কলকাতা, 14 নভেম্বর : সম্পত্তি করে ছাড়ের টাকা জমা দেওয়ার সময়সীমা কমতে চলেছে। ওয়েবার স্কিমে সম্পত্তি কর জমা দেওয়ার নির্ধারিত সময় থেকে কমিয়ে 31 ডিসেম্বর পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পৌরনিগম। গতকাল এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। চলতি বছরের 3 অক্টোবর কলকাতা পৌরনিগমের তরফে ওয়েবার স্কিমে সুদ ও জরিমানা মকুবের সঙ্গে কিস্তিতে বকেয়া কর জমা দেওয়ার সুবিধা ঘোষণা করা হয়েছিল। সেইমতো আগামী বছরের 28 ফেব্রুয়ারি পর্যন্ত সম্পূর্ণ 100 শতাংশ সুদ ও জরিমানা মকুবের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এর পাশাপাশি যদি কেউ 31 মে-র মধ্যে সম্পত্তি কর জমা করে সেক্ষেত্রে 60 শতাংশ সুদ এবং 99 শতাংশ জরিমানা মকুব করার কথাও ঘোষণা করা হয়। কিন্তু, কোরোনা পরিস্থিতিতে পৌরনিগমের কোষাগারের বেহাল দশা হওয়ায় ওয়েবার স্কিমের সময়সীমা কমানোর সিদ্ধান্ত নিল কলকাতা পৌরনিগম।
গতকাল ফিরহাদ হাকিম জানান, ওয়েবার স্কিম অর্থাৎ সম্পত্তি করে ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল 31 মে পর্যন্ত। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই মেয়াদ কমিয়ে 31 ডিসেম্বর পর্যন্ত করা হচ্ছে। 31 ডিসেম্বর পর্যন্ত এবার সম্পত্তি কর জমা দেওয়ার ক্ষেত্রে সেই ছাড়ের সুবিধা পাবেন গ্রাহকরা। 1 জানুয়ারি থেকে ওয়েবার স্কিমের উপর সব সুবিধা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। সেইমতোই ফাইল তৈরি করার জন্য পৌরনিগমের সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দিয়েছেন ফিরহাদ।
বর্তমান কোরোনা পরিস্থিতির জেরে কলকাতা পৌরনিগমের কোষাগারের অবস্থা সংকটজনক। কোষাগারের হাল ফেরাতেই ওয়েবার স্কিম অর্থাৎ সম্পত্তি করে ছাড়ার ঘোষণা করেছিল কলকাতা পৌরনিগম। কিন্তু, লকডাউনের জেরে পৌরনিগমের আর্থিক আমদানি প্রায় বন্ধ হয়ে গিয়েছিল দীর্ঘদিন। আর্থিক অবস্থাকে চাঙ্গা করে ও এই স্কিমের ঘোষণা করেও বিশেষ লাভ হয়নি বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম। পৌরনিগম সূত্রে খবর, বর্তমানে কলকাতা পৌরনিগমের সম্পত্তি করের বকেয়া অর্থের পরিমাণ 2500 কোটি টাকা। যার থেকে কোষাগারে জমা পড়েছে মাত্র নয় কোটি টাকা।