ETV Bharat / state

Jhalda Congress Councillor Murder Case : সিবিআই তদন্তের বিরোধিতা কেন ? রাজ্যকে একহাত তাপন কান্দুর স্ত্রীর - Purnima Kandu wife of tapan kandu criticises WB Government

তপন কান্দু খুনের ঘটনায় কলকাতা হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে বৃহস্পতিবার ডিভিশন বেঞ্চে আবেদন করেছে রাজ্য (State Govt appeals HC Division Bench challenging CBI probe into Tapan Kandu Murder case) ৷

tapan kandu murder case
রাজ্যকে একহাত তাপন কান্দুর স্ত্রীর
author img

By

Published : Apr 7, 2022, 2:24 PM IST

পুরুলিয়া, 7 এপ্রিল : ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের মামলায় নয়া মোড় (Councillor Tapan Kandu Murder case) । এই খুনের ঘটনায় গত 4 এপ্রিল সিবিআই তদন্তের নির্দেশ দেয় কালকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গল বেঞ্চ ৷ এই নির্দেশকে চ্যালেঞ্জ করে বৃহস্পতিবার সকালে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গিয়েছে রাজ্য সরকার (State Govt appeals HC Division Bench challenging CBI probe into Tapan Kandu Murder case) ৷ রাজ্যের এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু (Purnima Kandu, wife of Tapan Kandu criticises WB Government) ৷ রাজ্য সরকারকে একহাত নিয়েছেন তিনি ৷

এই নিয়ে প্রতিক্রিয়া দিতে বৃহস্পতিবার তিনি জানিয়েছেন, রাজ্য পুলিশ নিজেরা বাঁচতে সিবিআই তদন্তে বাধা দিচ্ছে ৷ তাঁর কথায়, "যখন সিবিআই টিম ঢুকে গিয়েছে তখন তদন্তে বাধা দেওয়ার মানে কি? তাহলে তারা নিজেরা বাঁচার জন্য বাধা দিচ্ছে । কারণ সিবিআই তদন্ত হলে বড় বড় মাথারা ধরা পড়বে । রামপুরহাটের সময় তো বাধা দেওয়া হল না? তাহলে কি আমার স্বামী কংগ্রেস করতেন বলেই বাধা দেওয়া হচ্ছে?"

আরও পড়ুন : তপন কান্দু খুনে সিবিআই তদন্তের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে রাজ্য

ঘটনাচক্রে, বুধবার রাতেই ঝালদায় পৌঁছে গিয়েছে সিবিআইয়ের একটি দল । ঝালদা থানার তরফে ওই মামলার নথিও হাইকোর্টের নির্দেশ মেনে হস্তান্তর করা হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে । বৃহস্পতিবার সকাল থেকেই তপন কান্দু খুনের মামলায় তৎপরতা চোখে পড়েছে সিবিআইয়ের ৷ এদিন সকালে ঝালদা থেকে বেরিয়ে পুরুলিয়ার শহরের দিকে রওনা দেয় সিবিআইয়ের দু‘টি দল । পুরুলিয়া পৌঁছে জেলা আদালতে তপন কান্দু হত্যা মামলায় অভিযোগ দায়েরের জন্য অনুমতির আবেদন করেন তদন্তকারীরা । দুপুরের পর সিবিআইয়ের এই আবেদনের শুনানি হতে পারে আদালতে ৷

পুরুলিয়া, 7 এপ্রিল : ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের মামলায় নয়া মোড় (Councillor Tapan Kandu Murder case) । এই খুনের ঘটনায় গত 4 এপ্রিল সিবিআই তদন্তের নির্দেশ দেয় কালকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গল বেঞ্চ ৷ এই নির্দেশকে চ্যালেঞ্জ করে বৃহস্পতিবার সকালে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গিয়েছে রাজ্য সরকার (State Govt appeals HC Division Bench challenging CBI probe into Tapan Kandu Murder case) ৷ রাজ্যের এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু (Purnima Kandu, wife of Tapan Kandu criticises WB Government) ৷ রাজ্য সরকারকে একহাত নিয়েছেন তিনি ৷

এই নিয়ে প্রতিক্রিয়া দিতে বৃহস্পতিবার তিনি জানিয়েছেন, রাজ্য পুলিশ নিজেরা বাঁচতে সিবিআই তদন্তে বাধা দিচ্ছে ৷ তাঁর কথায়, "যখন সিবিআই টিম ঢুকে গিয়েছে তখন তদন্তে বাধা দেওয়ার মানে কি? তাহলে তারা নিজেরা বাঁচার জন্য বাধা দিচ্ছে । কারণ সিবিআই তদন্ত হলে বড় বড় মাথারা ধরা পড়বে । রামপুরহাটের সময় তো বাধা দেওয়া হল না? তাহলে কি আমার স্বামী কংগ্রেস করতেন বলেই বাধা দেওয়া হচ্ছে?"

আরও পড়ুন : তপন কান্দু খুনে সিবিআই তদন্তের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে রাজ্য

ঘটনাচক্রে, বুধবার রাতেই ঝালদায় পৌঁছে গিয়েছে সিবিআইয়ের একটি দল । ঝালদা থানার তরফে ওই মামলার নথিও হাইকোর্টের নির্দেশ মেনে হস্তান্তর করা হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে । বৃহস্পতিবার সকাল থেকেই তপন কান্দু খুনের মামলায় তৎপরতা চোখে পড়েছে সিবিআইয়ের ৷ এদিন সকালে ঝালদা থেকে বেরিয়ে পুরুলিয়ার শহরের দিকে রওনা দেয় সিবিআইয়ের দু‘টি দল । পুরুলিয়া পৌঁছে জেলা আদালতে তপন কান্দু হত্যা মামলায় অভিযোগ দায়েরের জন্য অনুমতির আবেদন করেন তদন্তকারীরা । দুপুরের পর সিবিআইয়ের এই আবেদনের শুনানি হতে পারে আদালতে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.