কলকাতা, 2 জুন : অবশেষে স্বস্তি কলকাতায় । দিন কয়েক গরমের পর আজ বৃষ্টিতে স্বস্তি মিলল । হাওয়া অফিস সূত্রে খবর , আগামী দিন কয়েক চলবে বৃষ্টি । কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলাতেও বৃষ্টির খবর মিলেছে ।
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আজ বিকেলের দিকে ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতা সংলগ্ন এলাকায় । হাওয়ার গতিবেগ থাকতে পারে 40 থেকে 50 কিলোমিটার । তবে , এখনই বর্ষা আসছে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস । আজ বৃষ্টিকে প্রাক বর্ষা বলেই উল্লেখ করেছে তারা ।
পঞ্জাব থেকে মণিপুর হয় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে । এর সঙ্গে একটি ঘূর্ণাবতও রয়েছে । যার জেরেই এই বৃষ্টি । কলকাতা ছাড়া বৃষ্টির খবর মিলেছে দুই ২৪ পরগনা , হাওড়া , হুগলি, নদিয়া , মুর্শিদাবাদ, বীরভূম সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ।
এছাড়া উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় গত রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে । মালদা, দুই দিনাজপুর সহ বিভিন্ন জেলায় রাতভর বৃষ্টিতে অনেক এলাকায় জল জমে গেছে । অনেক বাড়িতেও জল ঢুকে গেছে । আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলায় ভারী থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ।