ETV Bharat / state

ব্যাঙ্ক ডাকাতি রুখলেন ২ সিভিক ভলান্টিয়ার - bank

পুরুলিয়াতে ব্যাঙ্ক ডাকাতি রুখলেন দুই সিভিক ভলান্টিয়ার।

সিভিক ভলান্টিয়ার মোহিত পাত্র
author img

By

Published : Mar 5, 2019, 1:15 PM IST

পুরুলিয়া, ৫ মার্চ : ব্যাঙ্ক ডাকাতি রুখলেনদুই সিভিক ভলান্টিয়ার। তাঁদের নাম মোহিত পাত্র ও সঞ্জিত বাউরি। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার নিতুরিয়া এলাকায়।

গতকাল একদল দুষ্কৃতী ডাকাতির উদ্দেশ্যে গোবাগ মল্লভূম গ্রামীণ বিকাশ ব্যাঙ্কে ঢুকে পড়ে। সেই সময় মোহিত পাত্র ও তাঁর সহকর্মী সঞ্জিত বাউরি গোবাগ কৃষিমান্ডি বাজার ও ব্যাঙ্ক এলাকায় ডিউটিতে ছিলেন। মোহিত টহল দেওয়ার সময় হঠাৎ দেখেন, ব্যাঙ্কের প্রাচীরে একজন বসে রয়েছে। তাকে ধরতেই ধস্তাধস্তি শুরু হয়। এই সময় ফোন করে থানায় বিষয়টি জানিয়ে দেয় সঞ্জিত বাউরি। সেইসময় মোহিতবাবুকে অন্য এক দুষ্কৃতী লাঠি দিয়ে মাথায় আঘাত করে ব্যাঙ্ক থেকে নিতুরিয়া ব্লকের রাস্তায় টেনে নিয়ে যায়। এবং তাঁর মোবাইলের ব্যাটারি খুলে নেয়। ঘটনাস্থানে পুলিশ পৌঁছানোর আগেই দুষ্কৃতীরা পালিয়ে যায়।

ব্যাঙ্কের ম্যানেজার বলেন, "তেমন কিছু ক্ষতি হয়নি। তবে লাইনের তার কেটে নষ্ট করে দিয়েছে।"

নিতুরিয়া থানার পুলিশ জানায়, তদন্ত শুরু হয়েছে।

বছর দেড়েক আগেও গোবাগ লাগোয়া রামকানালি ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় সিঁধ কেটে ভিতরে ঢুকে ভল্ট ভাঙতে পারেনি বলে ডাকাত দল ফিরে গিয়েছিল।

পুরুলিয়া, ৫ মার্চ : ব্যাঙ্ক ডাকাতি রুখলেনদুই সিভিক ভলান্টিয়ার। তাঁদের নাম মোহিত পাত্র ও সঞ্জিত বাউরি। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার নিতুরিয়া এলাকায়।

গতকাল একদল দুষ্কৃতী ডাকাতির উদ্দেশ্যে গোবাগ মল্লভূম গ্রামীণ বিকাশ ব্যাঙ্কে ঢুকে পড়ে। সেই সময় মোহিত পাত্র ও তাঁর সহকর্মী সঞ্জিত বাউরি গোবাগ কৃষিমান্ডি বাজার ও ব্যাঙ্ক এলাকায় ডিউটিতে ছিলেন। মোহিত টহল দেওয়ার সময় হঠাৎ দেখেন, ব্যাঙ্কের প্রাচীরে একজন বসে রয়েছে। তাকে ধরতেই ধস্তাধস্তি শুরু হয়। এই সময় ফোন করে থানায় বিষয়টি জানিয়ে দেয় সঞ্জিত বাউরি। সেইসময় মোহিতবাবুকে অন্য এক দুষ্কৃতী লাঠি দিয়ে মাথায় আঘাত করে ব্যাঙ্ক থেকে নিতুরিয়া ব্লকের রাস্তায় টেনে নিয়ে যায়। এবং তাঁর মোবাইলের ব্যাটারি খুলে নেয়। ঘটনাস্থানে পুলিশ পৌঁছানোর আগেই দুষ্কৃতীরা পালিয়ে যায়।

