পুরুলিয়া, 28 অগস্ট: পুরুলিয়া শহরের (Purulia town) এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে পরিচারিকার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। রবিবার সন্ধ্যায় দর্জি পাড়া এলাকার একটি বাড়ি থেকে পরিচারিকার দেহ উদ্ধার করে পুলিশ। জানা গিয়েছে তাঁর নাম পার্বতী বাদ্যকর (52)। খুনের ঘটনা বলেই প্রাথমিক অনুমান পুলিশ এবং প্রতিবেশীদের ৷ ওই পরিচারিকার বাড়ি পুরুলিয়া শহরের পোকাবাঁধ পাড়ায়। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে বাড়ির মালকিন নন্দিতা দাস সরকারকেও। এই ঘটনায় এখনও পর্যন্ত 2 জনকে আটক করেছে পুলিশ (Two detained in a murder incident in Purulia town) ৷
নন্দিতা আপাতত আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। মৃতা পার্বতী দেবীর ভাইপো শিবা বাদ্যকর বলেন, "আমার কাকিমা নিয়মিত ওই বাড়িতে কাজে যেতেন ৷ কিন্তু আজ তাঁকে কে বা কারা কেন মারল বুঝতে পারছি না। আমার কাকিমা ওদের বাড়িতে মৃত অবস্থায় পড়ে ছিল ৷ স্থানীয় মানুষজনদের কাছে জানতে পেরে আমরা যাই সেখানে।" তিনি আরও জানান, বিকেল পৌনে পাঁচটার সময় খবর আসে। ঘটনার সঠিক তদন্ত দাবি করে দোষীদের শাস্তি দেওয়া হোক বলেও দাবি করেন তিনি ৷
আরও পড়ুন: তপন কান্দু খুনের মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু, পরবর্তী শুনানি 21 সেপ্টেম্বর
ওই বাড়িতে সম্প্রতি কাজে নিযুক্ত হন দু'জন কাঠ মিস্ত্রি ৷ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে পুরুলিয়া জেলা পুলিশ সুপার বলেন, "নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হবে। ঘটনার তদন্ত শুরু হয়েছে । আপাতত দু'জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।"