ETV Bharat / state

রেশনের ফর্ম জমার দিন শেষ, লম্বা লাইনে দাঁড়িয়ে জানল গ্রাহকরা - Asansol ration problem

আসানসোলের মিউনিসিপাল মার্কেটের 5 নম্বর বোরো অফিসে রেশনের ফর্ম জমা দিতে এসে নাজেহাল গ্রাহকরা। লম্বা লাইনে দাঁড়িয়েও ফর্ম জমা করতে না পেরে তাঁরা বিক্ষোভ দেখান ।

people are in problem when came to submit ration form
people are in problem when came to submit ration form
author img

By

Published : Jun 16, 2020, 2:20 AM IST

আসানসোল, 15 জুন: রেশনের ফর্ম জমা দিতে এসে চূড়ান্ত নাজেহাল হলেন সাধারণ মানুষ। দীর্ঘক্ষণ রোদ্দুরে লম্বা লাইনে দাঁড়িয়ে শেষে শুনতে পান ফর্ম জমা নেওয়ার দিন নাকি পেরিয়ে গেছে। এরপরেই বিক্ষোভে ফেটে পড়েন তাঁরা । আসানসোলের মিউনিসিপাল মার্কেটের ৫ নম্বর বোরো অফিসের ঘটনা।

কোভিড পরিস্থিতিতে রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয় যে, দুমাস বিশেষ রেশন দেওয়া হবে। কিন্তু বহু মানুষ রেশন কার্ড না থাকায় রেশন পাচ্ছিলেন না। এরপরই প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা করা হয় ফর্ম ফিল আপ করে কুপন সংগ্রহ করতে হবে। সেইমত আসানসোলের 5 নম্বর বোরো অফিস থেকে ফর্ম তুলেছিলেন বহু মানুষ। নিয়মমাফিক সেই ফর্মে খাদ্য দপ্তর থেকে স্ট্যাম্প দিয়ে আবার বোরো অফিসে জমা দেওয়ার জন্য আজ সকাল থেকে কাতারে কাতারে মানুষ জমা হন। কোরোনার আতঙ্ক ভুলেই সাধারণ মানুষ রেশন পাওয়ার আশায় ফর্ম জমা করতে এসেছিলেন। কিন্তু বোরো অফিসে এসে শুনতে পান শনিবারই শেষ দিন ছিল ফর্ম জমা নেওয়ার। আর ফর্ম জমা হবে না।


স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বোরো অফিস থেকে বলা হয়েছিল সোমবার ফর্ম জমা হবে। সেইমত বাসিন্দারা আজ অফিস খুলতেই জমায়েত করেন। কিন্তু বোরো অফিস থেকে জানিয়ে দেওয়া হয় আর ফর্ম জমা নেওয়া হবে না। বাসিন্দারা বিক্ষোভে ফেটে পড়েন এই ঘটনায়। তাঁদের দাবি, অবিলম্বে জমা নেওয়ার দিন বাড়াতে হবে। যদিও আর অন্য কোনও ঘোষণা বোরো অফিস থেকে করা হয়নি।


অপরদিকে, বোরো অফিসের কর্মীরা কেউই বিষয়টি নিয়ে মুখ খুলতে রাজি হননি।

আসানসোল, 15 জুন: রেশনের ফর্ম জমা দিতে এসে চূড়ান্ত নাজেহাল হলেন সাধারণ মানুষ। দীর্ঘক্ষণ রোদ্দুরে লম্বা লাইনে দাঁড়িয়ে শেষে শুনতে পান ফর্ম জমা নেওয়ার দিন নাকি পেরিয়ে গেছে। এরপরেই বিক্ষোভে ফেটে পড়েন তাঁরা । আসানসোলের মিউনিসিপাল মার্কেটের ৫ নম্বর বোরো অফিসের ঘটনা।

কোভিড পরিস্থিতিতে রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয় যে, দুমাস বিশেষ রেশন দেওয়া হবে। কিন্তু বহু মানুষ রেশন কার্ড না থাকায় রেশন পাচ্ছিলেন না। এরপরই প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা করা হয় ফর্ম ফিল আপ করে কুপন সংগ্রহ করতে হবে। সেইমত আসানসোলের 5 নম্বর বোরো অফিস থেকে ফর্ম তুলেছিলেন বহু মানুষ। নিয়মমাফিক সেই ফর্মে খাদ্য দপ্তর থেকে স্ট্যাম্প দিয়ে আবার বোরো অফিসে জমা দেওয়ার জন্য আজ সকাল থেকে কাতারে কাতারে মানুষ জমা হন। কোরোনার আতঙ্ক ভুলেই সাধারণ মানুষ রেশন পাওয়ার আশায় ফর্ম জমা করতে এসেছিলেন। কিন্তু বোরো অফিসে এসে শুনতে পান শনিবারই শেষ দিন ছিল ফর্ম জমা নেওয়ার। আর ফর্ম জমা হবে না।


স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বোরো অফিস থেকে বলা হয়েছিল সোমবার ফর্ম জমা হবে। সেইমত বাসিন্দারা আজ অফিস খুলতেই জমায়েত করেন। কিন্তু বোরো অফিস থেকে জানিয়ে দেওয়া হয় আর ফর্ম জমা নেওয়া হবে না। বাসিন্দারা বিক্ষোভে ফেটে পড়েন এই ঘটনায়। তাঁদের দাবি, অবিলম্বে জমা নেওয়ার দিন বাড়াতে হবে। যদিও আর অন্য কোনও ঘোষণা বোরো অফিস থেকে করা হয়নি।


অপরদিকে, বোরো অফিসের কর্মীরা কেউই বিষয়টি নিয়ে মুখ খুলতে রাজি হননি।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.