কলকাতা, 15 জুলাই : নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবীদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ও তাঁর টিমের ভিডিয়ো বার্তায় সচেতন হয়েছে রাজ্যের মানুষ । কমেছে রোগ লুকানোর প্রবণতা । এখন কোরোনা উপসর্গ দেখা দিলেই পরীক্ষা করিয়ে নিচ্ছে সাধারণ মানুষ । নিজের গবেষণাপত্রে এই দাবি করেছেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় নিজেই ।
অ্যামেরিকার সংস্থা ‘ন্যাশনাল বিউরো অফ ইকোনমিকস রিসার্চ’-এ প্রকাশিত হয়েছে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের ওই গবেষণাপত্র । সেখানে উল্লেখ, অভিজিৎবাবু ও তাঁর টিমের দেওয়া আটটি ভিডিয়ো বার্তা কোরোনা সচেতনতায় কাজ দিয়েছে । এই ভিডিয়োগুলি দেখে রাজ্যের মানুষ আগের থেকে অনেক বেশি সচেতন হয়েছে । গত দেড়মাসে এই কাজে সাফল্য পাওয়া গেছে ।
কী ছিল সেই ভিডিয়ো বার্তায় ? সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে । এড়িয়ে চলতে হবে ভিড় । যেখানে সেখানে কফ, থুথু ফেলা যাবে না । হাঁচি-কাশির সময় মাস্ক, তোয়ালে অথবা কাপড় দিয়ে মুখ ঢেকে রাখতে হবে । জ্বর, সর্দি, কাশি হলেই কোরোনা হয়েছে বলে ভাবার কারণ নেই । তবে উপসর্গ দেখা গেলে তা জানাতে হবে কর্তব্যরত স্বাস্থ্যকর্মীদের - এই বার্তা দেওয়া হয়েছিল ।
প্রসঙ্গত, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বের মাধ্যমে রাজ্যের সব প্রান্তে সচেতনতা বার্তা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এই ভিডিয়োবার্তা হাতে পাওয়ার পর তা 700 স্বাস্থ্যকর্মী এবং 1800 প্রাক্তন ও বর্তমান গ্রামীণ নেতার মাধ্যমে 2 কোটি 50 লাখ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল ।