পুরুলিয়া, 3 অক্টোবর: "তৃণমূল চুরি বন্ধ কর, BJP বরাদ্দ বাড়াও" । এই স্লোগান তুলে কাজ ও জবকার্ডের দাবিতে আগামী সপ্তাহ থেকে জেলা জুড়ে আন্দোলনের পথে নামতে চলেছে পুরুলিয়ায় পশ্চিমবঙ্গ খেতমজুর সমিতির পুরুলিয়া জেলা শাখা l
আজ জেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত পশ্চিমবঙ্গ খেতমজুর সমিতির সভা আয়োজিত হয় l উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সদস্য অনুরাধা তলোয়ার, সাধারণ সম্পাদক উত্তম গায়েন সহ অন্যরা l
অনুরাধা তলোয়ার বলেন, "বর্তমান কোরোনা পরিস্থিতিতে মানুষের হাতে কাজ নেই l বাড়ছে জিনিসপত্রের দাম l এমত অবস্থায় মানুষের প্রধান দাবি হচ্ছে কাজ l সেই কাজ ও জবকার্ডের দাবিতে আগামী সপ্তাহ থেকে পুরুলিয়া জেলা জুড়ে আন্দোলনের পথে নামা হবে l যার শ্লোগান থাকবে, তৃণমূল চুরি বন্ধ কর, BJP বরাদ্দ বাড়াও l"
এই সভা থেকেই জেলার বিভিন্ন ব্লকে শতাধিক পরিবারের হাতে দৈনন্দিন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্যাকেটবন্দী করে তুলে দেওয়া হয় l