ETV Bharat / state

পুরুলিয়ায় তৈরি হচ্ছে চারটি বৃহৎ সৌরবিদ্যুৎ প্রকল্প

author img

By

Published : Feb 5, 2020, 11:49 PM IST

Updated : Feb 6, 2020, 12:46 AM IST

পুরুলিয়ায় সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য প্রকল্পের কাজ শুরু হয়েছে । ছড়রা, সাঁওতালডিহি, বাঘমুণ্ডি ও কাতলাগড়ে প্রকল্প শুরু হতে চলেছে । সৌরবিদ্যুৎ উৎপাদনের দিক দিয়ে এই জেলা অর্থনৈতিকভাবে উন্নতি লাভ করবে, আশাবাদী জেলা প্রশাসন ।

There are four major solar power projects in Purulia
চারটি বৃহৎ সৌরবিদ্যুৎ প্রকল্প পুরুলিয়ায়

পুরুলিয়া, 5 ফেব্রুয়ারি : পুরুলিয়ায় সৌরশক্তিকে কাজে লাগিয়ে ছড়রাতে সৌরবিদ্যুৎ উৎপাদনের কাজ চলেছে । বর্তমানে প্রকল্পের কাজ প্রায় শেষের দিকে । এই প্রকল্পে প্রায় 60 কোটি টাকা ব্যয় হয়েছে । প্রায় 44 একর জায়গাজুড়ে 24880টি সোলার প্লেট ইতিমধ্যেই বসানো হয়ে গিয়েছে । এই মুহূর্তে প্রতিদিন 40 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। প্রকল্পের কাজ শেষ হলেই 60 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে বলে আাশাবাদী ইঞ্জিনিয়ররা ।

ইতিমধ্যে পুরুলিয়ার সাঁওতালডিতেও সৌরবিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু হয়ে গিয়েছে । কেন্দ্রীয় বাজেট পেশের পর থেকে কৃষি অযোগ্য জমিতে সৌরবিদ্যুৎ উৎপাদনের উপর জোর দিয়েছে রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা এবং জেলা প্রশাসন । পুরুলিয়ায় ছড়রা এবং সাঁওতালডিহি ছাড়াও বাঘমুন্ডি ও মানবাজার ব্লকের কাতলাগড়া এলাকা বন্ধ্যাভূমি । তাই সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য এলাকাগুলিকে নির্বাচন করা হয়েছে ।

পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় সৌরবিদ্যুৎ উৎপাদন বিষয়ে জানান, "ছড়রা, সাঁওতালডিহিতে সৌরবিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু হয়েছে । পরবর্তীতে এই জেলার আরও দুটি স্থান বাঘমুণ্ডি এবং কাতলাগড়ে প্রকল্পের কাজ শুরু হবে । এর ফলে সৌরবিদ্যুৎ উৎপাদনে পুরুলিয়া জেলা অর্থনৈতিক দিক দিয়ে উন্নতি লাভ করবে ।"

এছাড়া জেলার সৌরবিদ্যুৎ উৎপাদন প্রকল্পের ইঞ্জিনিয়ার সুরজিৎ দেওঘরিয়া এবং প্রকল্পের পরিচারক তাপস কুমার মাহাতো বলেন, "সকল ঋতুতেই সূর্যের তাপ বেশি পরিমাণে থাকে । তাই সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য পুরুলিয়া জেলা খুবই উপযোগী । কৃষি অযোগ্য জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্পের কাজ পুরোপুরি ভাবে শেষ হলে, গোটা জেলায় বিদ্যুতের ঘাটতি পূরণ হবে ।"

পুরুলিয়া, 5 ফেব্রুয়ারি : পুরুলিয়ায় সৌরশক্তিকে কাজে লাগিয়ে ছড়রাতে সৌরবিদ্যুৎ উৎপাদনের কাজ চলেছে । বর্তমানে প্রকল্পের কাজ প্রায় শেষের দিকে । এই প্রকল্পে প্রায় 60 কোটি টাকা ব্যয় হয়েছে । প্রায় 44 একর জায়গাজুড়ে 24880টি সোলার প্লেট ইতিমধ্যেই বসানো হয়ে গিয়েছে । এই মুহূর্তে প্রতিদিন 40 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। প্রকল্পের কাজ শেষ হলেই 60 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে বলে আাশাবাদী ইঞ্জিনিয়ররা ।

ইতিমধ্যে পুরুলিয়ার সাঁওতালডিতেও সৌরবিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু হয়ে গিয়েছে । কেন্দ্রীয় বাজেট পেশের পর থেকে কৃষি অযোগ্য জমিতে সৌরবিদ্যুৎ উৎপাদনের উপর জোর দিয়েছে রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা এবং জেলা প্রশাসন । পুরুলিয়ায় ছড়রা এবং সাঁওতালডিহি ছাড়াও বাঘমুন্ডি ও মানবাজার ব্লকের কাতলাগড়া এলাকা বন্ধ্যাভূমি । তাই সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য এলাকাগুলিকে নির্বাচন করা হয়েছে ।

পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় সৌরবিদ্যুৎ উৎপাদন বিষয়ে জানান, "ছড়রা, সাঁওতালডিহিতে সৌরবিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু হয়েছে । পরবর্তীতে এই জেলার আরও দুটি স্থান বাঘমুণ্ডি এবং কাতলাগড়ে প্রকল্পের কাজ শুরু হবে । এর ফলে সৌরবিদ্যুৎ উৎপাদনে পুরুলিয়া জেলা অর্থনৈতিক দিক দিয়ে উন্নতি লাভ করবে ।"

এছাড়া জেলার সৌরবিদ্যুৎ উৎপাদন প্রকল্পের ইঞ্জিনিয়ার সুরজিৎ দেওঘরিয়া এবং প্রকল্পের পরিচারক তাপস কুমার মাহাতো বলেন, "সকল ঋতুতেই সূর্যের তাপ বেশি পরিমাণে থাকে । তাই সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য পুরুলিয়া জেলা খুবই উপযোগী । কৃষি অযোগ্য জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্পের কাজ পুরোপুরি ভাবে শেষ হলে, গোটা জেলায় বিদ্যুতের ঘাটতি পূরণ হবে ।"

Intro:পুরুলিয়া : পুরুলিয়া জেলায় সূর্যের প্রখরতা সব সময় বেশি l তাই সূর্য্যের এই তাপকে কাজে লাগিয়ে পুরুলিয়া 2 নম্বর ব্লকের ছড়রাতে তৈরী হচ্ছে সৌরবিদ্যুৎ প্রকল্প l প্রায় ৬০ কোটি টাকা ব্যায়ে এই প্রকল্পটি কাজ প্রায় শেষের মুখে l প্রায় 44 একর জায়গায় জুড়ে 24880 টি সোলার প্লেট ইতিমধ্যেই বসানো হয়ে গিয়েছে l বর্তমানে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে প্রতিদিন 40 মেগা ওয়াট l আগামি দিনে তা আরো বাড়বে বলে আাশাবাদী ইঞ্জনিয়াররা l ইতিমধ্যে পুরুলিয়ার সাঁওতালডিতেও একটি সৌরবিদ্যুৎ প্রকল্প শুরু হয়ে গিয়েছে l কেন্দ্রীয় বাজেটে অকৃষিযোগ্য জমির উপর সৌরশক্তি বিদ্যুৎ উৎপাদনের কথা বলতেই আরও তোড়জোড় শুরু হয়ে গেলো পুরুলিয়ায় l পুরুলিয়া 2 নম্বর ব্লকের ছড়রা এবং সাঁওতালডির পর এবার বাঘমুন্ডি ব্লক এলাকায় এবং মানবাজার ব্লকের কাতলাগড়া এলাকার বন্ধ্যাভূমিতে দুটি সৌরবিদ্যুৎ প্রকল্প তৈরী পরিকল্পনাও নেওয়া হয়েছে lBody:প্রকল্পের ইঞ্জিনিয়ার সুরজিৎ দেওঘরিয়া এবং এই কাজের দেখভালের দায়িত্বে থাকা তাপস কুমার মাহাতো জানান , "সৌরবিদ্যুত উৎপাদনের জন্য পুরুলিয়া জেলা সবচেয়ে বেশি ভালো l কারণ পুরুলিয়াতে সূর্যের তাপ সব ঋতুতেই বেশি l তাই ইতিমধ্যেই ছড়রাতর সৌরবিদ্যুৎ প্রকল্পের কাজ শেষের মুখে l যেহেতু শুধুমাত্র দিনের বেলাতেই সৌরশক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন সম্ভব তাই বর্তমানে প্রতিদিন 40 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে l প্রকল্পটি পুরোপুরি তৈরী হয়ে গেলে 60 মেগাওয়াটের উপর প্রতিদিন বিদ্যুৎ উৎপাদন হবে l এই রকমই একটি সৌরবিদ্যুৎ প্রকল্প তৈরিও হয়েছে সাঁওতালডিতে l আরও দুটি সৌরবিদ্যুৎ প্রকল্পের পরিকল্পনা নেওয়া হয়েছে জেলায় l এই চারটি প্রজেক্ট পুরোপুরি ভাবে তৈরী হয়ে গেলো গোটা জেলায় বিদ্যুতের ঘাটতি একদমই কমে যাবে l"Conclusion:এ বিষয়ে পুরুলিয়া জেলা পরিষদ সভাধিপতি সুজয় বন্দোপাধ্যায় জানান, "পুরুলিয়াতে সূর্যের তাপ সব ঋতুতেই বেশি, তাই এই সুযোগকে কাজে লাগিয়ে পুরুলিয়া জেলাতেই এখনও পর্যন্ত দুটি সৌরবিদ্যুৎ প্রকল্প তৈরী হয়েছে l আগামীদিনে বাঘমুন্ডি এবং মানবাজার ব্লক এলাকাতেই দুটি প্রকল্প গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে l এই সৌরবিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে নতুন পথে অর্থনীতির মুখ দেখবে পুরুলিয়া l"
Last Updated : Feb 6, 2020, 12:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.