ETV Bharat / state

নম্বর ভাইরাল! 'জয়শ্রীরাম' বার্তা এ বার মুখ্যমন্ত্রীর ফোনে

মুখ্যমন্ত্রীর ফোন নম্বর ভাইরাল । 'জয়শ্রীরাম' লিখে মেসেজ পাঠানোর আবেদন । সঙ্গে ভাইরাল একাধিক প্রথম সারির তৃণমূল নেতা-নেত্রীর ফোন নম্বর

মমতা
author img

By

Published : Jun 5, 2019, 6:21 PM IST

পুরুলিয়া, 5 জুন : BJP-র পর এবার তৃণমূল । তৃণমূল নেতৃত্বের ফোন নম্বর ছড়িয়ে পড়ল সোশাল মিডিয়ায়। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু আধিকারী, ফিরহাদ হাকিম, পার্থ চট্টোপাধ্যায়, সৌগত রায়, শতাব্দী রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দীপক অধিকারী (দেব), সুব্রত বক্সী, সুব্রত মুখোপাধ্যায়-সহ একাধিক তৃণমূল নেতা-নেত্রীর মোবাইল নম্বর ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায় ।

tmc
মমতা বন্দোপাধ্য়ায়

হোয়াটসঅ্যাপ, ফেসবুকে এখন তৃণমূল নেতা-নেত্রীদের মোবাইলে 'জয়শ্রীরাম' লিখে মেসেজের ছড়াছড়ি । সঙ্গে রয়েছে বর্তমান রাজ্য সরকারের একাধিক পদক্ষেপের সমালোচনা ।

tmc
অভিষেক বন্দোপাধ্য়ায়

বার্তাগুলিতে লেখা রয়েছে, 'উন্নয়নের এ কী হাল...', 'বাংলায় কর্মশ্রী না পাওয়া যুবক যদি হও এখনই লিখুন জয়শ্রীরাম', 'TMC-র এ কী হাল, সরকারে থেকেও লজ্জাজনক, হার জয়শ্রীরাম', 'চপ শিল্পের এ কী হাল, বাংলায় এবার মোদি... জয়শ্রীরাম'

tmc
শুভেন্দু অধিকারী

'জয়শ্রীরাম' স্লোগানকে কেন্দ্র করে বাংলার রাজনৈতিক মহলে এখন বিতর্ক তুঙ্গে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই স্লোগান শুনে মেজাজ হারিয়েছেন একাধিকবার । এই নিয়ে সোশাল মিডিয়ায় তাঁকে ট্রোলও করা হয়েছে ।

tmc
পার্থ চট্টোপাধ্য়ায়

নবনির্বাচিত BJP সাংসদ অর্জুন সিং ও তাঁর অনুগামীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে 10 লাখ 'জয়শ্রীরাম' লেখা পোস্টকার্ড পাঠানোর কাজ শুরু করেছেন । পাল্টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঠিকানায় 10 লক্ষ 'জয় হিন্দ, জয় বাংলা, জয় মমতা বন্দ্যোপাধ্যায়' লেখা পোস্ট কার্ড পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল ।

tmc
সৌগত রায়

BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সাংসদ বাবুল সুপ্রিয়, সাংসদ লকেট চট্টোপাধ্যায়, সাংসদ অর্জুন সিং-এর ব্যক্তিগত মোবাইলে 'জয় হিন্দ, জয় বাংলা, জয় মমতা বন্দ্যোপাধ্যায়' লিখে বার্তা পাঠানোর আবেদন জানান হয় সোশাল মিডিয়ায়। ইতিমধ্যেই সকলেরই মোবাইলে মেসেজও আসতে শুরু করেছে l BJP নেতা-নেত্রীরাও 'জয় হিন্দ, জয় বাংলা' বার্তার উত্তরে সকলকে ধন্যবাদ জানিয়েছেন l

