ETV Bharat / state

Purulia Lady Killed Husband: প্রেমিকের পরামর্শে স্বামীকে খুন করে যৌনাঙ্গ কেটে নিল স্ত্রী ! - সেপটিক ট্যাংক থেক উদ্ধার ব্যক্তির দেহ

স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কে বাধা হয়ে দাঁড়ানোয় প্রেমিকের পরামর্শ অনুযায়ী স্বামীকে খুন মহিলার ৷ এরপর যৌনাঙ্গ কেটে বস্তাবন্দি করে নুন দিয়ে দেহ রাখা হল সেপটিক ট্যাংকের ভেতরে ৷ ঘটনার তদন্তে নেমে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে পুলিশের হাতে ৷

Purulia Murder
স্বামীকে খুন করে যৌনাঙ্গ কেটে নিল স্ত্রী
author img

By

Published : Apr 6, 2023, 4:02 PM IST

পুরুলিয়া, 6 এপ্রিল: শৌচাগারের সেপটিক ট্যাংক থেকে ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় রহস্য উন্মোচন করল পুলিশ ৷ স্ত্রী তাঁর প্রেমিকের পরামর্শে ব্যক্তিকে খুন করেছে বলে জানা গিয়েছে ৷ এমনকী প্রেমিকের পরামর্শে খুনের পর স্বামীর যৌনাঙ্গও কেটে নেন স্ত্রী ৷

প্রসঙ্গত, পুরুলিয়া জেলার জয়পুর থানা এলাকার রাঙুনিটাড় গ্রামে স্বামীকে খুন করার অভিযোগ উঠেছিল স্ত্রীর বিরুদ্ধে । সেপটিক ট্যাংক থেকে দেহ উদ্ধারের এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল । বৃহস্পতিবার সেই খুনের কিনারা করল পুরুলিয়া জেলা পুলিশ । এই বিষয়ে পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, 20 মার্চ জুড়ন মাহাতো (45) নামে এক ব্যক্তি নিখোঁজ হন । এরপর 22 মার্চ তাঁর স্ত্রী উত্তরা ও বড় ছেলে অপূর্ব মাহাতো থানায় একটি নিখোঁজের অভিযোগ দায়ের করেন । তদন্তে নেমে 25 মার্চ বাড়ির বাইরে থাকা শৌচাগারের সেপটিক ট্যাংক থেকে ওই ব্যক্তির দেহ উদ্ধার করে পুলিশ । এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পরের দিন তাঁর স্ত্রীকে গ্রেফতার করে । তাকে হেফাজতে নিয়ে মঙ্গলবার তার প্রেমিক ক্ষেত্রপাল মাহাতোকে গ্রেফতার করা হয় ।

এদিন পুলিশ সুপার আরও জানান, উত্তরা মাহাতোর সঙ্গে ক্ষেত্রপালের পাঁচ বছর ধরে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল । সেই সম্পর্কে পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল উত্তরার স্বামী জুড়ন ৷ তাই তাঁকে পৃথিবীকে থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় তারা । এই গোটা কাজটি করে উত্তরা নিজে ৷ কীভাবে করবে সেই বিষয়ে সারারাত তাকে ফোনে পরামর্শ দিয়ে যায় ক্ষেত্রপাল । প্রথমে 25টি ঘুমের ওষুধ ডিমের তরকারি ও ভাতের সঙ্গে খাইয়ে দেওয়া হয় জুড়নকে । তারপর তিনি অচেতন হয়ে গেলে বাটখারা দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয় । এমনকী ছুরি দিয়ে স্বামীর যৌনাঙ্গ কেটে নেন উত্তরা । তারপর স্বামীর দেহ বস্তাবন্দি করে সেপটিক ট্যাংকের ভিতর ফেলে মাটি চাপা দিয়ে দেয় ।

