কলকাতা, 11 সেপ্টেম্বর : পুলিশের কাজের জন্য পরীক্ষা দিতে এসে গ্রেপ্তার এক পরীক্ষার্থী । সল্টলেকের আরক্ষা ভবন থেকে রাজ্য পুলিশে নিয়োগের পরীক্ষা দিতে আসা এক পরীক্ষার্থীকে গ্রেপ্তার করল বিধাননগর পূর্ব থানার পুলিশ । ধৃতকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়।
ধৃত যুবক বিহারের ভাগলপুরের বাসিন্দা । নাম রবিকান্ত । রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের পরীক্ষা দেওয়ার জন্য বিধাননগরের আরক্ষা ভবনে আসে । সেখানে তার হাতের বায়োমেট্রিক না মেলায় পুলিশের সন্দেহ হয়। তারপর পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে ।
ওই পরীক্ষার্থীর নামে অন্য একজন শারীরিক পরীক্ষা অর্থাৎ দৌড়, হাই জাম্প, লং জাম্প পরীক্ষা দেয়। সেইখানে উত্তীর্ণ হওয়ার পর গতকাল সল্টলেকে আরক্ষা ভবনে রাবিকান্ত লিখিত পরীক্ষা দিতে আসে । কিন্তু তার বায়োমেট্রিক না মেলায় আটকে যায় রাবিকান্ত। পুলিশ তাকে গ্রেপ্তার করে বিধাননগর মহকুমা আদালতে তোল ।
রাজ্য পুলিশের নিয়োগ পরীক্ষায় প্রতারণা, গ্রেপ্তার 1
ধৃত যুবক বিহারের ভাগলপুরের বাসিন্দা । নাম রবিকান্ত । রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের পরীক্ষা দেওয়ার জন্য বিধাননগরের আরক্ষা ভবনে আসে । সেখানে তার হাতের বায়োমেট্রিক না মেলায় পুলিশের সন্দেহ হয়। তারপর পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে ।
কলকাতা, 11 সেপ্টেম্বর : পুলিশের কাজের জন্য পরীক্ষা দিতে এসে গ্রেপ্তার এক পরীক্ষার্থী । সল্টলেকের আরক্ষা ভবন থেকে রাজ্য পুলিশে নিয়োগের পরীক্ষা দিতে আসা এক পরীক্ষার্থীকে গ্রেপ্তার করল বিধাননগর পূর্ব থানার পুলিশ । ধৃতকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়।
ধৃত যুবক বিহারের ভাগলপুরের বাসিন্দা । নাম রবিকান্ত । রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের পরীক্ষা দেওয়ার জন্য বিধাননগরের আরক্ষা ভবনে আসে । সেখানে তার হাতের বায়োমেট্রিক না মেলায় পুলিশের সন্দেহ হয়। তারপর পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে ।
ওই পরীক্ষার্থীর নামে অন্য একজন শারীরিক পরীক্ষা অর্থাৎ দৌড়, হাই জাম্প, লং জাম্প পরীক্ষা দেয়। সেইখানে উত্তীর্ণ হওয়ার পর গতকাল সল্টলেকে আরক্ষা ভবনে রাবিকান্ত লিখিত পরীক্ষা দিতে আসে । কিন্তু তার বায়োমেট্রিক না মেলায় আটকে যায় রাবিকান্ত। পুলিশ তাকে গ্রেপ্তার করে বিধাননগর মহকুমা আদালতে তোল ।