ETV Bharat / state

ট্রেনেই সন্তানের জন্ম দিলেন পুরুলিয়ার অনিতা

গতরাতে পুরুলিয়ার অনিতা মাঝি ট্রেনেই এক পুত্রসন্তানের জন্ম দেন। ট্রেনটি আদ্রা রেল স্টেশনে পৌঁছালে মেডিকেল টিম ওই মহিলা ও সদ্যোজাতকে স্থানীয় আদ্রা রেল হাসপাতালে ভরতি করে।

অনিতা মাঝি
author img

By

Published : Feb 22, 2019, 11:17 PM IST

পুরুলিয়া, ২২ ফেব্রুয়ারি : ট্রেনে সন্তান প্রসব করলেন এক মহিলা। গতরাতে পুরুলিয়ার অনিতা মাঝি ট্রেনেই এক পুত্রসন্তানের জন্ম দেন। বর্তমানে তারা আদ্রা রেল হাসপাতালে ভরতি। আপাতত দু'জনেই সুস্থ আছে বলে জানা গেছে।

গতরাত ১১টা নাগাদ হাওড়া-চক্রধরপুর লোকালে উঠেছিলেন পুরুলিয়ার বেলগুমার বাসিন্দা অনিতা। হঠাৎই চলন্ত ট্রেনের মধ্যে ওই মহিলার প্রসব যন্ত্রণা ওঠে। সেখানেই সন্তানের জন্ম দেন তিনি। এরপর বিষয়টি ট্রেনের নিরাপত্তারক্ষীদের জানানো হয়। ট্রেনটি আদ্রা রেল স্টেশনে পৌঁছালে মেডিকেল টিম ওই মহিলা ও সদ্যোজাতকে স্থানীয় আদ্রা রেল হাসপাতালে ভরতি করে। রেল সূত্রের খবর, বর্তমানে মা ও সদ্যোজাত দু'জনেই এখন সুস্থ আছে।

পুরুলিয়া, ২২ ফেব্রুয়ারি : ট্রেনে সন্তান প্রসব করলেন এক মহিলা। গতরাতে পুরুলিয়ার অনিতা মাঝি ট্রেনেই এক পুত্রসন্তানের জন্ম দেন। বর্তমানে তারা আদ্রা রেল হাসপাতালে ভরতি। আপাতত দু'জনেই সুস্থ আছে বলে জানা গেছে।

গতরাত ১১টা নাগাদ হাওড়া-চক্রধরপুর লোকালে উঠেছিলেন পুরুলিয়ার বেলগুমার বাসিন্দা অনিতা। হঠাৎই চলন্ত ট্রেনের মধ্যে ওই মহিলার প্রসব যন্ত্রণা ওঠে। সেখানেই সন্তানের জন্ম দেন তিনি। এরপর বিষয়টি ট্রেনের নিরাপত্তারক্ষীদের জানানো হয়। ট্রেনটি আদ্রা রেল স্টেশনে পৌঁছালে মেডিকেল টিম ওই মহিলা ও সদ্যোজাতকে স্থানীয় আদ্রা রেল হাসপাতালে ভরতি করে। রেল সূত্রের খবর, বর্তমানে মা ও সদ্যোজাত দু'জনেই এখন সুস্থ আছে।

Intro:পুরুলিয়া : ঘূর্ণিঝড়ের ফতোয়া কাটতেই নিম্নচাপে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন l রবিবার সন্ধ্যা থেকে খারাপ আবহাওয়ার দরুন ঝিরি ঝিরি বৃষ্টিপাত শুরু হয় l সপ্তাহের প্রথম দিনে অর্থাৎ সোমবারও সেই নিম্নচাপ কিন্তু থেকেই যায় l যার জেরে পুরুলিয়া শহর সহ গ্রামাঞ্চলের চিত্রটাই বদলে যায় l খুব জরুরি কাজ ছাড়া সাধারণ মানুষকে পথে দেখা যায়নি l শীতবস্ত্রের সঙ্গে মাথায় ছাতা ও বরসাতি নিয়ে বেড়িয়েছেন কিছু পথ চলতি মানুষ lBody:এদিন যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও অকাল এই বৃষ্টিতে জুবুথুবু হয়ে পড়েছেন সাধারণ মানুষ l তাপমাত্রার পারদ স্বাভাবিক থাকলেও নিম্নচাপের ফলে ঠান্ডা আবহাওয়ার অনুভূতি বাড়িয়ে তুলেছে l বেলার দিকে পুরুলিয়া শহরের বেশিরভাগ দোকানপাট বন্ধ l কনকনে এই আবহাওয়া থেকে বাঁচতে বাড়ির বাইরে বেরোতে নারাজ সকলেই l Conclusion:এদিন যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও অকাল এই বৃষ্টিতে জুবুথুবু হয়ে পড়েছেন সাধারণ মানুষ l তাপমাত্রার পারদ স্বাভাবিক থাকলেও নিম্নচাপের ফলে ঠান্ডা আবহাওয়ার অনুভূতি বাড়িয়ে তুলেছে l বেলার দিকে পুরুলিয়া শহরের বেশিরভাগ দোকানপাট বন্ধ l কনকনে এই আবহাওয়া থেকে বাঁচতে বাড়ির বাইরে বেরোতে নারাজ সকলেই l

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.