ETV Bharat / state

ভারত-বাংলাদেশের রেলপথ পরিদর্শনে বাংলাদেশের রেলমন্ত্রী

6 ডিসেম্বর বিজয় দিবসে দুইদেশের মধ্যে সংযোগকারী এই রেলপথ চালু করতে উৎসাহী বাংলাদেশ।

 India-Bangladesh railways
India-Bangladesh railways
author img

By

Published : Nov 14, 2020, 9:54 PM IST

জলপাইগুড়ি, 14 নভেম্বর : ভারত-বাংলাদেশের চিলাহাটি-হলদিবাড়ি রেলপথ নির্মাণ প্রকল্পের কাজ পরিদর্শন করলেন বাংলাদেশের রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। আজ এক বিশেষ ট্রেনে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার জ়িরো পয়েন্টে কাঁটাতারের ওপারে আসেন। সেখানেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF-র সঙ্গে কুশল বিনিময় করেন। BSF-র পক্ষ থেকে মন্ত্রীকে দীপাবলির উপহার প্রদান করা হয়।

আজ ভারত-বাংলাদেশ সংযোগকারী রেলপথ নির্মাণের প্রকল্পের কাজ পরিদর্শন করার পর চিলাহাটিতে আন্তর্জাতিক মানের রেলওয়ে স্টেশনের ভিত্তিপ্রস্তর শিলান্যাস করেন নুরুল ইসলাম সুজন। ইতিমধ্যেই বাংলাদেশের চিলাহাটি থেকে জ়িরো পয়েন্ট পর্যন্ত 6.70 কিলোমিটার ও হলদিবাড়ি থেকে জ়িরো লাইন পর্যন্ত 3.80 কিলোমিটারজুড়ে নির্মাণ কাজ শেষ হয়েছে।

নুরুল ইসলাম সুজন জানান, "আমরা চাইছি 16 ডিসেম্বর বিজয় দিবসে দুইদেশের মধ্যে সংযোগকারী এই রেলপথ চালু করতে। ইতিমধ্যেই ভারতকেও সেই আবেদন জানানো হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্মতি দিলেই 16 তারিখ বা পরে এই রেললাইনে রেল চালু হবে। প্রথমে মালগাড়ি চালানো হবে। পরে যাত্রীবাহী ট্রেনে। দুুই দেশে আলোচনার মধ্যে দিয়ে একটি ট্রেন চলাচলের ব্যবস্থা করা হবে। "

আজ রেলমন্ত্রীর সঙ্গে ছিলেন বাংলাদেশের নীলফামারির জেলা প্রশাসক হাফিজুল রহমান চৌধুরি, উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনম, ৫৬ BGB-র আধিকারিক মায়মুনুল রহমান সহ রেলের একাধিক কর্তারা।

জলপাইগুড়ি, 14 নভেম্বর : ভারত-বাংলাদেশের চিলাহাটি-হলদিবাড়ি রেলপথ নির্মাণ প্রকল্পের কাজ পরিদর্শন করলেন বাংলাদেশের রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। আজ এক বিশেষ ট্রেনে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার জ়িরো পয়েন্টে কাঁটাতারের ওপারে আসেন। সেখানেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF-র সঙ্গে কুশল বিনিময় করেন। BSF-র পক্ষ থেকে মন্ত্রীকে দীপাবলির উপহার প্রদান করা হয়।

আজ ভারত-বাংলাদেশ সংযোগকারী রেলপথ নির্মাণের প্রকল্পের কাজ পরিদর্শন করার পর চিলাহাটিতে আন্তর্জাতিক মানের রেলওয়ে স্টেশনের ভিত্তিপ্রস্তর শিলান্যাস করেন নুরুল ইসলাম সুজন। ইতিমধ্যেই বাংলাদেশের চিলাহাটি থেকে জ়িরো পয়েন্ট পর্যন্ত 6.70 কিলোমিটার ও হলদিবাড়ি থেকে জ়িরো লাইন পর্যন্ত 3.80 কিলোমিটারজুড়ে নির্মাণ কাজ শেষ হয়েছে।

নুরুল ইসলাম সুজন জানান, "আমরা চাইছি 16 ডিসেম্বর বিজয় দিবসে দুইদেশের মধ্যে সংযোগকারী এই রেলপথ চালু করতে। ইতিমধ্যেই ভারতকেও সেই আবেদন জানানো হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্মতি দিলেই 16 তারিখ বা পরে এই রেললাইনে রেল চালু হবে। প্রথমে মালগাড়ি চালানো হবে। পরে যাত্রীবাহী ট্রেনে। দুুই দেশে আলোচনার মধ্যে দিয়ে একটি ট্রেন চলাচলের ব্যবস্থা করা হবে। "

আজ রেলমন্ত্রীর সঙ্গে ছিলেন বাংলাদেশের নীলফামারির জেলা প্রশাসক হাফিজুল রহমান চৌধুরি, উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনম, ৫৬ BGB-র আধিকারিক মায়মুনুল রহমান সহ রেলের একাধিক কর্তারা।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.