ETV Bharat / state

দিদিও চণ্ডীপাঠ করছেন, এটাই পরিবর্তন : যোগী আদিত্যনাথ - দিদিও চণ্ডীপাঠ করছেন, এটাই পরিবর্তন : যোগী আদিত্যানাথ

পুরুলিয়ার বলরামপুরে বিজেপি প্রার্থী বাণেশ্বর মাহাতর সমর্থনে এসে বিশ্বাসের সুরে তিনি বলেন, "2 মে তৃণমূল সরকারের বিদায় সুনিশ্চিত ।"

পুরুলিয়ার সভায় যোগী আদিত্যনাথ
পুরুলিয়ার সভায় যোগী আদিত্যনাথ
author img

By

Published : Mar 16, 2021, 2:57 PM IST

পুরুলিয়া, 16 মার্চ : "বাংলায় পরিবর্তন হয়েই গিয়েছে ৷ কারণ মমতা দিদিও চণ্ডীপাঠ করছেন ৷ এখানেই বিজেপি পরিবর্তন করে দিয়েছে ৷" পুরুলিয়ার বলরামপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ যোগীর কথা, মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধিরা মন্দিরে গিয়ে ভগবানের শরণাপন্ন হচ্ছেন ৷ এটাই নতুন ভারত ৷

বক্তব্যের মাঝে তৃণমূল নেত্রীকে একহাত নিয়ে তিনি বলেন, "মমতা দিদি জয় শ্রীরাম শুনলে রেগে যান । আর এখানে আমাকে জয় শ্রী রাম বলেই স্বাগত জানানো হয়েছে । এখন মমতা দিদিও মন্দিরে গিয়ে চণ্ডীপাঠ করছেন । এটাই পরিবর্তন, এটাই নতুন ভারত । প্রত্যেক মানুষকে ভগবানের স্মরণে যেতেই হবে ।" একইসঙ্গে রাহুল গান্ধি প্রসঙ্গে তিনি বলেন, "কংগ্রেস নেতা রাহুল গান্ধিও নির্বাচনের সময় মন্দিরে যান । মন্দিরে গিয়ে নমাজ পড়ার মতো বসে পড়েন । মন্দিরে কীভাবে বসতে হয় সেটাও জানেন না ।"

আরও পড়ুন : প্রার্থী নিয়ে বাড়ছে ক্ষোভ, রাজ্য নেতৃত্বের সঙ্গে রাতভর বৈঠক শাহর

তাঁর অভিযোগ, স্বাধীনতার পর থেকে কংগ্রেস, সিপিএম আর বর্তমানে তৃণমূল সরকার বাংলাকে খোকলা করে দিয়েছে । পুরুলিয়ার বলরামপুরে বিজেপি প্রার্থী বাণেশ্বর মাহাতর সমর্থনে এসে বিশ্বাসের সুরে তিনি বলেন, "2 মে তৃণমূল সরকারের বিদায় সুনিশ্চিত । বাংলায় সরকার গড়বে বিজেপি ৷" পাশাপাশি পুরুলিয়ায় রাজনৈতিক হিংসায় প্রাণ হারানো তিন বিজেপি কর্মী হরিরাম মাহাত, কামিনী টুডু এবং মণিকা কুমারের কথা উল্লেখ করেন তিনি ৷ বলেন, "বিজেপি ক্ষমতায় এলে দোষীদের অবশ্যই সাজা হবে ৷"

পুরুলিয়ার সভায় যোগী আদিত্যনাথ

বিজেপি সরকারের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের নামে প্রশংসা করে তিনি বলেন, "'সবকা সাথ সবকা বিকাশ মোদিজির মন্ত্রে গরিব মানুষকে বাড়িঘর, বিদ্যুৎ সুবিধা, কৃষকদের সম্মান দিয়েছে ৷ তৃণমূল সরকার কেন্দ্র সরকারের সুযোগ সুবিধা থেকে বাংলাকে বঞ্চিত করে রেখেছে । বাংলাকে তৃণমূল, কমিউনিস্ট আর কংগ্রেসের গুন্ডাগিরির রাজ্য হতে দেওয়া যাবে না । আর তাই আরও একবার সবাইকে লড়াইয়ের পথে নামতে হবে ।"

পুরুলিয়া, 16 মার্চ : "বাংলায় পরিবর্তন হয়েই গিয়েছে ৷ কারণ মমতা দিদিও চণ্ডীপাঠ করছেন ৷ এখানেই বিজেপি পরিবর্তন করে দিয়েছে ৷" পুরুলিয়ার বলরামপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ যোগীর কথা, মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধিরা মন্দিরে গিয়ে ভগবানের শরণাপন্ন হচ্ছেন ৷ এটাই নতুন ভারত ৷

বক্তব্যের মাঝে তৃণমূল নেত্রীকে একহাত নিয়ে তিনি বলেন, "মমতা দিদি জয় শ্রীরাম শুনলে রেগে যান । আর এখানে আমাকে জয় শ্রী রাম বলেই স্বাগত জানানো হয়েছে । এখন মমতা দিদিও মন্দিরে গিয়ে চণ্ডীপাঠ করছেন । এটাই পরিবর্তন, এটাই নতুন ভারত । প্রত্যেক মানুষকে ভগবানের স্মরণে যেতেই হবে ।" একইসঙ্গে রাহুল গান্ধি প্রসঙ্গে তিনি বলেন, "কংগ্রেস নেতা রাহুল গান্ধিও নির্বাচনের সময় মন্দিরে যান । মন্দিরে গিয়ে নমাজ পড়ার মতো বসে পড়েন । মন্দিরে কীভাবে বসতে হয় সেটাও জানেন না ।"

আরও পড়ুন : প্রার্থী নিয়ে বাড়ছে ক্ষোভ, রাজ্য নেতৃত্বের সঙ্গে রাতভর বৈঠক শাহর

তাঁর অভিযোগ, স্বাধীনতার পর থেকে কংগ্রেস, সিপিএম আর বর্তমানে তৃণমূল সরকার বাংলাকে খোকলা করে দিয়েছে । পুরুলিয়ার বলরামপুরে বিজেপি প্রার্থী বাণেশ্বর মাহাতর সমর্থনে এসে বিশ্বাসের সুরে তিনি বলেন, "2 মে তৃণমূল সরকারের বিদায় সুনিশ্চিত । বাংলায় সরকার গড়বে বিজেপি ৷" পাশাপাশি পুরুলিয়ায় রাজনৈতিক হিংসায় প্রাণ হারানো তিন বিজেপি কর্মী হরিরাম মাহাত, কামিনী টুডু এবং মণিকা কুমারের কথা উল্লেখ করেন তিনি ৷ বলেন, "বিজেপি ক্ষমতায় এলে দোষীদের অবশ্যই সাজা হবে ৷"

পুরুলিয়ার সভায় যোগী আদিত্যনাথ

বিজেপি সরকারের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের নামে প্রশংসা করে তিনি বলেন, "'সবকা সাথ সবকা বিকাশ মোদিজির মন্ত্রে গরিব মানুষকে বাড়িঘর, বিদ্যুৎ সুবিধা, কৃষকদের সম্মান দিয়েছে ৷ তৃণমূল সরকার কেন্দ্র সরকারের সুযোগ সুবিধা থেকে বাংলাকে বঞ্চিত করে রেখেছে । বাংলাকে তৃণমূল, কমিউনিস্ট আর কংগ্রেসের গুন্ডাগিরির রাজ্য হতে দেওয়া যাবে না । আর তাই আরও একবার সবাইকে লড়াইয়ের পথে নামতে হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.