ETV Bharat / state

সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা, পুরুলিয়ায় ধৃত 1

চাকরি দেওয়ার নাম করে লাখ লাখ টাকা হাতানোর অভিযোগে পুরুলিয়ার বরাবাজারের আমরাবেড়া গ্রাম থেকে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ । প্রায় 37 জনের কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়েছে ওই যুবক ও তার সহযোগীরা ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Jun 24, 2019, 3:13 PM IST

পুরুলিয়া, 24 জুন : সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা । চাকরি দেওয়ার নাম করে লাখ লাখ টাকা হাতানোর অভিযোগে পুরুলিয়ার বরাবাজারের আমরাবেড়া গ্রাম থেকে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ । গতকাল তাঁকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয় । বিচারক তিনদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছে ।

অভিযুক্ত যুবকের নাম সত্যজিৎ মাহাত । অভিযোগ, রেল থেকে শুরু করে বন দপ্তর, খাদ্য ও সরবরাহ, সেচ দপ্তরে চাকরি করিয়ে দেওয়ার নাম করে বেকার যুবকদের মগজ ধোলাই করা হত । পুরুলিয়ার বরাবাজারের আমরাবেড়া গ্রামে 'স্কিল ইন্ডিয়া' নামে একটি অফিসও খুলেছিল ওই যুবক ও তার সহযোগীরা । সেখান থেকেই তারা নিজেদের কাজ করত । প্রায় 37 জনের কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়েছে তারা ।

পুরুলিয়া, 24 জুন : সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা । চাকরি দেওয়ার নাম করে লাখ লাখ টাকা হাতানোর অভিযোগে পুরুলিয়ার বরাবাজারের আমরাবেড়া গ্রাম থেকে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ । গতকাল তাঁকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয় । বিচারক তিনদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছে ।

অভিযুক্ত যুবকের নাম সত্যজিৎ মাহাত । অভিযোগ, রেল থেকে শুরু করে বন দপ্তর, খাদ্য ও সরবরাহ, সেচ দপ্তরে চাকরি করিয়ে দেওয়ার নাম করে বেকার যুবকদের মগজ ধোলাই করা হত । পুরুলিয়ার বরাবাজারের আমরাবেড়া গ্রামে 'স্কিল ইন্ডিয়া' নামে একটি অফিসও খুলেছিল ওই যুবক ও তার সহযোগীরা । সেখান থেকেই তারা নিজেদের কাজ করত । প্রায় 37 জনের কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়েছে তারা ।

Intro:পুরুলিয়াঃ সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগে এবার পুরুলিয়ার বরাবাজারের আমরাবেড়া গ্রাম থেকে এক যুবককে গ্রেফতার করল পুলিশ।Body:পুলিশ সূত্রে জানা যায় ধৃত ওই যুবকের নাম সত্যজিৎ মাহাতা।বাড়ি বরাবাজারের আমরাবেড়া গ্রামই।রবিবার দিন তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাকে তিনদিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন।Conclusion:অভিযোগ, এই চক্রটি পুরুলিয়া বরাবাজারের আমরাবেড়া গ্রামে 'স্কিল ইন্ডিয়া' নামে একটি অফিসও খুলেছিল।সেখান থেকেই তাদের কাজকর্ম চলতো।প্রায় ৩৭ জনের কাছ থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ।তারা রেল থেকে বন দফতর,খাদ্য ও সরবরাহ থেকে সেচ দফতরে চাকরি করিয়ে দেওয়ার নাম করে বেকারদের মগজ ধোলাই করতেন বলে অভিযোগ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.