ETV Bharat / state

জলপাইগুড়ি শহরে একদিনে কোরোনায় আক্রান্ত 30

পৌরসভা এলাকায় একদিনে 30 জনের শরীরে কোরোনা ভাইরাসের সংক্রমণ। ইতিমধ্যেই ওই এলাকাগুলোকে জীবাণুমুক্ত করার পাশাপাশি কনটেইনমেন্ট জ়োন হিসেবে চিহ্নিত করা হয়েছে।

Jalpaiguri
Jalpaiguri
author img

By

Published : Nov 11, 2020, 5:44 PM IST

জলপাইগুড়ি, 11 নভেম্বর : গত 24 ঘণ্টায় জলপাইগুড়ি শহরে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 30 জন। এমনটাই জানা গিয়েছে জেলার স্বাস্থ্য বিভাগ সূত্রে। শহরে নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন তিনজন। পৌরসভার কো-অর্ডিনেটর সৈকত চট্টোপাধ্যায় জানান, পৌরসভা এলাকায় একদিনে 30 জনের শরীরে কোরোনা ভাইরাসের সংক্রমণের খবর পাওয়া গেছে। ওই এলাকাগুলোকে জীবাণুমুক্ত করার পাশাপাশি কনটেনমেন্ট জ়োন ঘোষণা করা হয়েছে।

অপরদিকে পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য থেকে সরিয়ে দেওয়া হল সৈকত চট্টোপাধ্যায়কে । যদিও এখনও অপসারণের কাগজ হাতে পায়নি পৌরসভার প্রাক্তন কাউন্সিলর, কো অর্ডিনেটর সৈকত চট্টোপাধ্যায়। আজ কোরোনায় আক্রান্তদের বাড়িতে গিয়ে স্যানিটাইজ়েশন করান তিনি।

তিনি বলেন, দীর্ঘদিন ধরেই পৌরসভা এলাকার মানুষের মধ্যে সচেতনতার প্রচার লাগাতার চালিয়েও অনেকেই স্বাস্থ্যবিধি মেনে চলছেন না। আজ সৈকতবাবুকে অপসরণের প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি এখনও পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য আছি। আমাকে অপসারণ করা হয়েছে শুনেছি। তবে এখনও কোনও নির্দেশিকা হাতে পায়নি। তাই আজও আমি কাজ করে চলেছি।

জলপাইগুড়ি, 11 নভেম্বর : গত 24 ঘণ্টায় জলপাইগুড়ি শহরে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 30 জন। এমনটাই জানা গিয়েছে জেলার স্বাস্থ্য বিভাগ সূত্রে। শহরে নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন তিনজন। পৌরসভার কো-অর্ডিনেটর সৈকত চট্টোপাধ্যায় জানান, পৌরসভা এলাকায় একদিনে 30 জনের শরীরে কোরোনা ভাইরাসের সংক্রমণের খবর পাওয়া গেছে। ওই এলাকাগুলোকে জীবাণুমুক্ত করার পাশাপাশি কনটেনমেন্ট জ়োন ঘোষণা করা হয়েছে।

অপরদিকে পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য থেকে সরিয়ে দেওয়া হল সৈকত চট্টোপাধ্যায়কে । যদিও এখনও অপসারণের কাগজ হাতে পায়নি পৌরসভার প্রাক্তন কাউন্সিলর, কো অর্ডিনেটর সৈকত চট্টোপাধ্যায়। আজ কোরোনায় আক্রান্তদের বাড়িতে গিয়ে স্যানিটাইজ়েশন করান তিনি।

তিনি বলেন, দীর্ঘদিন ধরেই পৌরসভা এলাকার মানুষের মধ্যে সচেতনতার প্রচার লাগাতার চালিয়েও অনেকেই স্বাস্থ্যবিধি মেনে চলছেন না। আজ সৈকতবাবুকে অপসরণের প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি এখনও পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য আছি। আমাকে অপসারণ করা হয়েছে শুনেছি। তবে এখনও কোনও নির্দেশিকা হাতে পায়নি। তাই আজও আমি কাজ করে চলেছি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.