ETV Bharat / state

Witch Allegation : ডাইনি অপবাদ প্রতিবেশীর, ভূত তাড়াতে লক্ষাধিক টাকা দাবি ওঝার - Witch Allegation

দুই মহিলাকে ডাইনি অপবাদ দেওয়ার অভিযোগ পুরুলিয়ার টামনার কোটলই গ্রামে (Witch Allegation) ৷ এমনকি গোটা পরিবারকে একঘরে করে দেওয়ার ভয় দেখিয়ে ওঝার কাছে পাঠানোর অভিযোগ গ্রামেরই এক ব্যক্তির বিরুদ্ধে (Witch Allegation Against Two Woman in Purulia) ৷ এই ঘটনায় বিজ্ঞান মঞ্চের দ্বারস্থ হলেন সহদেব কুমার ৷ তাঁর স্ত্রী ও মাকে ডাইনি অপবাদ দেওয়া হয়েছিল ৷

Witch Allegation
Witch Allegation
author img

By

Published : Dec 14, 2021, 4:13 PM IST

পুরুলিয়া, 14 ডিসেম্বর : ডাইনি প্রথা বন্ধ করার বহু চেষ্টা করছেন বিজ্ঞান মঞ্চের সদস্যরা ৷ তার পরেও পুরুলিয়া জেলায় একের পর এক ডাইনি অপবাদে (Witch Allegation) অত্যাচারের ঘটনা ঘটেই চলেছে ৷ কিছুদিন আগেই পুরুলিয়ার টামনা থানা এলাকার কোটলই গ্রামে সহদেব কুমারের মা ও স্ত্রীকে ডাইনিে অপবাদ দেওয়া হয় (Witch Allegation Against Two Woman in Purulia) ৷ এমনকি তাঁদের বাড়িতে ভূত আছে বলে অপবাদ দেওয়ার অভিযোগ ওঠে গ্রামেরই এক বাসিন্দা সৃষ্টিধর কুমারের বিরুদ্ধে ৷ সহদেব কুমারের পরিবারকে একঘরে করে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ ৷ আর এর প্রতিকার হিসেবে তাঁকে ওঝার কাছে যাওয়ার বিধান দেয় সৃষ্টিধরের পরিবার ৷

চাপের মুখে এবং সমাজে একঘরে হয়ে যাওয়ার ভয়ে সহদেব কুমার পুরুলিয়ার সাঁওতালডিতে এক ওঝার কাছে যান ৷ অভিযোগ সেই ওঝা সহদেবকে জানান, তাঁর বাড়িতে ভূত আছে ৷ সেই ভূত তাড়াতে গয়া গিয়ে পিণ্ড দান করতে হবে এবং মুণ্ডন করতে হবে ৷ আর এর জন্য 1 লাখ 20 হাজার টাকা চায় ওই ওঝা ৷

টাকা দিতে পারবেন না বুঝে এবং সমাজে একঘরে হয়ে যাওয়ার ভয়ে বাধ্য হয়ে সহদেব কুমার ঘটনাটি বিজ্ঞান মঞ্চের পুরুলিয়া জেলা সম্পাদক ড. নয়ন মুখোপাধ্যায়কে জানান ৷ তার পরেই নয়ন মুখোপাধ্যায় টামনা থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করেন ৷ পুলিশ অভিযোগ পেয়ে সৃষ্টিধর কুমার ও তাঁর দুই ছেলেকে আটক করে ৷ পরে গতকাল থানায় মুচলেকা দিয়ে ছাড়া পান তাঁরা ৷

আরও পড়ুন : Asansol tribal agitation: 'ডাইনি প্রথা' অবলুপ্তির দাবিতে প্রশাসনের দরজায় আদিবাসীরা

এ বিষয়ে নয়ন মুখোপাধ্যায় বলেন, ‘‘এই ভাবে কাউকে দোষী সাব্যস্ত করে টাকা হাতানোর একটি চক্র কাজ করছে এই গ্রামে ৷ সেই চক্রের অন্যতম একজন এই সৃষ্টিধর ৷ আমরা জানার পর বিষয়টি বেশি দূর এগোয়নি ৷ এক্ষেত্রে পুলিশের সহযোগিতা প্রশংসনীয় ৷ তবে, ওঝার আমরা খোঁজ করেও পাইনি ৷ উনি ফেরার ৷’’

পুরুলিয়া, 14 ডিসেম্বর : ডাইনি প্রথা বন্ধ করার বহু চেষ্টা করছেন বিজ্ঞান মঞ্চের সদস্যরা ৷ তার পরেও পুরুলিয়া জেলায় একের পর এক ডাইনি অপবাদে (Witch Allegation) অত্যাচারের ঘটনা ঘটেই চলেছে ৷ কিছুদিন আগেই পুরুলিয়ার টামনা থানা এলাকার কোটলই গ্রামে সহদেব কুমারের মা ও স্ত্রীকে ডাইনিে অপবাদ দেওয়া হয় (Witch Allegation Against Two Woman in Purulia) ৷ এমনকি তাঁদের বাড়িতে ভূত আছে বলে অপবাদ দেওয়ার অভিযোগ ওঠে গ্রামেরই এক বাসিন্দা সৃষ্টিধর কুমারের বিরুদ্ধে ৷ সহদেব কুমারের পরিবারকে একঘরে করে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ ৷ আর এর প্রতিকার হিসেবে তাঁকে ওঝার কাছে যাওয়ার বিধান দেয় সৃষ্টিধরের পরিবার ৷

চাপের মুখে এবং সমাজে একঘরে হয়ে যাওয়ার ভয়ে সহদেব কুমার পুরুলিয়ার সাঁওতালডিতে এক ওঝার কাছে যান ৷ অভিযোগ সেই ওঝা সহদেবকে জানান, তাঁর বাড়িতে ভূত আছে ৷ সেই ভূত তাড়াতে গয়া গিয়ে পিণ্ড দান করতে হবে এবং মুণ্ডন করতে হবে ৷ আর এর জন্য 1 লাখ 20 হাজার টাকা চায় ওই ওঝা ৷

টাকা দিতে পারবেন না বুঝে এবং সমাজে একঘরে হয়ে যাওয়ার ভয়ে বাধ্য হয়ে সহদেব কুমার ঘটনাটি বিজ্ঞান মঞ্চের পুরুলিয়া জেলা সম্পাদক ড. নয়ন মুখোপাধ্যায়কে জানান ৷ তার পরেই নয়ন মুখোপাধ্যায় টামনা থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করেন ৷ পুলিশ অভিযোগ পেয়ে সৃষ্টিধর কুমার ও তাঁর দুই ছেলেকে আটক করে ৷ পরে গতকাল থানায় মুচলেকা দিয়ে ছাড়া পান তাঁরা ৷

আরও পড়ুন : Asansol tribal agitation: 'ডাইনি প্রথা' অবলুপ্তির দাবিতে প্রশাসনের দরজায় আদিবাসীরা

এ বিষয়ে নয়ন মুখোপাধ্যায় বলেন, ‘‘এই ভাবে কাউকে দোষী সাব্যস্ত করে টাকা হাতানোর একটি চক্র কাজ করছে এই গ্রামে ৷ সেই চক্রের অন্যতম একজন এই সৃষ্টিধর ৷ আমরা জানার পর বিষয়টি বেশি দূর এগোয়নি ৷ এক্ষেত্রে পুলিশের সহযোগিতা প্রশংসনীয় ৷ তবে, ওঝার আমরা খোঁজ করেও পাইনি ৷ উনি ফেরার ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.