পুরুলিয়া, 5 ফেব্রুয়ারি: পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদারকে অকথ্য ভাষায় গালিগালাজ করছেন জেলা পরিষদের কো-মেন্টর জয় বন্দ্যোপাধ্যায় (viral video) । সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এইরকমই একট ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য । গত বুধবার রাতে সল্টলেকের পুরুলিয়া ভবনে এই ঘটনাটি ঘটেছে (Viral Video of TMC Leader) । ভিডিয়োর সত্যতা যাচাই করনি ইটিভি ভারত।
আরও পড়ুন: Viral Video of TMC Leader : সাংসদ অপরূপা পোদ্দারের স্বামীর ভাইরাল ভিডিয়ো, অস্বস্তিতে রিষড়া তৃণমূল
গত বুধবার নেতাজি ইন্ডোরে তৃণমূলের সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে । এই নির্বাচন প্রক্রিয়ায় যোগ দিতেই মঙ্গলবার পুরুলিয়া ভবনে এসেছিলেন স্থানীয় জেলা পরিষদের সদস্য, সহ-মেন্টর ও কো-মেন্টররা । বুধবার নেতাজি ইন্ডোরের সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া শেষ হলে তাঁরা পুনরায় সল্টলেকের পুরুলিয়া ভবনে ফিরে যান । এরপর বুধবার মধ্যরাতে জয় বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করতে দেখা যায় জেলাশাসক রাহুল মজুমদারকে (Viral Video of TMC Leader) । ভিডিওতে দেখা গিয়েছে, জেলাশাসক রাহুল মজুমদারের দুই নিরাপত্তারক্ষীদের সামনেই জেলা পরিষদের কো-মেন্টর জয় বন্দ্যোপাধ্যায় তাঁকে অকথ্য ভাষায় কথা বলেছেন (co-mentor jay banerjee)। সেই সময় জয় বন্দ্যোপাধ্যায় নিজেকে তৃণমূলের নেতা বলে পরিচয় দেন ।
প্রসঙ্গত, পুরুলিয়া ভবনের অথরিটি পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় ও জেলাশাসক রাহুল মজুমদার । জেলাশাসকই হলেন জেলা পরিষদের এক্সিকিউটিভ অফিসার । ভাইরাল হওয়া ভিডিয়ো নিয়ে জয় বন্দ্যোপাধ্যায় এবং জেলাশাসক রাহুল মজুমদার মুখ খোলেননি (Viral Video of TMC Leader) ।