ETV Bharat / state

মমতাকে উৎখাত না করলে পশ্চিমবঙ্গ কাশ্মীরে পরিণত হবে : কৈলাস

আজ ভাটপাড়ায় কৈলাস তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক মতাদর্শকে কটাক্ষ করে বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণের রাজনীতি পশ্চিমবঙ্গে জঙ্গিদের সুরক্ষিত আশ্রয় গড়ে তুলতে সাহায্য করছে ।"

কৈলাস
author img

By

Published : Apr 28, 2019, 4:35 PM IST

Updated : Apr 28, 2019, 8:52 PM IST

ভাটপাড়া, 28 এপ্রিল : "মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণের রাজনীতি পশ্চিমবঙ্গে জঙ্গিদের সুরক্ষিত আশ্রয় গড়ে তুলতে সাহায্য করছে ।" আজ ভাটপাড়ায় BJP-র সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয় এই কথা বলেন । তিনি আরও বলেন, "যদি মমতাকে বাংলা থেকে উৎখাত না করা যায় তা হলে পশ্চিমবঙ্গ কাশ্মীরে পরিণত হবে ।"

ভাটপাড়ায় BJP প্রার্থী অর্জুন সিং-এর সমর্থনে এক সভার মঞ্চ প্রদর্শন করার সময় কৈলাস তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক মতাদর্শকে কটাক্ষ করে বলেন, "পশ্চিমবঙ্গে IS-এর বাড়বাড়ন্ত আমাদের সবাইকে বিস্মিত করেছে । কিন্তু এর মূল কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণের রাজনীতি । মমতার এই রাজনীতির কারণেই পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকা জঙ্গিদের জন্য সুরক্ষিত আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে ।"

প্রসঙ্গত, সম্প্রতি ইসলামিক স্টেট একটি টেলিগ্রাম চ্যানেলে একটি পোস্টার প্রকাশ করেছে । পোস্টারে জঙ্গি সংগঠনটি পরোক্ষে বাংলায় জঙ্গি হামলা চালানোর হুমকি দিয়েছে । বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে ভারত সরকার।

কৈলাস দাবি করেন, চলতি নির্বাচনে BJP-র জয় নিশ্চিত । তিনি বলেন, "23 মে নির্বাচনের ফলাফল বের হলে তাঁকে (মমতা বন্দ্যোপাধ্যায়) মুখ লুকোনোর জায়গা খুঁজতে হবে । এই নির্বাচনে BJP-র জয় নিয়ে কোনও সংশয় নেই ।"

ভাটপাড়া, 28 এপ্রিল : "মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণের রাজনীতি পশ্চিমবঙ্গে জঙ্গিদের সুরক্ষিত আশ্রয় গড়ে তুলতে সাহায্য করছে ।" আজ ভাটপাড়ায় BJP-র সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয় এই কথা বলেন । তিনি আরও বলেন, "যদি মমতাকে বাংলা থেকে উৎখাত না করা যায় তা হলে পশ্চিমবঙ্গ কাশ্মীরে পরিণত হবে ।"

ভাটপাড়ায় BJP প্রার্থী অর্জুন সিং-এর সমর্থনে এক সভার মঞ্চ প্রদর্শন করার সময় কৈলাস তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক মতাদর্শকে কটাক্ষ করে বলেন, "পশ্চিমবঙ্গে IS-এর বাড়বাড়ন্ত আমাদের সবাইকে বিস্মিত করেছে । কিন্তু এর মূল কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণের রাজনীতি । মমতার এই রাজনীতির কারণেই পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকা জঙ্গিদের জন্য সুরক্ষিত আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে ।"

প্রসঙ্গত, সম্প্রতি ইসলামিক স্টেট একটি টেলিগ্রাম চ্যানেলে একটি পোস্টার প্রকাশ করেছে । পোস্টারে জঙ্গি সংগঠনটি পরোক্ষে বাংলায় জঙ্গি হামলা চালানোর হুমকি দিয়েছে । বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে ভারত সরকার।

কৈলাস দাবি করেন, চলতি নির্বাচনে BJP-র জয় নিশ্চিত । তিনি বলেন, "23 মে নির্বাচনের ফলাফল বের হলে তাঁকে (মমতা বন্দ্যোপাধ্যায়) মুখ লুকোনোর জায়গা খুঁজতে হবে । এই নির্বাচনে BJP-র জয় নিয়ে কোনও সংশয় নেই ।"


Ludhiana (Punjab), Apr 28 (ANI): A burger vendor Ravinder Pal Singh is contesting as an independent candidate from the Ludhiana Lok Sabha seat. Ravinder Pal Singh filed his nomination on April 24. Due to lack of funds, he campaigns on his scooter. He aims to take on education mafia if elected by voters. Speaking to ANI he told, "If I'm elected I'll take on the education mafia and ensure good education for poor people. I'm unable to put up big posters, I'm only campaigning on my scooter but I'm confident." Lok Sabha polls will be held in last phase on May 19 in Rajasthan.
Last Updated : Apr 28, 2019, 8:52 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.