পুরুলিয়া, ৫ মার্চ : ব্যাঙ্ক ডাকাতি রুখলেনদুই সিভিক ভলান্টিয়ার। তাঁদের নাম মোহিত পাত্র ও সঞ্জিত বাউরি। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার নিতুরিয়া এলাকায়।
গতকাল একদল দুষ্কৃতী ডাকাতির উদ্দেশ্যে গোবাগ মল্লভূম গ্রামীণ বিকাশ ব্যাঙ্কে ঢুকে পড়ে। সেই সময় মোহিত পাত্র ও তাঁর সহকর্মী সঞ্জিত বাউরি গোবাগ কৃষিমান্ডি বাজার ও ব্যাঙ্ক এলাকায় ডিউটিতে ছিলেন। মোহিত টহল দেওয়ার সময় হঠাৎ দেখেন, ব্যাঙ্কের প্রাচীরে একজন বসে রয়েছে। তাকে ধরতেই ধস্তাধস্তি শুরু হয়। এই সময় ফোন করে থানায় বিষয়টি জানিয়ে দেয় সঞ্জিত বাউরি। সেইসময় মোহিতবাবুকে অন্য এক দুষ্কৃতী লাঠি দিয়ে মাথায় আঘাত করে ব্যাঙ্ক থেকে নিতুরিয়া ব্লকের রাস্তায় টেনে নিয়ে যায়। এবং তাঁর মোবাইলের ব্যাটারি খুলে নেয়। ঘটনাস্থানে পুলিশ পৌঁছানোর আগেই দুষ্কৃতীরা পালিয়ে যায়।
ব্যাঙ্কের ম্যানেজার বলেন, "তেমন কিছু ক্ষতি হয়নি। তবে লাইনের তার কেটে নষ্ট করে দিয়েছে।"
নিতুরিয়া থানার পুলিশ জানায়, তদন্ত শুরু হয়েছে।
বছর দেড়েক আগেও গোবাগ লাগোয়া রামকানালি ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় সিঁধ কেটে ভিতরে ঢুকে ভল্ট ভাঙতে পারেনি বলে ডাকাত দল ফিরে গিয়েছিল।