ব্যাঙ্কের ম্যানেজার বলেন, "তেমন কিছু ক্ষতি হয়নি। তবে লাইনের তার কেটে নষ্ট করে দিয়েছে।"

নিতুরিয়া থানার পুলিশ জানায়, তদন্ত শুরু হয়েছে।

বছর দেড়েক আগেও গোবাগ লাগোয়া রামকানালি ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় সিঁধ কেটে ভিতরে ঢুকে ভল্ট ভাঙতে পারেনি বলে ডাকাত দল ফিরে গিয়েছিল।

WB_PRL_8001_BANK_DAKATI_RUKHLO_CIVIC_SHANTONU_ PIC (MOHIT PATRA).jpg

WB_PRL_8001_BANK_DAKATI_RUKHLO_CIVIC_SHANTONU_ PIC.jpg

পুরুলিয়াঃ পুরুলিয়ার নিতুরিয়ায় বড়সড় ব্যাঙ্ক ডাকাতি রুখল দুই সিভিক ভলান্টিয়ার্স।ডাকাতদের মারে আহত মোহিত পাত্র নামে এক সিভিক ভলান্টিয়ার্স।জানা যায়, মোহিত পাত্র ও তার সহকর্মী সঞ্জিত বাউরী মিলে এদিন গোবাগ কৃষিমান্ডি বাজার ও ব্যাঙ্ক এলাকায় ডিউটিতে ছিলেন।হঠাৎ দুপুর প্রায় ১:১৫ মিনিট নাগাদ একদল দুষ্কৃতী ডাকাতির উদ্দেশ্যে গোবাগ মল্লভূম গ্রামীন বিকাশ ব্যাঙ্কে ঢুকে।ঠিক সেই সময় মোহিত পাত্র টহল দিতে গিয়ে হঠাৎ দেখেন ব্যাঙ্কের প্রাচীরে কে একজন বসে রয়েছে।তারপরেই মোহিত বাবু তাকে ধরে ফেললে ধস্তাধস্তি শুরু হয়।এই অবসরে ফোন করে থানায় বিষয়টি জানিয়ে দেওয়া দেয় আরেন সিভিক সঞ্জিত বাউরী।অবস্থার বেগতিক দেখলে ব্যাঙ্ক থেকে ডাকাত দলের একজন লাঠি দিয়ে মোহিতের মাথায় আঘাত করে।ব্যাঙ্ক থেকে নিতুড়িয়া ব্লকের রাস্তায় টেনে নিয়ে যায় তাকে।তার মোবাইলের ব্যাটারি খুলে নেয়।তার কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।ততক্ষণে ডাকাতদল পালিয়ে যায়।দলে কতজন ছিলেন এব্যাপারে সঠিক কিছু বলতে না পারলেও তিনজনকে তারা দেখেছেন বলে জানান সিভিক দুই ভলান্টিয়ার্স।

ব্যাঙ্কের দুপাশেই ঘন জনবসতি।এরপরেও তালা ভেঙে ব্যাঙ্কের ভিতরে ঢুকলো অথচ কাকপক্ষীও টের পেল না ? নিতুড়িয়া পুলিশ সূত্রে জানানো হয় তদন্ত শুরু হয়েছে।ব্যাঙ্কের ম্যানেজার জানান তেমন কিছু খোয়া যায়নি তবে লাইনের তার কেটে নষ্ট করে দিয়েছে।উল্লেখ্য এক দেড় বছর পূর্বে গোবাগ লাগোয়া রামকানালী ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় সিঁধ কেটে ভিতরে ডুকে ভল্ট ভাঙতে পারেনি বলেই ডাকাত দল ফিরে গিয়েছিল।এবার রক্ষা পেল দুই সিভিকের সাহসীকতায়।  

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.