পুরুলিয়া, 5 জুন : BJP-র পর এবার তৃণমূল । তৃণমূল নেতৃত্বের ফোন নম্বর ছড়িয়ে পড়ল সোশাল মিডিয়ায়। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু আধিকারী, ফিরহাদ হাকিম, পার্থ চট্টোপাধ্যায়, সৌগত রায়, শতাব্দী রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দীপক অধিকারী (দেব), সুব্রত বক্সী, সুব্রত মুখোপাধ্যায়-সহ একাধিক তৃণমূল নেতা-নেত্রীর মোবাইল নম্বর ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায় ।

tmc
মমতা বন্দোপাধ্য়ায়

হোয়াটসঅ্যাপ, ফেসবুকে এখন তৃণমূল নেতা-নেত্রীদের মোবাইলে 'জয়শ্রীরাম' লিখে মেসেজের ছড়াছড়ি । সঙ্গে রয়েছে বর্তমান রাজ্য সরকারের একাধিক পদক্ষেপের সমালোচনা ।

tmc
অভিষেক বন্দোপাধ্য়ায়

বার্তাগুলিতে লেখা রয়েছে, 'উন্নয়নের এ কী হাল...', 'বাংলায় কর্মশ্রী না পাওয়া যুবক যদি হও এখনই লিখুন জয়শ্রীরাম', 'TMC-র এ কী হাল, সরকারে থেকেও লজ্জাজনক, হার জয়শ্রীরাম', 'চপ শিল্পের এ কী হাল, বাংলায় এবার মোদি... জয়শ্রীরাম'

tmc
শুভেন্দু অধিকারী

'জয়শ্রীরাম' স্লোগানকে কেন্দ্র করে বাংলার রাজনৈতিক মহলে এখন বিতর্ক তুঙ্গে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই স্লোগান শুনে মেজাজ হারিয়েছেন একাধিকবার । এই নিয়ে সোশাল মিডিয়ায় তাঁকে ট্রোলও করা হয়েছে ।

tmc
পার্থ চট্টোপাধ্য়ায়

নবনির্বাচিত BJP সাংসদ অর্জুন সিং ও তাঁর অনুগামীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে 10 লাখ 'জয়শ্রীরাম' লেখা পোস্টকার্ড পাঠানোর কাজ শুরু করেছেন । পাল্টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঠিকানায় 10 লক্ষ 'জয় হিন্দ, জয় বাংলা, জয় মমতা বন্দ্যোপাধ্যায়' লেখা পোস্ট কার্ড পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল ।

tmc
সৌগত রায়

BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সাংসদ বাবুল সুপ্রিয়, সাংসদ লকেট চট্টোপাধ্যায়, সাংসদ অর্জুন সিং-এর ব্যক্তিগত মোবাইলে 'জয় হিন্দ, জয় বাংলা, জয় মমতা বন্দ্যোপাধ্যায়' লিখে বার্তা পাঠানোর আবেদন জানান হয় সোশাল মিডিয়ায়। ইতিমধ্যেই সকলেরই মোবাইলে মেসেজও আসতে শুরু করেছে l BJP নেতা-নেত্রীরাও 'জয় হিন্দ, জয় বাংলা' বার্তার উত্তরে সকলকে ধন্যবাদ জানিয়েছেন l

