ETV Bharat / state

পিপিই কিট পরে কোভিড রোগীদের পরিষেবা দিচ্ছে পুরুলিয়ার দুই টোটোচালক - পিপিই কিট পরে কোভিড রোগীদের পরিষেবা দিচ্ছে টোটোচালক

অ্যাম্বুলেন্সের চাহিদা মেটাতে টোটো নিয়ে রাস্তায় নামলেন দুই টোটো চালক ৷ 24 ঘণ্টা পিপিই কিট পরেই করোনা রোগীদের হাসপাতালে পৌঁছে দেওয়ার দায়ে ভার নিয়েছেন তাঁরা ৷

two toto drivers put on ppe kit and gives services to covid 19 patient
two toto drivers put on ppe kit and gives services to covid 19 patient
author img

By

Published : May 15, 2021, 12:45 PM IST

পুরুলিয়া , 15 মে : অ্যাম্বুলেন্সের চাহিদা মেটাতে টোটো নিয়ে রাস্তায় নামলেন দুই টোটো চালক ৷ তাঁদের নাম সমর কান্তি কর্মকার আর আব্দুল রফিক । 24 ঘণ্টা পিপিই কিট পরেই করোনা রোগীদের হাসপাতালে পৌঁছে দেওয়ার ভার নিয়েছেন তাঁরা ৷

পুরুলিয়া জেলা জুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ ৷ বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতে নারাজ প্রায় সকলেই ৷ এরই মধ্য়ে রাজ্যজুড়ে ঘোষিত হয়েছে আংশিক লকডাউন ৷

two toto drivers put on ppe kit and gives services to covid 19 patient
পিপিই কিট পরে কোভিড রোগীদের পরিষেবা দিচ্ছেন দুই টোটোচালক

ফলে করোনা আক্রান্ত রোগীর সংখ্য়া যে হারে বাড়ছে , সেই হারে পাওয়া যাচ্ছে না অ্যাম্বুলেন্স ৷ আর এই অবস্থা কাটিয়ে তোলার উদ্দ্যেশেই এবার পথে নামলেন দুই টোটো চালক ৷

পিপিই কিট পরে কোভিড রোগীদের পরিষেবা দিচ্ছে পুরুলিয়ার দুই টোটোচালক

আরও পড়ুন : নন্দীগ্রামে রাজ্যপাল, স্বাগত শুভেন্দুর

তপ্ত গরমেও 24 ঘণ্টা পিপিই কিট পরে করোনা রোগীদের হাসপাতালে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছেন এঁরা ৷ কোভিড আক্রান্ত হলেই এঁদের নম্বরে একবার ফোন করলেই টোটো পৌঁছে যাবে একেবারে দোড়গোড়ায় । দেশজুড়ে চলা এই ভয়াবহ পরিস্থিতিতে করোনা যোদ্ধা হিসেবে সামিল হতে পেরে গর্বিত তাঁরা ৷

পুরুলিয়া , 15 মে : অ্যাম্বুলেন্সের চাহিদা মেটাতে টোটো নিয়ে রাস্তায় নামলেন দুই টোটো চালক ৷ তাঁদের নাম সমর কান্তি কর্মকার আর আব্দুল রফিক । 24 ঘণ্টা পিপিই কিট পরেই করোনা রোগীদের হাসপাতালে পৌঁছে দেওয়ার ভার নিয়েছেন তাঁরা ৷

পুরুলিয়া জেলা জুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ ৷ বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতে নারাজ প্রায় সকলেই ৷ এরই মধ্য়ে রাজ্যজুড়ে ঘোষিত হয়েছে আংশিক লকডাউন ৷

two toto drivers put on ppe kit and gives services to covid 19 patient
পিপিই কিট পরে কোভিড রোগীদের পরিষেবা দিচ্ছেন দুই টোটোচালক

ফলে করোনা আক্রান্ত রোগীর সংখ্য়া যে হারে বাড়ছে , সেই হারে পাওয়া যাচ্ছে না অ্যাম্বুলেন্স ৷ আর এই অবস্থা কাটিয়ে তোলার উদ্দ্যেশেই এবার পথে নামলেন দুই টোটো চালক ৷

পিপিই কিট পরে কোভিড রোগীদের পরিষেবা দিচ্ছে পুরুলিয়ার দুই টোটোচালক

আরও পড়ুন : নন্দীগ্রামে রাজ্যপাল, স্বাগত শুভেন্দুর

তপ্ত গরমেও 24 ঘণ্টা পিপিই কিট পরে করোনা রোগীদের হাসপাতালে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছেন এঁরা ৷ কোভিড আক্রান্ত হলেই এঁদের নম্বরে একবার ফোন করলেই টোটো পৌঁছে যাবে একেবারে দোড়গোড়ায় । দেশজুড়ে চলা এই ভয়াবহ পরিস্থিতিতে করোনা যোদ্ধা হিসেবে সামিল হতে পেরে গর্বিত তাঁরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.