পুরুলিয়া, 2 এপ্রিল : কোরোনায় আক্রান্ত হয়েছে পুরুলিয়ার এক যুবক । এই ভুয়ো খবরটি সোশাল মিডিয়ায় পোস্ট করায় গ্রেপ্তার করা হল তিন যুবককে ৷ ধৃতরা হল পুরুলিয়ার আড়ষা থানার ঝুঝকার বাসিন্দা স্বরূপ মাহাত, হেঁসলা গ্রামের বাসিন্দা বিজয় কুইরি এবং সরোজ মাহাত ৷ ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ ৷
কয়েকদিন আগে ফেসবুকে একটি পোস্ট ছড়িয়ে পড়ে ৷ সেখানে বলা হয়, আড়ষা থানা এলাকায় কোরোনায় আক্রান্ত এক যুবক ৷ পোস্টটি করে বিজয় মাহাত নামে হেঁসলা গ্রামের এক বাসিন্দা ৷ ওই যুবক তার আরও ছয়জন বন্ধুদের ট্যাগ করে ওই পোস্টটিতে ৷ একইসঙ্গে সকলকে খবরটি শেয়ার করার আহ্বান জানান ৷ এই ভুয়ো খবর ছড়িয়ে পড়তেই জেলা জুড়ে কোরোনা আতঙ্ক আরও বেড়ে যায় ৷ দুদিন ধরে ক্রমাগত ওই পোস্টটি শেয়ারও হতে থাকে ৷
নজরে আসতেই ঘটনার তদন্তে নেমে আড়ষা থানার পুলিশ ওই যুবকদের গ্রেপ্তার করে ৷ অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 188, 153, 504, 120B ধারায় মামলা রুজু করেছে পুলিশ ৷