ETV Bharat / state

বিশ্ব পরিবেশ দিবসে জঙ্গল রক্ষার শপথ, চারাগাছ রোপণ পুরুলিয়ার যুবকদের

author img

By

Published : Jun 6, 2020, 8:16 AM IST

বিশ্ব পরিবেশ দিবসে প্রচুর চারাগাছ রোপন করলেন পুরুলিয়ার যুবকরা ৷ জঙ্গল রক্ষা করার শপথও নিলেন তারা ৷

চারাগাছ রোপণ করলেন পুরুলিয়ার যুবকরা
চারাগাছ রোপণ করলেন পুরুলিয়ার যুবকরা

পুরুলিয়া, 5 জুন: বিশ্ব পরিবেশ দিবসে পর্যটন ক্ষেত্র অযোধ্যা পাহাড়কে সবুজে ঘিরে ফেলতে এগিয়ে এল এলাকার শতাধিক যুবক ৷ পাশাপাশি জঙ্গল রক্ষা করার শপথও নিল তারা ৷ পুলিশ- প্রশাসনের সহযোগিতায় অযোধ্যা পাহাড়ে লাগানো হল প্রচুর চারাগাছ ৷ সামাজিক দূরত্ব বজায় রেখে ও মুখে মাস্ক পরে গাছ লাগান সকলেই ৷ আগামীদিনে চারাগাছগুলিকে রক্ষণাবেক্ষণ করার শপথ নিয়েছেন তারা ৷ একইসঙ্গে গোটা এলাকায় সুসজ্জিত বেড়া দিয়ে পরিবেশ ও জঙ্গল রক্ষায় সচেতনতামূলক পোস্টার লাগানো হয় ৷ বন্য জীবজন্তু হত্যা না করা, পাহাড়ে প্লাস্টিক বর্জন করার মতো বার্তা দেওয়া হয় ৷ এই কর্মসূচির উদ্বোধন করেন ঝালদার SDPO সুমন্ত কবিরাজ ৷ এছাড়াও উপস্থিত ছিলেন বাঘমুণ্ডি থানার OC রজত চৌধুরি, বলরামপুরের CI পার্থ সিংহ সহ অন্যান্যরা ৷

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বাঘমুণ্ডি থানার অযোধ্যা পাহাড়ের সবুজ ফিরিয়ে আনার উদ্যোগ নেয় পুরুলিয়া জেলা পুলিশ প্রশাসন ৷ সেই লক্ষ্যে প্রচুর চারাগাছ লাগানো হয় পাহাড়ে ৷ পুলিশ প্রশাসনের এই উদ্যোগ দেখে এগিয়ে আসেন অযোধ্যা পাহাড় এলাকার বাড়েরিয়া, লহরিয়া, খটকাডি সহ স্থানীয় বেশ কয়েকটি গ্রামে শতাধিক যুবক ৷ তারাও হাত লাগান বৃক্ষরোপণে ৷ যুবকদের এই উদ্যোগ দেখে খুশি পুরুলিয়া জেলা পুলিশ প্রশাসন ৷ এছাড়াও আজ পরিবেশ রক্ষা করার বার্তা নিয়ে এগিয়ে আসে মহিলাদের স্বেচ্ছাসেবী সংগঠন "রেওয়া" । পুরুলিয়া শহর এবং লাগোয়া এলাকা জুড়ে দুশোর বেশি ফলের গাছ লাগানোর পরিকল্পনাকে বাস্তবায়িত করতে পথে নামেন সংস্থার মহিলারা ৷ কোনও সরকারি সাহায্য ছাড়া নিজেরাই এগিয়ে আসেন পরিবেশ বান্ধব হিসেবে ৷ বর্তমানে এই সংস্থার মোট সদস্য সংখ্যা 55 জন ৷

অযোধ্যা পাহাড়ের সবুজ ফিরিয়ে আনার উদ্যোগ নেয় পুরুলিয়া জেলা পুলিশ প্রশাসন
অযোধ্যা পাহাড়ের সবুজ ফিরিয়ে আনার উদ্যোগ নেয় পুরুলিয়া জেলা পুলিশ প্রশাসন

এবছর কালবৈশাখী ঝড়ে পুরুলিয়া শহর এবং লাগোয়া বিভিন্ন এলাকায় প্রচুর গাছ পড়ে গেছে ৷ সবুজের অভাব পূরণ করতে এই সংগঠনের সদস্যরা আমের আঁটি, লিচু ও সবেদার বীজ সংগ্রহ করে নিয়ে আসে ৷ সেগুলোকে শুকিয়ে গোবর এবং সার মিশিয়ে তার মধ্যে ঢুকিয়ে তৈরি করা হয় সিড বল ৷ তারপর বিভিন্ন এলাকায় সেগুলিকে বপন করা হয় ৷ এর সঙ্গে কিছু চারাগাছও রোপণ করা হয়েছে ৷

