পুরুলিয়া, 17 মে : উত্তরপ্রদেশে পথ দুর্ঘটনায় মৃত 24 জন শ্রমিকের মধ্যে পুরুলিয়ার 6 জন রয়েছেন । তাঁরা হলেন মিলন বাদ্যকর, চন্দন রাজোয়াড় , গণেশ রাজোয়াড় , স্বপন রাজোয়াড়, অজিত মাহাত, ধীরেন ধর । দুর্ঘটনার খবর গ্রামে পৌঁছাতেই মৃতদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া l মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন মন্ত্রী শান্তিরাম মাহাত ও জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দোপাধ্যায় । একইসঙ্গে রাজ্য সরকারের তরফে 2 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথাও জানান তাঁরা l
দুমদুমির বাসিন্দা মৃত মিলন বাদ্যকরের বাবা অমৃত বাদ্যকর বলেন, " মাধ্যমিক পাশ করার পর কয়েকমাস আগে গ্রামের এক বন্ধুর সঙ্গে রাজস্থানে কাজ করতে গেছিল মিলন l তারপর মাসে মাসে বাড়িতে টাকাও পাঠাত l হঠাৎ লকডাউন জারি হওয়ায় বন্ধ হয়ে যায় কাজ l যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এতদিন বাড়ি ফিরতে পারেনি l এরপর পরশু জানায় সে ট্রাকে করে বাড়ি ফিরবে l কালকেও কথা হয়েছিল l এরপর আজ বেলার দিকে খবর পাই ছেলে পথ দুর্ঘটনায় মারা গেছে l এই খবর শুনে বিশ্বাস করতে পারিনি l ছেলের আর বাড়ি ফেরা হল না l" মৃত চন্দন রাজোয়াড়ের বাবা ভিক্ষাকর রাজোয়াড় বলেন, " পরিবারের অবস্থা খুবই খারাপ l অভাব অনটনের মধ্যেই পুরুলিয়া শহরের জগন্নাথ কিশোর মহাবিদ্যালয়ে স্নাতকোত্তর লাভ করার পরও ছেলে কোনও কাজ জোটাতে পারেনি l তাই বাধ্য হয়ে শেষে রাজস্থানের কারখানায় শ্রমিকের কাজ করতে যায় কয়েকমাস আগে l কিন্তু আর বাড়ি ফেরা হল না l আজকে শুনলাম ছেলে পথ দুর্ঘটনায় মারা গেছে l"
মৃতদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন মন্ত্রী শান্তিরাম মাহাত l তাঁদের সঙ্গে কথা বলেন তিনি l একইসঙ্গে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতি পরিবারকে 2 লাখ টাকা দেওয়ার কথাও জানান l তিনি বলেন, " বর্তমানে লকডাউনের জেরে সারা দেশেই ভিনরাজ্যের শ্রমিকেরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন । কিন্তু কোনও পরিকল্পনা না করেই তাঁদের বাড়ি ফেরানোর এই উদ্যোগের ফলেই এই ধরেনর ঘটনা ঘটছে l আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মৃতদের পরিবারকে সমবেদনা জানালাম l একইসঙ্গে মুখ্যমন্ত্রী প্রতি পরিবারকে 2 লাখ করে টাকা দেওয়ার কথাও ঘোষণা করেছে l আমরা মৃতদের পরিবারের পাশে আছি l"