পাশাপাশি তাড়াতাড়ি দেহ পচনের জন্য তাতে নুনও দিয়ে দেওয়া হয় বলে জানান পুলিশ সুপার । সূত্রের খবর, তবে এই ঘটনায় এখনও পর্যন্ত অনুতপ্ত নয় ক্ষেত্রপাল মাহাতো । তাঁকে আজ জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "এখনও ভালোবাসি উত্তরাকে । আমাদের সম্পর্ক আগের মতোই আছে ।"

আরও পড়ুন: কাকার বিরুদ্ধে ভাইপোকে খুনের অভিযোগ

পুরুলিয়া, 6 এপ্রিল: শৌচাগারের সেপটিক ট্যাংক থেকে ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় রহস্য উন্মোচন করল পুলিশ ৷ স্ত্রী তাঁর প্রেমিকের পরামর্শে ব্যক্তিকে খুন করেছে বলে জানা গিয়েছে ৷ এমনকী প্রেমিকের পরামর্শে খুনের পর স্বামীর যৌনাঙ্গও কেটে নেন স্ত্রী ৷

প্রসঙ্গত, পুরুলিয়া জেলার জয়পুর থানা এলাকার রাঙুনিটাড় গ্রামে স্বামীকে খুন করার অভিযোগ উঠেছিল স্ত্রীর বিরুদ্ধে । সেপটিক ট্যাংক থেকে দেহ উদ্ধারের এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল । বৃহস্পতিবার সেই খুনের কিনারা করল পুরুলিয়া জেলা পুলিশ । এই বিষয়ে পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, 20 মার্চ জুড়ন মাহাতো (45) নামে এক ব্যক্তি নিখোঁজ হন । এরপর 22 মার্চ তাঁর স্ত্রী উত্তরা ও বড় ছেলে অপূর্ব মাহাতো থানায় একটি নিখোঁজের অভিযোগ দায়ের করেন । তদন্তে নেমে 25 মার্চ বাড়ির বাইরে থাকা শৌচাগারের সেপটিক ট্যাংক থেকে ওই ব্যক্তির দেহ উদ্ধার করে পুলিশ । এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পরের দিন তাঁর স্ত্রীকে গ্রেফতার করে । তাকে হেফাজতে নিয়ে মঙ্গলবার তার প্রেমিক ক্ষেত্রপাল মাহাতোকে গ্রেফতার করা হয় ।

এদিন পুলিশ সুপার আরও জানান, উত্তরা মাহাতোর সঙ্গে ক্ষেত্রপালের পাঁচ বছর ধরে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল । সেই সম্পর্কে পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল উত্তরার স্বামী জুড়ন ৷ তাই তাঁকে পৃথিবীকে থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় তারা । এই গোটা কাজটি করে উত্তরা নিজে ৷ কীভাবে করবে সেই বিষয়ে সারারাত তাকে ফোনে পরামর্শ দিয়ে যায় ক্ষেত্রপাল । প্রথমে 25টি ঘুমের ওষুধ ডিমের তরকারি ও ভাতের সঙ্গে খাইয়ে দেওয়া হয় জুড়নকে । তারপর তিনি অচেতন হয়ে গেলে বাটখারা দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয় । এমনকী ছুরি দিয়ে স্বামীর যৌনাঙ্গ কেটে নেন উত্তরা । তারপর স্বামীর দেহ বস্তাবন্দি করে সেপটিক ট্যাংকের ভিতর ফেলে মাটি চাপা দিয়ে দেয় ।

পাশাপাশি তাড়াতাড়ি দেহ পচনের জন্য তাতে নুনও দিয়ে দেওয়া হয় বলে জানান পুলিশ সুপার । সূত্রের খবর, তবে এই ঘটনায় এখনও পর্যন্ত অনুতপ্ত নয় ক্ষেত্রপাল মাহাতো । তাঁকে আজ জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "এখনও ভালোবাসি উত্তরাকে । আমাদের সম্পর্ক আগের মতোই আছে ।"

আরও পড়ুন: কাকার বিরুদ্ধে ভাইপোকে খুনের অভিযোগ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.