কোটশিলা, 7 মার্চ : পুকুর থেকে উদ্ধার হল মহিলার মৃতদেহ ৷ ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার কোটশিলায় (Dead Body Found in Kotshila) ৷ জানা গিয়েছে, রবিবার পুকুরে স্নান করতে গিয়ে নিখোঁজ হয়ে যান ওই মহিলা । পরে উদ্ধার তাঁর মৃতদেহ উদ্ধার হয় ৷ কোটশিলা থানার টিমাংদা গ্রামের বাসিন্দা ওই মহিলার নাম পূর্ণিমা মাহাত (42) ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুকুরে স্নান করতে গিয়ে বাড়ি না ফেরায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন । তখনই বাড়ির লোকের নজরে আসে পুকুর পাড়ে তাঁর পরনের কাপড় পড়ে আছে । তারপর থেকে কোনও হদিশ পাওয়া যায়নি পূর্ণিমা দেবীর । সূত্রের খবর সোমবার সকালে ওই পুকুরেই তাঁর দেহ ভেসে ওঠে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় কোটশিলা থানার পুলিশ । পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায় । প্রাথমিক ভাবে পুলিশের অনুমান জলে ডুবে মৃত্যু হয় ওই মহিলার ।
আরও পড়ুন: পুরুলিয়ায় ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ
ওই থানার এক পদস্থ আধিকারিক জানিয়েছেন ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিষয়টা পরিষ্কার হবে । আপাতত পুলিশ একটা আস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে ।