পুরুলিয়া, 29 অগস্ট: পুরুলিয়া শহরে স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে পরিচারিকা খুনের ঘটনার (Purulia Murder Case) কিনারা করেছে পুলিশ । খুনের 24 ঘণ্টার মধ্যেই গ্রেফতার দুই অভিযুক্ত (Two arrested in murder case of maid servant)। সোমবার অভিযুক্তদের নিজেদের হেফাজতে চেয়ে পুরুলিয়া জেলা আদালতে পেশ করেছে পুলিশ আধিকারিকরা ।
জানা গিয়েছে, ধৃত অভিযুক্তদের নাম ভিকি শর্মা এবং রাকেশ কুমার রজক । একজনের বাড়ি পুরুলিয়া শহরে এবং অপরজনের বাড়ি পুরুলিয়া মফঃস্বল থানার দুবচড়কায় । দুজনেই কাঠমিস্ত্রির কাজ করেন । মূলত টাকা চুরির জন্যই এই খুনের ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ ।
প্রসঙ্গত, গতকাল পুরুলিয়া শহরের দর্জি পাড়া এলাকায় স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে পরিচারিকার রক্তাক্ত দেহ উদ্ধার হয় । আহত হন স্বর্ণ ব্যবসায়ীর স্ত্রী ৷ মৃত পরিচারিকার নাম পার্বতী বাদ্যকার (55)। তাঁর বাড়ি পুরুলিয়া শহরের স্থানীয় পোকাবাঁধ পাড়া এলাকায় (Murder in Purulia) ।
আরও পড়ুন: পুরুলিয়া শহরে স্বর্ণ ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার পরিচারিকার দেহ
আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন স্বর্ণ ব্যবসায়ীর স্ত্রী বছর বাহান্নর নন্দিতা দাস কর্মকার । তাঁর স্বামী প্রদীপ দাস কর্মকার পেশায় স্বর্ণ ব্যবসায়ী ছিলেন । তাঁর একটি সোনার দোকান রয়েছে পুরুলিয়া শহরে । গোটা ঘটনায় খুনের মামলা রুজু করে তদন্তে নেমে দু'জনকে গ্রেফতার করেছে পুরুলিয়া সদর থানার পুলিশ ।