পুরুলিয়া, 20 মার্চ :কোরোনা সংক্রমণ ঠেকাতে বর্তমান রাজ্য সরকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে বন্ধ রাখার নির্দেশিকা জারি করে ৷ শিশু ও অন্তঃসত্ত্বাদের স্বাস্থ্যের কথা ভেবে উপভোক্তা পিছু 2 কেজি চাল ও 2 কেজি আলু অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার নির্দেশিকাও জারি করে রাজ্য সরকার ৷ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা উপভোক্তাদের পোকা ধরে যাওয়া চাল বিতরণ করাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ৷ ঘটনা পুরুলিয়া 1 নম্বর ব্লকের ভান্ডারপুয়াড়া-চিপিদা গ্রাম পঞ্চায়েতের বড়টাড় গ্রামের ৷
কোরোনা সংক্রমণ ঠেকাতে বর্তমানে রাজ্য সরকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে বন্ধ রাখার নির্দেশিকা জারি করেছে ৷ তবে শিশু ও গর্ভবতী মায়েদের স্বাস্থ্যের কথা ভেবে উপভোক্তা পিছু 2 কেজি চাল ও 2 কেজি আলু অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার নির্দেশিকাও জারি করেছে রাজ্য সরকার ৷ সেই মতো বডটাড় গ্রামেও এদিন চাল ও আলু বাড়ি বাড়ি পৌঁছে দিতে যায় অঙ্গনওয়াড়ি কর্মীরা ৷ কিন্তু অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা উপভোক্তাদের পোকা ধরে যাওয়া চাল বিতরণ করে৷ প্রতিবাদে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসীরা ৷ এমনকী, সে চাল না নেওয়ার সিদ্ধান্ত নেন উপভোক্তারা ৷
এলাকাবাসীদের অভিযোগ, রাজ্য সরকারের পক্ষ থেকে যে পুষ্টিকর খাবার দেওয়া হয়, সেখানে পোকা ধরে যাওয়া নিম্নমানের চাল দেওয়া হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের তরফে ৷