পুরুলিয়া, 5 জুন: বিশ্ব পরিবেশ দিবসে পর্যটন ক্ষেত্র অযোধ্যা পাহাড়কে সবুজে ঘিরে ফেলতে এগিয়ে এল এলাকার শতাধিক যুবক ৷ পাশাপাশি জঙ্গল রক্ষা করার শপথও নিল তারা ৷ পুলিশ- প্রশাসনের সহযোগিতায় অযোধ্যা পাহাড়ে লাগানো হল প্রচুর চারাগাছ ৷ সামাজিক দূরত্ব বজায় রেখে ও মুখে মাস্ক পরে গাছ লাগান সকলেই ৷ আগামীদিনে চারাগাছগুলিকে রক্ষণাবেক্ষণ করার শপথ নিয়েছেন তারা ৷ একইসঙ্গে গোটা এলাকায় সুসজ্জিত বেড়া দিয়ে পরিবেশ ও জঙ্গল রক্ষায় সচেতনতামূলক পোস্টার লাগানো হয় ৷ বন্য জীবজন্তু হত্যা না করা, পাহাড়ে প্লাস্টিক বর্জন করার মতো বার্তা দেওয়া হয় ৷ এই কর্মসূচির উদ্বোধন করেন ঝালদার SDPO সুমন্ত কবিরাজ ৷ এছাড়াও উপস্থিত ছিলেন বাঘমুণ্ডি থানার OC রজত চৌধুরি, বলরামপুরের CI পার্থ সিংহ সহ অন্যান্যরা ৷

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বাঘমুণ্ডি থানার অযোধ্যা পাহাড়ের সবুজ ফিরিয়ে আনার উদ্যোগ নেয় পুরুলিয়া জেলা পুলিশ প্রশাসন ৷ সেই লক্ষ্যে প্রচুর চারাগাছ লাগানো হয় পাহাড়ে ৷ পুলিশ প্রশাসনের এই উদ্যোগ দেখে এগিয়ে আসেন অযোধ্যা পাহাড় এলাকার বাড়েরিয়া, লহরিয়া, খটকাডি সহ স্থানীয় বেশ কয়েকটি গ্রামে শতাধিক যুবক ৷ তারাও হাত লাগান বৃক্ষরোপণে ৷ যুবকদের এই উদ্যোগ দেখে খুশি পুরুলিয়া জেলা পুলিশ প্রশাসন ৷ এছাড়াও আজ পরিবেশ রক্ষা করার বার্তা নিয়ে এগিয়ে আসে মহিলাদের স্বেচ্ছাসেবী সংগঠন "রেওয়া" । পুরুলিয়া শহর এবং লাগোয়া এলাকা জুড়ে দুশোর বেশি ফলের গাছ লাগানোর পরিকল্পনাকে বাস্তবায়িত করতে পথে নামেন সংস্থার মহিলারা ৷ কোনও সরকারি সাহায্য ছাড়া নিজেরাই এগিয়ে আসেন পরিবেশ বান্ধব হিসেবে ৷ বর্তমানে এই সংস্থার মোট সদস্য সংখ্যা 55 জন ৷

অযোধ্যা পাহাড়ের সবুজ ফিরিয়ে আনার উদ্যোগ নেয় পুরুলিয়া জেলা পুলিশ প্রশাসন
অযোধ্যা পাহাড়ের সবুজ ফিরিয়ে আনার উদ্যোগ নেয় পুরুলিয়া জেলা পুলিশ প্রশাসন

এবছর কালবৈশাখী ঝড়ে পুরুলিয়া শহর এবং লাগোয়া বিভিন্ন এলাকায় প্রচুর গাছ পড়ে গেছে ৷ সবুজের অভাব পূরণ করতে এই সংগঠনের সদস্যরা আমের আঁটি, লিচু ও সবেদার বীজ সংগ্রহ করে নিয়ে আসে ৷ সেগুলোকে শুকিয়ে গোবর এবং সার মিশিয়ে তার মধ্যে ঢুকিয়ে তৈরি করা হয় সিড বল ৷ তারপর বিভিন্ন এলাকায় সেগুলিকে বপন করা হয় ৷ এর সঙ্গে কিছু চারাগাছও রোপণ করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.