ETV Bharat / state

Dead Body Found in Kotshila : মহিলার দেহ উদ্ধার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় কোটশিলায় - Women dead body found in Kotshila Purulia

নিখোঁজ মহিলার দেহ উদ্ধার করা হয় পুকুর থেকে।স্নান সেরে বাড়ি না ফেরায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন (Dead Body Found in Kotshila)।

Purulia News
মহিলার দেহ উদ্ধার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় কোটশিলায়
author img

By

Published : Mar 7, 2022, 10:54 PM IST

কোটশিলা, 7 মার্চ : পুকুর থেকে উদ্ধার হল মহিলার মৃতদেহ ৷ ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার কোটশিলায় (Dead Body Found in Kotshila) ৷ জানা গিয়েছে, রবিবার পুকুরে স্নান করতে গিয়ে নিখোঁজ হয়ে যান ওই মহিলা । পরে উদ্ধার তাঁর মৃতদেহ উদ্ধার হয় ৷ কোটশিলা থানার টিমাংদা গ্রামের বাসিন্দা ওই মহিলার নাম পূর্ণিমা মাহাত (42) ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুকুরে স্নান করতে গিয়ে বাড়ি না ফেরায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন । তখনই বাড়ির লোকের নজরে আসে পুকুর পাড়ে তাঁর পরনের কাপড় পড়ে আছে । তারপর থেকে কোনও হদিশ পাওয়া যায়নি পূর্ণিমা দেবীর । সূত্রের খবর সোমবার সকালে ওই পুকুরেই তাঁর দেহ ভেসে ওঠে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় কোটশিলা থানার পুলিশ । পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায় । প্রাথমিক ভাবে পুলিশের অনুমান জলে ডুবে মৃত্যু হয় ওই মহিলার ।

আরও পড়ুন: পুরুলিয়ায় ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

ওই থানার এক পদস্থ আধিকারিক জানিয়েছেন ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিষয়টা পরিষ্কার হবে । আপাতত পুলিশ একটা আস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে ।

কোটশিলা, 7 মার্চ : পুকুর থেকে উদ্ধার হল মহিলার মৃতদেহ ৷ ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার কোটশিলায় (Dead Body Found in Kotshila) ৷ জানা গিয়েছে, রবিবার পুকুরে স্নান করতে গিয়ে নিখোঁজ হয়ে যান ওই মহিলা । পরে উদ্ধার তাঁর মৃতদেহ উদ্ধার হয় ৷ কোটশিলা থানার টিমাংদা গ্রামের বাসিন্দা ওই মহিলার নাম পূর্ণিমা মাহাত (42) ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুকুরে স্নান করতে গিয়ে বাড়ি না ফেরায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন । তখনই বাড়ির লোকের নজরে আসে পুকুর পাড়ে তাঁর পরনের কাপড় পড়ে আছে । তারপর থেকে কোনও হদিশ পাওয়া যায়নি পূর্ণিমা দেবীর । সূত্রের খবর সোমবার সকালে ওই পুকুরেই তাঁর দেহ ভেসে ওঠে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় কোটশিলা থানার পুলিশ । পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায় । প্রাথমিক ভাবে পুলিশের অনুমান জলে ডুবে মৃত্যু হয় ওই মহিলার ।

আরও পড়ুন: পুরুলিয়ায় ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

ওই থানার এক পদস্থ আধিকারিক জানিয়েছেন ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিষয়টা পরিষ্কার হবে । আপাতত পুলিশ একটা আস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.