Intro:পুরুলিয়া : বিজেপির বাবুল সুপ্রিয়, অর্জুন সিং, দিলীপ ঘোষের পর এবার তৃণমূলের মমতা ব্যানার্জী, অভিষেক ব্যানার্জী, শুভেন্দু আধিকারি, ফিরহাদ হাকিম, পার্থ চ্যাটার্জী, সৌগত রায়, শতাব্দী রায়, কল্যাণ ব্যানার্জী, দীপক অধিকারী (দেব), সুব্রত বক্সী, সুব্রত মুখার্জী সহ একাধিক তৃণমূল নেতা-নেত্রীর পার্সোনাল মোবাইল নম্বর ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায় l হোয়াটস্যাপ, ফেসবুক সহ একাধিক গণমাধ্যমে এখন ভিভিআইপি নেতা-নেত্রীদের মোবাইল নম্বর সহ "জয় শ্রী রাম" লেখার আবেদনে ছড়াছড়ি l একই সঙ্গে ওই মোবাইল নম্বরের সাথে সাথে "জয় শ্রী রাম" ম্যাসেজ করারও আবেদন জানানো হয়েছে l এছাড়াও ভাইরাল ওই নম্বরের সাথে রয়েছে বর্তমান রাজ্য সরকারের একাধিক অনুন্নয়নের তকমা l ওই ম্যাসেজগুলিতে লেখা রয়েছে "উন্নয়নের একই হাল পিসির মাথা গোলমাল", "বাংলাকে মিনি পাকিস্তান করতে না চাইলে এখুনি লিখুন জয় শ্রী রাম", "বাংলায় কর্মশ্রী না পাওয়া যুবক যদি হও এখুনি লিখুন জয় শ্রী রাম", "TMC-র একই হাল, সরকারে থেকেও লজ্জাজনক হার জয় শ্রী রাম", "চপ শিল্পের একি হাল বাংলায় এবার মোদী জওয়ার জয় শ্রী রাম" lBody:প্রসঙ্গত, "জয় শ্রীরাম" স্লোগানকে কেন্দ্র করে বাংলার রাজনৈতিক মহলে এখন বিতর্ক তুঙ্গে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই স্লোগান শুনে মেজাজ হারিয়েছেন একাধিকবার । এই নিয়ে সোশাল মিডিয়ায় তাঁকে ট্রোলও করা হয়েছে । এই ঘটনার পরই নবনির্বাচিত BJP সাংসদ অর্জুন সিং ও তাঁর অনুগামীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে 10 লাখ "জয় শ্রীরাম" লেখা পোস্টকার্ড পাঠানোর কাজ শুরু করেছেন । পাল্টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিকট 10 লক্ষ "জয় হিন্দ, জয় বাংলা, জয় মমতা ব্যানার্জী" লেখা পোস্ট কার্ড পাঠানোর সিদ্ধান্ত নিয়েছ তৃণমূল l এমনকি বিজেপি রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, সাংসদ বাবুল সুপ্রিয়, সাংসদ লকেট চ্যাটার্জী, সাংসদ অর্জুন সিং-এর পার্সোনাল মোবাইল নম্বর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে "জয় হিন্দ, জয় বাংলা, জয় মমতা ব্যানার্জী" লিখে ম্যাসেজ পাঠানোর আবেদন জানানোর ঘটনাও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় l এই ঘটনায় সকলেরই মোবাইলে শতাধিক ম্যাসেজও আসতে শুরু করেছে l বিজেপি নেতা-নেত্রীরাও "জয় হিন্দ, জয় বাংলা" ম্যাসেজ আসায় পাল্টা ধন্যবাদও জানিয়েছেন l Conclusion:সোশ্যাল মিডিয়ায় ভিভিআইপি নেতানেত্রীদের পার্সোনাল মোবাইল নম্বর লিক করার ঘটনা যেন থামতেই চায় না l সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে একে অপরের গায়ে ম্যাসেজ-পাল্টা ম্যাসেজ ছোড়াছুড়ির ঘটনা এখন তুঙ্গে l এবার তৃণমূল সুপ্রিমো, সহ যুব সভাপতি, কলকাতার মেয়র, জঙ্গলমহলের বিশেষ পর্যবেক্ষক, বাঙালি তারকা দেব, শতাব্দী রায়ের মোবাইল নম্বরে নয়ছয় হয়ে গিয়েছে হোয়াটস্যাপ, ফেসবুক সহ একাধিক গণমাধ্যম l বর্তমান প্রজন্মে আট থেকে আসি সকলেরই হাতে রয়েছে এন্ড্রয়েড মোবাইল l তাই উৎসাহিত ভাবে ঐসব ম্যাসেজ ভাইরালও হচ্ছে খুব দ্রুত l
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.