ETV Bharat / state

জলপাইগুড়ি শহরে 2 হাজার টোটো চলবে

জলপাইগুড়ির DSP ট্রাফিক মলয় দাস বলেন, জলপাইগুড়ি শহরের বেগুনটারি, দিনবাজার, কামারপাড়া মোড়ে নো এন্ট্রি থাকবে । কোনও ভাবেই শহরের দিনবাজার, মার্চেন্ট রোড, DBC রোডে টোটো চলাচল করতে পারবে না।চার হাজার টোটোর মধ্যে জোড় বিজোড় সংখ্যায় প্রথম 2 হাজার চলবে বলে জানান পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য সৈকত চ্যাটার্জি।

JALPAIGURI
টোটো বৈঠক
author img

By

Published : May 26, 2020, 6:05 PM IST

জলপাইগুড়ি, 26 মে : 300 নয় আগামী 1 জুন থেকে জলপাইগুড়ি শহরে 2 হাজার টোটো চলবে। শহরের টোটো চালকদের অস্থায়ী পরিচয় পত্র দেবে পুলিশ প্রশাসন। ভিড় এলাকায় কোরোনা সংক্রমণ রুখতে জলপাইগুড়ি শহরে টোটো চলাচলের ক্ষেত্রে বেশ কিছু জায়গায় নো এন্ট্রি করা হচ্ছে।

আজ কোতয়ালি থানায় বৈঠকে সিদ্ধান্ত হয় জলপাইগুড়ি শহরে সকাল সাতটা থেকে টোটো চলবে। শহরে মোট চার হাজার টোটোর তালিকা করা হবে। তার থেকে প্রতিদিন 2 হাজার করে টোটো চলবে।প্রত্যেক টোটো চালককে অস্থায়ী পরিচয় পত্র দিতে হবে। পৌরসভা কার্ড ছাপিয়ে পুলিশকে দেবে এবং পুলিশ থেকে টোটো মালিককে দেওয়া হবে । টোটো মালিককেই টোটো চালাতে হবে ।

জলপাইগুড়ির DSP ট্রাফিক মলয় দাস বলেন, জলপাইগুড়ি শহরের বেগুনটারি, দিনবাজার, কামারপাড়া মোড়ে নো এন্ট্রি থাকবে । কোনও ভাবেই শহরের দিনবাজার, মার্চেন্ট রোড, DBC রোডে টোটো চলাচল করতে পারবে না।

চার হাজার টোটোর মধ্যে জোড় বিজোড় সংখ্যায় প্রথম 2 হাজার চলবে বলে জানান পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য সৈকত চ্যাটার্জি। এদিকে প্রশাসক বোর্ডের সদস্য সন্দীপ মাহাত জানান, আমরা টিন নম্বর দেওয়ার প্রক্রিয়া শুরু করেছি। দেড় হাজার টাকা দিয়ে টোটোতে রং করে দেওয়া হবে।

এদিন জলপাইগুড়ি কোতয়ালি থানায় টোটো ইউনিয়নদের সাথে বৈঠক করেন কোতয়ালির IC বিশ্বাশ্রয় সরকার, DSP ট্রাফিক মলয় দাস, পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য সন্দীপ মাহাত, সৈকত চ্যাটার্জি-সহ পরিবহন দপ্তরের আধিকারিকরা।

জলপাইগুড়ি, 26 মে : 300 নয় আগামী 1 জুন থেকে জলপাইগুড়ি শহরে 2 হাজার টোটো চলবে। শহরের টোটো চালকদের অস্থায়ী পরিচয় পত্র দেবে পুলিশ প্রশাসন। ভিড় এলাকায় কোরোনা সংক্রমণ রুখতে জলপাইগুড়ি শহরে টোটো চলাচলের ক্ষেত্রে বেশ কিছু জায়গায় নো এন্ট্রি করা হচ্ছে।

আজ কোতয়ালি থানায় বৈঠকে সিদ্ধান্ত হয় জলপাইগুড়ি শহরে সকাল সাতটা থেকে টোটো চলবে। শহরে মোট চার হাজার টোটোর তালিকা করা হবে। তার থেকে প্রতিদিন 2 হাজার করে টোটো চলবে।প্রত্যেক টোটো চালককে অস্থায়ী পরিচয় পত্র দিতে হবে। পৌরসভা কার্ড ছাপিয়ে পুলিশকে দেবে এবং পুলিশ থেকে টোটো মালিককে দেওয়া হবে । টোটো মালিককেই টোটো চালাতে হবে ।

জলপাইগুড়ির DSP ট্রাফিক মলয় দাস বলেন, জলপাইগুড়ি শহরের বেগুনটারি, দিনবাজার, কামারপাড়া মোড়ে নো এন্ট্রি থাকবে । কোনও ভাবেই শহরের দিনবাজার, মার্চেন্ট রোড, DBC রোডে টোটো চলাচল করতে পারবে না।

চার হাজার টোটোর মধ্যে জোড় বিজোড় সংখ্যায় প্রথম 2 হাজার চলবে বলে জানান পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য সৈকত চ্যাটার্জি। এদিকে প্রশাসক বোর্ডের সদস্য সন্দীপ মাহাত জানান, আমরা টিন নম্বর দেওয়ার প্রক্রিয়া শুরু করেছি। দেড় হাজার টাকা দিয়ে টোটোতে রং করে দেওয়া হবে।

এদিন জলপাইগুড়ি কোতয়ালি থানায় টোটো ইউনিয়নদের সাথে বৈঠক করেন কোতয়ালির IC বিশ্বাশ্রয় সরকার, DSP ট্রাফিক মলয় দাস, পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য সন্দীপ মাহাত, সৈকত চ্যাটার্জি-সহ পরিবহন দপ্তরের আধিকারিকরা।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.