়িতে কাপড়ের দোলনায় দোল খাচ্ছিল । বাবা-মা তখন ওপরের ঘরে ছিল । আচমকা গলায় ফাঁস লেগে যায় । তাতেই মৃত্যু হয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.